১৫০০-এর বেশি ব্যবহৃত ফেস মাস্ক দিয়ে অভিনব ওয়েডিং গাউন বানালেন এই ডিজাইনার

ব্রিটিশ ডিজাইনার টম সিলভারউড ১৫০০টির বেশি ব্যবহৃত ফেস মাস্ক ব্যবহার করে একটি দুর্দান্ত ওয়েডিং গাউন ডিজাইন করেছেন। গাউনে ব্য়বহার করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের পিপিই, যা কোমরের চারপাশে ব্যবহার করা হয়েছে।

১৫০০-এর বেশি ব্যবহৃত ফেস মাস্ক দিয়ে অভিনব ওয়েডিং গাউন বানালেন এই ডিজাইনার
ফেস মাস্ক দিয়ে অভিনব ওয়েডিং গাউন বানালেন এই ডিজাইনার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2021 | 6:22 PM

সারা বিশ্ব এই মুহূর্তে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে। মারণভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে অজান্তেই ফেস মাস্ক ও পিপিই কিট মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। তবে সমস্যা তৈরি হয়েছে, ব্যবহার করা মাস্কগুলিকে নিয়ে। অবৈজ্ঞানিকবাবে যত্রতত্রভাবে ব্যবহৃত মাস্কগুলি ফেলে দেওয়া হয়, যার ফলে মানুষ ও অন্যান্য প্রাণিদের ক্ষেত্রেও পরিবেশগতভাবে সমস্যা তৈরি হয়েছে। এই চরম অব্যবস্থার মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবহার করা মাস্ক দিয়ে অসাধারণ গাউন বানিয়ে নজর কাড়লেন ব্রিটেনের এক ডিজাইনার।

ব্রিটিশ ডিজাইনার টম সিলভারউড ১৫০০টির বেশি ব্যবহৃত ফেস মাস্ক ব্যবহার করে একটি দুর্দান্ত ওয়েডিং গাউন ডিজাইন করেছেন। গাউনে ব্য়বহার করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের পিপিই, যা কোমরের চারপাশে ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, ওয়েডিং প্ল্যানার ওয়েবসাইট ‘হিটচেড’ (Hitched) এর অর্থ ও প্রচেষ্টায় এই গাউনটি তিনি তৈরি করেছেন। লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালের কাছে একটি ফটোশুটে এই অভিনব ওয়েডিং গাউনটি প্রকাশ করা হয়েছে। কোভিডকালে বিবাহের বিধিনিষেধের সমাপ্তি ঘটলে ‘Freedom day হিসেবে পালন করা হয়।

ওই ওয়েডিং প্ল্যানারের দাবি, প্রতি সপ্তাহে ইউকে-তে প্রায় ১০০ মিলিয়ন ডিসপোজেবল মাস্ক ফেলে দেওয়া হয়। সংস্থার সম্পাদক জানিয়েছেন, এদিন থেকে কোভিডের জেরে বিবাহ আইনি নিষেধাজ্ঞা ছাড়াই ইংল্যান্ডে হাজার হাজার যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। নবদম্পতিরা ফের একসঙ্গে নাচ করতে পারবেন, আর সেই অপেক্ষার অবসান ঘটবে আজ। থাকবে পানীয়ের ফোয়ারা, পিপিই কিট ও মাস্ক পরার বাধ্যতামূলক বিধিনিয়ম উঠে যাওয়ায় সকলে হাসি মুখে জীবন উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: বর্ষায় কী পরবেন? জেনে নিন মনসুন ফ্যাশন ট্রেন্ড