
কলকাতা: তিন বছর পর জেল থেকে ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সংবাদ মাধ্যেমে তিনি জানিয়েছেন, ধীরে-ধীরে আবারও কাজে ফিরবেন। তবে এরই মধ্যে এবার উঠে আসছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সামনেই রয়েছে বিধানসভায় শীতকালীন অধিবেশন। যেহেতু এখন জেল থেকে মুক্তি পেয়েছেন পার্থ, সেই কারণে আসন্ন অধিবেশনে যোগ দিতে পারেন তিনি। কিন্তু কোথায় তাঁর ঠাঁই হবে? কোন আসনে বসবেন তিনি?
বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই একসময় বসতেন পার্থ। যেখানে মমতা বসেন তাঁর পাশের একটি চেয়ার ফাঁকা রেখে বসতেন পার্থ। কিন্তু তারপর বদলেছে পরিস্থিতি। কেটেছে তিনটে বছর। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেন কলকাতা পোর্টের বিধায়ক তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাহলে পার্থবাবু কোথায় বসবেন? সূত্রের খবর, দুই রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল ও বিজেপির মাঝামাঝি বসতে পারেন তিনি। তবে সবটাই জল্পনা।
এ প্রসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “উনি প্রবীণ বিধায়ক। আমি চেষ্টা করব ওঁকে ফ্রন্ট রো’তে বসতে দেওয়ার। উনি দল থেকে সাসপেন্ড, বিধানসভা থেকে নয়। উনি সাধারণ বিধায়ক হিসাবে সব সুযোগ সুবিধা পাবেন। বক্তব্য রাখতে পারবেন। প্রশ্নোত্তর পর্ব অংশগ্রহণ করতে পারবেন। উনি মন্ত্রী হিসাবে আগে যেখানে বসতেন তা তো আর সম্ভব নয়। ওখানে এখন ফিরহাদ হাকিম বসেন। তবে ওঁর ঘর সেটা অন্য কাউকে দেওয়া হবে। অধিবেশন কক্ষের বাইরে, সাধারণ বিধায়কদের মতো ওনাকে বসতে হবে।”