Puaj Special Guideline: শুভশ্রীর মত হালকা সাজেই মাতিয়ে দিন নবমীর নিশি, রইল টিপস

Puja Fashion Tips: হালকা মেকআপ আর প্যাস্টেল শেডস এখন ইন। যতই নবমী হোক না কেন পুজোয় হালকা মেকআপই কিন্তু সবচাইতে বেশি সময় নিয়ে নেয়...

Puaj Special Guideline: শুভশ্রীর মত হালকা সাজেই মাতিয়ে দিন নবমীর নিশি, রইল টিপস
পুজো স্পেশ্যাল সাজে শুভশ্রী
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2022 | 8:40 AM

পুজো আসছে, পুজোর শপিং, প্ল্যানিং এই পুরো বিষয়টি ঘিরে যত না আনন্দ থাকে তার পুরোটাই অদ্ভুত ভাবে বিষাদে পরিণত হয় অষ্চমীর সন্ধ্যের পর। ষষ্ঠী. সপ্তমীর আড্ডা, অষ্টমীর অঞ্জলি আর সন্ধিপুজো কাটলেই মনে হয় আর তো মাত্র একটা রাত। তারপর আবার এক বছরের প্রতীক্ষা। উমা ফিরে যাবে কৈলাশে। মা আসছেন, তাই প্রকৃতি যেমন সেজে ওঠে খুশিতে তেমনই আপামর জনসাধারণের মধ্যেও পৌঁছে যায় সেই বার্তা। অজানা আনন্দেই মন খুশিতে ভরে থাকে। নতুন জামা, পুজোর কাজ আর কেনাকাটির মধ্যে মিশে থাকে কত স্মৃতি। যত কষ্টই হোক না কেন, পুজোয় সকলেই চান নিজেকে সাজিয়ে তুলতে। বাজার ঘুরে তাই তলে সেরার সেরা খোঁজ।

কোন দিন কী রঙের শাড়ি পরবেন, কোন দিন অন্য পোশাক তাই নিয়ে চলতে থাকে বিস্তর জল্পনা। পুজোর শেষ দিন নবমী। আর তাই এদিন মন খুলে সাজতে চান অনেকে। নবমীর রাতের পোশাক অধিকাংশই একটু জমকালো পরতে পছন্দ করেন। সঙ্গে হাই টোনের মেকআপ। নবমীর স্পেশ্যাল লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা থাকে অনেক বাড়িতেই। এছাড়াও পুজো স্পেশ্যাল পার্টি তো আছেই। নবমীর রাতে গাঢ় নীল, সবুজ, লাল, কালো, বেগুনি, রানি- এই রঙগুলির চাাহিদা থাকে তুঙ্গে। তবে দিন বদলেছে। অধিকাংশই এখন ঝুঁকছেন প্যাস্টেল শেডের দিকে। সেই দলে নিজেকে ভিড়িয়েছে সাদাও। সাদা রং এর পোশাকও এখন ভীষণভাবে ফ্যাশানে ইন। সাদা শাড়ি আর সাদা ব্লাউজের সঙ্গে রুপোর গয়না এখন ট্রেন্ডিং। সাদা ঢাকাই এর সঙ্গে স্লিভলেস সাদা ব্লাউজ কিংবা সাদার উপর সিল্ক, অরগ্যাঞ্জার চাহিদাও এখন রয়েছে। এখনকার দিনে কেউই উগ্র সাজ পছন্দ করেন না। বরং নো-মেকআপ লুকেই কী ভাবে নজর কাড়া যায় তা নিয়েই চলতে থাকে জোরদার প্রতিযোগিতা। সব সময় তাই ফাউন্ডেশনের প্রয়োজন পড়ে না। মুখ ভাল করে পরিষ্কার করে ত্বকের ধরণ অনুযায়ী একটু সানস্ক্রিন লাগিয়ে নিন আর তার উপরে কম্প্যাক্ট লাগিয়ে দিলেই চলবে। সঙ্গে থাক ম্যাট শেডের লিপস্টিক।

প্রতি বছর পুজোতে পরিবার আর বন্ধুদের সঙ্গে ঘরোয়া আড্ডার মেজাজেই দেখা যায় শুভশ্রী গাঙ্গুলিকে। এবারেও পুজোর আড্ডা জমল শুভশ্রীর বাড়িতেই। পুজোতে তাঁর সাজের বেশ কিছু ছবি তিনি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশ ছবিতেই তাঁকে দেখা গিয়েছে হালকা শেডের শাড়িতে। সাদা ঢাকাই, রোজ পিঙ্ক রঙের মসলিন এমনই সব শাড়ি শুভশ্রী বেছে রেখেছিলেন অষ্টমীর জন্য। এছাড়াও পুজোর অন্য সব দিনে হালকা শেডই বেছে নিয়েছেন শুভশ্রী। সেই তালিকায় যেমন লাল রং আছে তেমনই কিন্তু অন্য সব রংও রয়েছে। পিংক, লাল আর সাদাতেও যে ভাইব্র্যান্ট হয়ে ওঠা যায় তা বুঝিয়ে দিয়েছেন শুভ। এমন সাজ পছন্দ আপনার? নবমীতে নিজেই পারেন, তবে মেনে চলতে হবে কিছু শর্ত…