Suvendu Adhikari: ভূপতিনগরে বোমা বিস্ফোরণে NIA তদন্ত দাবি, অমিত শাহকে চিঠি শুভেন্দুর

Purba Medinipur: চিঠির শেষে শুভেন্দু লিখেছেন, এই ধরনের বিস্ফোরক পদার্থ দেশের সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক। তাই, ভূপতিনগরে বিস্ফোরণে NIA তদন্তের আবেদন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি।

Suvendu Adhikari: ভূপতিনগরে বোমা বিস্ফোরণে NIA তদন্ত দাবি, অমিত শাহকে চিঠি শুভেন্দুর
ভূপতিনগর নিয়ে দিল্লিতে শুভেন্দুর চিঠি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2022 | 11:31 PM

কলকাতা: আগেই এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েছিলেন। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। চিঠিতে রাজ্যের বিভিন্ন জায়গায় সম্প্রতি বিস্ফোরণের ঘটনার কথা তুলে ধরেছেন তিনি। এমনকী, বোমা নিয়ে সৌগত রায়ের মন্তব্যও চিঠিতে জুড়েছেন তিনি। উল্লেখ করেছেন ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের কথাও।

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথির সভার আগের রাতে বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না-সহ তিনজনের মৃত্য়ু হয়। বোমা বিস্ফোরণ নিয়ে জারি হয় রাজনৈতিক চাপানউতর। আর কয়েকমাস পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে বোমা মজুত করছে শাসকদল। অন্যদিকে, গেরুয়া শিবিরকে তোপ দাগে তৃণমূল। এমনকী, কাঁথির সভা থেকে ভূপতিনগরের বিস্ফোরণ নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, তাঁর সভা বানচাল করতেই এই ঘটনা। এমনকী, শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, এটাই কি ডিসেম্বর ধামাকা? বিজেপি নেতারা কিছুদিন থেকে বলছেন, ডিসেম্বরে বড় কিছু ঘটবে। তা নিয়েই খোঁচা দেন অভিষেক।

এবার ভূপতিনগরের বিস্ফোরণ নিয়ে NIA তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি দিয়ে শুভেন্দু বললেন, রাজ্যে সম্প্রতি বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিনাখাঁয় বোমা বিস্ফোরণে এক নাবালিকার মৃ্ত্যর ঘটনা তুলে ধরেন তিনি। ওই নাবালিকা বল ভেবে বোমা হাতে নিতেই সেটা ফেটে গিয়েছিল।

রাজ্যে বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূল সাংসদ সৌগত রায় কিছুদিন আগে বলেছিলেন, ১৯৬০ সালে যে বোমা ব্যবহার হত, এখনও সেটাই হচ্ছে। কোনও উন্নতি হয়নি। সৌগত রায়ের সেই মন্তব্য চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু। চিঠির শেষে শুভেন্দু লিখেছেন, এই ধরনের বিস্ফোরক পদার্থ দেশের সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক। তাই, ভূপতিনগরে বিস্ফোরণে NIA তদন্তের আবেদন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি।