ICSE: আগামিকালই বের হচ্ছে ICSE-র ফল, বড় ঘোষণা বোর্ডের

ICSE:আগামী ১৭ জুলাই বিকাল ৫টা বের হবে ফল। সিআইএসসিই-র অফিসিয়াল ওয়েবসাইট cisce.org তে রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা।

ICSE: আগামিকালই বের হচ্ছে ICSE-র ফল, বড় ঘোষণা বোর্ডের
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 11:58 PM

কলকাতা: কবে বের হবে আইসিএসই-র দশম শ্রেণির রেজাল্ট? উত্তর খুঁজতে বাড়ছিল জল্পনা। তবে জুলাইয়ের মধ্যেই যে হবে ফলপ্রকাশ তা জানা গিয়েছিল। অবশেষে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস বা সিআইএসসিই ICSE-র দশম শ্রেণির ফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল। আগামী ১৭ জুলাই বিকাল ৫টা বের হবে ফল। সিআইএসসিই-র (CISCE) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org তে পড়ুয়ারা তাদের রেজাল্ট দেখতে পাবেন। রেজাল্ট জানা যাবে এসএমএসের মাধ্যমেও। যানা যাবে cisce-র ক্যারিয়ার পোর্টালের মাধ্যমেও। 

এই প্রথম আইসিএসসি ও সিবিএসই বোর্ডের পরীক্ষা দুটি সেমিস্টারে হয়। দুটি সেমিস্টারের পরীক্ষার মান একই ছিল। প্রথম পরীক্ষাটি হয় নভেম্বর মাসে। দ্বিতীয় পরীক্ষাটি এপ্রিল মাসে। যাঁরা প্রথম ও দ্বিতীয় সেমিস্টার দেননি তাঁরা রেজাল্টে অনুপস্থিত বলে গণ্য হবে।

কীভাবে দেখবেন রেজাল্ট ?

স্কুলগুলির ক্ষেত্রে careers.cisce.org এই ওয়েবসাইটে গিয়ে দ্বিতীয় সেমিস্টারে ক্লিক করতে হবে। আইসিএসসি মেনু থেকে রিপোর্টসে ক্লিক করতে হবে। এরপর কম্পারিসন টেবিলে ক্লিক করলেই দেখা যাবে ফল। কোনও সমস্যা থাকলে ১৮০০২০৩২৪১৪ নম্বরে কল কলেই হয়ে যাবে মুশকিল আসান।

কোনও পড়ুয়াকে রেজাল্ট দেখতে হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ইউনিক আইডি ও ইনডেক্স নম্বর। এছাড়াও ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে ICSC ও ৭ সংখ্যার ইউনিক আইডি লিখলে পাঠালে এসএমএসের মাধ্যমেও জানা যাবে রেজাল্ট। থাকছে রিভিউয়ের সুযোগও। ১৭ জুলাই বিকাল ৫টা থেকে ২৩ জুলাই পর্যন্ত রিভিউ করা যাবে দশম শ্রেণীর ফলাফল। রিভিউয়ের জন্য প্রতি সাবজেক্ট পিছু ১ হাজার টাকা করে দিতে হবে ইচ্ছুক পড়ুয়াদের। রিভিউ করতে আবেদন করতে হবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে।