কনুই এবং হাঁটুর কালো দাগ দূর করবেন কী করে?

কিন্তু তার আগে জেনে নিন কালো দাগ কেন হয়?

কনুই এবং হাঁটুর কালো দাগ দূর করবেন কী করে?
Follow Us:
| Updated on: Mar 06, 2021 | 5:12 PM

কনুই এবং হাঁটুর কালো দাগ নিয়ে জেরবার? কী করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না? আপনার জন্য রইল টিপস।

কিন্তু তার আগে জেনে নিন কালো দাগ কেন হয়?

মৃতকোষের স্তর জমে জমে জায়গাটিকে কালচে করে দিতে পারে।

বেশিক্ষণ রোদে থাকলেও হাইপার পিগমেনটেশনের ফলে সেই জায়গা কালো হয়ে যেত পারে।

এ ছাড়াও শরীরে হরমোনের তারতম্যের ফলেও এমনটা হতে পারে।

সূর্যের অতিবেগুনি রশ্মির ফলে মেলাজমর মতো রোগ হতে পারে।

কী করবেন?

লেবুই হোক বন্ধু

লেবুর মধ্যে রয়েছে প্রকৃতিগত ভাবেই ব্লিচিংয়ের উপাদান। ত্বকের রঙ উজ্জ্বল করতে এর জুরি মেলা ভার। এর বারংবার ব্যবহারে ত্বকের কালো ভাব দূর হবে। একটা লেবু চিপে তা থেকে রস বের করে কালচে হয়ে যাওয়া অঞ্চলে ভাল করে লাগান। ফিরবে উজ্জলতা।

অ্যালোভেরায় বাজিমাত

অ্যালোভেরা ক্রিম বা অ্যালোভেরা গাছের প্তা নিয়ে তা হাতে–হাঁটুতে লাগান। কুড়ি মিনিট রেখে দিন। শুধু যে কালচে ভাব দূর হবে তা নয়। ত্বকের শুষ্ক ভাবও দূর হবে।

নারকেল তেলের কারিকুরি

শুধু যে চুলের উপকারে নারকেল তেল ধন্বন্তরি তা নয়, হাঁটু এবং কনুইয়ের কালচে ভাব দূর করতেও কাজে লাগে। ভাল করে নারকেল তেল ম্যাসাজ করুন।কাজ হবে ম্যাজিকের মতো।

দই এবং ছোলার আটার জব্বর মাস্ক

এক চা-চামচ ভিনিগার, অল্প পরিমাণ ছোলার আটা এবং একটু দই নিয়ে ভাল করে মেশান। যেখানে যেখানে ত্বক কালো হয়ে গিয়েছে সেখানে লাগান। এর পর মিনিট পনেরো রেখে সেই জায়গা ভাল করে ধুয়ে ফেলুন। ফল পাবেন।