Success: সমস্যা অনেক, সমাধান হবে ৩ পথেই! রইল সাফল্যের গুপ্ত মন্ত্র
Success: কখনও ভেবে দেখেছেন কেন নিজের কাঙ্খিত ইচ্ছা পূরণ করতে পারছেন না আপনি? কী করলে সেই সমস্যার সমাধান হবে। সফল ব্যক্তিরা বলেন, জীবনে সমস্যা যত বড়ই হোক না কেন, কেবল ৩টি টিপস মেনে চলতে পারে স্বর্গ জয় করা সম্ভব।
জীবনে অনেক কিছুই করার আছে, করবেন করবেন ভাবছেন, কিন্তু করে ওঠা হচ্ছে না। এমন ঘটনাই হামেশাই আমাদের সঙ্গে হয়ে চলেছে। কেউ হয়তো ছবি আকতে ভালবাসেন কিন্তু রোজের কাজের চাপে সময় পান না। কেউ হয়তো চাকরি ছেড়ে ব্যবসা করবেন ভাবছেন, কিন্তু পরিবারে দায়ভারে করার সাহস পাচ্ছেন না। কেউ অনেক চেষ্টা করেও কিছুতেই নিজের সঞ্চয় করতে পারছেন না। আবার কেউ হয়তো চেষ্টা করেও মনের মানুষকে নিজের কথা বলতে পারছেন না। কেউ নিজের কথা কেবল ঠিক করে বুঝিয়ে বলতে পারছেন না বলে ভেঙে যাচ্ছে কিছু সম্পর্ক। মোদ্দা বিষয় হল প্রত্যেকেই নিজের জীবনে হাজারো হাজারো সমস্যায় জর্জরিত আর সেই নিয়েই বেঁচে থাকা, এগিয়ে চলা, বুড়ো হওয়া।
আচ্ছা, কখনও ভেবে দেখেছেন কেন নিজের কাঙ্খিত ইচ্ছা পূরণ করতে পারছেন না আপনি? কী করলে সেই সমস্যার সমাধান হবে। সফল ব্যক্তিরা বলেন, জীবনে সমস্যা যত বড়ই হোক না কেন, কেবল ৩টি টিপস মেনে চলতে পারে স্বর্গ জয় করা সম্ভব। জানেন কী সেই ৩ অমূল্য টিপস?
নজর রাখুন দক্ষতায় – নিজেকে খোঁজার চেষ্টা করুন। কীসে আপনি বেস্ট? কোন কাজ করতে আপনি সবচেয়ে বেশি ভালবাসেন? আপনি সত্যি কে? কোন কাজে আপনার দক্ষত্রা বেশি বা কীসে আপনি দক্ষ হয়ে উঠতে চান? জীবনে সেই কাজকেই প্রায়োরিটি লিস্টের উপরে রাখুন। সেই কাজকেই সময় দিন। অনান্য বাজে কাজে সময় না কাটিয়ে, ল্যাদ না খেয়ে নিজের স্বপ্নের পিছনে ছুটুন। মনে রাখবেন সবার একটা কাজ করার, খাটার একটা বয়স থাকে তার পর আপনি চাইলেও আপনার শরীর নাও চাইতে পারে। তাই সময় নষ্ট না করে আজ এখনই নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে নেমে পড়ুন। কথায় বলে ‘কাল করে যো আজ কর, আজ করে যো আভি কর।’
নিজের পথ নিজেই গড়ুন – সমাজের নিয়মের বেড়াজালে আটকে গেলে নতুন কিছু বা যুগান্তকারী কিছু করতে পারা কঠিন। আপনার স্বপ্ন পূরণের জন্য কে অনুমতি দেবে, কে সাহায্য করবে, তবে আপনি সফল হবেন ভাবতে থাকলে কোনও দিন কিছু করে উঠতে পারবেন না। মনে রাখবেন হাঁটতে গিয়ে পড়ে যাওয়াটা দোষের নয়। পড়ে গিয়ে আর এগিয়ে যাওয়ার মানসিকতা হারিয়ে যাওয়াটা লজ্জার। নিজেকে শক্ত করুন, নিজের অনুপ্রেরণা হয়ে উঠুন নিজেই।
লক্ষ্যে অবিচল থাকুন – নিজের লক্ষ্যে এগোতে গেলে, বাধা আসবেই৷ আর আপনিও বিচ্যূত হবেন নিজের লক্ষ্য থেকে৷ আমরা অনেক সময় নানা কারণে জীবনের আসল লক্ষ্যে পৌঁছে উঠতে পারি না, কারণ আমরা এক জায়গায় পাক খেয়ে যাই৷ অন্য কেউ আমাদের সেই পাক খেতে বাধ্য করে বা নিজেদের ভুলেই আটকে যাই। অন্যের পরামর্শ নেওয়া খারাপ নয়। তবে যে ব্যক্তি আপনাকে পরামর্শ দিচ্ছে সে আদৌ আপনার ভাল চান কি না, আপনাকে যে বিষয়ে পরামর্শ দিচ্ছে সেই বিষয়ে সে নিজে কতটা দক্ষ, সব বিচার করে তবেই সেই পরামর্শ গ্রহণ করুন। ভাল-মন্দ, সত্য-অসত্য, বন্ধু-শত্রুর মধ্যে পার্থক্য চিনতে শিখুন। সব সময় আবেগ দিয়ে নয়, কখনও বাস্তববাদী হয়ে উঠুন। তাই বলে আবেগকে জলাঞ্জলি দিয়ে দেবেন না, সেটাও মোটেও কাজের কথা নয়।
জীবনে এই তিন পথ মেনে চলতে পারে, আপনার সাফল্য আসতে বাধ্য। মনে রাখবেন কেউ প্রথম থেকে কোনও বিষয়ে দক্ষ হয় না। তবে সময় এবং অধ্যাবসায় পারে তাঁকে সেরা করে তুলতে। তাই ধৈর্য্য হারাবেন না, নিজের উপর ভরসা রাখুন।