১০০-তে ২০০! চিপকে বিশ্বরেকর্ড রুটের

আগের দিনের ১২৮ নট আউট থাকা রুটকে এ দিন থামাতে পারেননি ভারতীয় বোলাররা। স্পিন বোলিং চমত্‍কার খেলেন। সুইপ, কাট, ফ্লিক শটে স্বচ্ছন্দ। ভারতে আসার আগেই শ্রীলঙ্কার মাঠে একটা ডাবল সেঞ্চুরি ও একটা সেঞ্চুরি করেছিলেন। রুট ঠিক সেখান থেকেই যেন শুরু করেছেন ভারত সফর।

১০০-তে ২০০! চিপকে বিশ্বরেকর্ড রুটের
শততম টেস্টে ডাবল সেঞ্চুরি রুটের
Follow Us:
| Updated on: Feb 06, 2021 | 4:55 PM
চেন্নাই: ১০০তম টেস্ট এ ভাবেও স্মরণীয় রাখা যায়? সেঞ্চুরি করেছিলেন আগের দিনই। প্রথম টেস্টের দ্বিতীয় দিনও জো রুটে(Joe Root) আচ্ছন্ন ক্রিকেট দুনিয়া। নিজের সেঞ্চুরি টেস্টে বিশ্বরেকর্ড করে ফেললেন ইংল্যান্ডের(England) ক্যাপ্টেন। ১০০তম টেস্ট খেলতে নেমে এতদিন সর্বোচ্চ ছিল পাকিস্তানের ইনজামাম উল হকের(Inzamam Ul Haque)। ভারতেরই বিরুদ্ধে ১৮৪ করেছিলেন। সেই রেকর্ড তো ছাপিয়েই গেলেন, ডাবল সেঞ্চুরিও করে ফেললেন রুট।

আগের দিনের ১২৮ নট আউট থাকা রুটকে এ দিন থামাতে পারেননি ভারতীয় বোলাররা। স্পিন বোলিং চমত্‍কার খেলেন। সুইপ, কাট, ফ্লিক শটে স্বচ্ছন্দ। ভারতে আসার আগেই শ্রীলঙ্কার মাঠে একটা ডাবল সেঞ্চুরি ও একটা সেঞ্চুরি করেছিলেন। রুট ঠিক সেখান থেকেই যেন শুরু করেছেন ভারত সফর। মজার কথা হল, ভারতের বিরুদ্ধে ১০০তম টেস্ট খেলতে নেমে সবচেয়ে সফল পাক ব্যাটসম্যানরা। জাভেদ মিয়াঁদাদ (১৪৫), (Javed Miandad) ইনজামাম উল হক তাঁদের সেঞ্চুরি টেস্ট স্মরণীয় রেখেছিলেন সেঞ্চুরি করে। এ বার তাঁদের ছাপিয়ে গেলেন রুট। তার থেকেও বড় কথা হল, শেষ তিনটে টেস্টে দুটো ডাবল সেঞ্চুরি। কেরিয়ারে মোট পাঁচটা। টানা তিনটে টেস্টে ১৫০-র বেশি রান করলেন ইংলিশ ক্রিকেটার। এত দিন বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি (Virat Kohli), কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথকেই ধরা হত। সেই তালিকায় এ বার ঢুকে পড়লেন ইংল্যান্ডের রুটও।