‘মনে রাখবেন, মুখ্যমন্ত্রীকেও দিল্লিতে আসতে হবে’, তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি সাংসদের

রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্যে এসেছেন জেপি নাড্ডাও (JP Nadda)।

'মনে রাখবেন, মুখ্যমন্ত্রীকেও দিল্লিতে আসতে হবে', তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি সাংসদের
দিল্লির বিজেপি সাংসদ পরবেশ সিং
Follow Us:
| Updated on: May 04, 2021 | 4:05 PM

নয়া দিল্লি: রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে একাধিক রাজনৈতিক কর্মীর মৃত্যুর খবর সামনে এসেছে। ইতিমধ্যেই সেই ইস্যুতে সরব হয়েছে বিজেপি। রাজ্যপালকে ফোন করে খোঁজখবর নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। আর এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হুঁশিয়ারি দিলেন এক বিজেপি সাংসদ (BJP MP)। টুইটে তাঁর বার্তা, ‘ভুলে যাবেন না, মুখ্যমন্ত্রীকেও দিল্লিতে আসতে হবে।’

তিনি অভিযোগ করেছেন, ‘তৃণমূলের ‘গুণ্ডাবাহিনী’ বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে। তৃণমূলের জয়ের পর এই ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন তিনি। এরপরই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মনে রাখবেন, তৃণমূলের সাংসদ, মুখ্যমন্ত্রী বা বিধায়কদেরও দিল্লিতে আসতে হবে।’ তাঁর দাবি, ভোটে জয় ও পরাজয় থাকে, খুন হওয়া উচিত নয়।

রাজ্যের অশান্তির ঘটনা নিয়ে সরব হয়েছেন বঙ্গ বিজেপির নেতারাও। রাজ্যের প্রশাসনের গাফিলতি নিয়ে মুখ খোলেন বিজেপি নেতা তথা বোলপুরের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যে পুলিশ কোনও দায়িত্ব পালন করতে পারছে না। তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। ২ মে বিকেল থেকে পুলিশের গাফিলতি চোখে পড়ছে। পুলিশের ওপর চাপ বাড়ানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও এটা করেছে, এখনও সেটাই করছে।’

আরও পড়ুন: ‘২ মে বিকেল থেকে কর্তব্য পালন করছে না পুলিশ’, সাম্প্রতিক হিংসার ঘটনা নিয়ে রাজ্যকে তোপ বিজেপির

এ দিকে ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে পুরো পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন নরেন্দ্র মোদী। রাজ্যপালের মুখে সংঘর্ষ বা অশান্তির খবরও শুনেছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যে এসেছেন জেপি নাড্ডা। বিজেপি নেতাদের সঙ্গে কথাও বলেছেন তিনি।