এবার কাপের মধ্যেই বানিয়ে ফেলুন সুস্বাদু অমলেট,কীভাবে? জেনে নিন রেসিপি

চায়ের কাপ কিংবা কফি মাগে কখনও অমলেট বানিয়েছেন? এখনই তৈরি করে ফেলতে পারেন এই সুস্বাদু রেসিপি

এবার কাপের মধ্যেই বানিয়ে ফেলুন সুস্বাদু অমলেট,কীভাবে? জেনে নিন রেসিপি
প্রতীকি ছবি
Follow Us:
| Updated on: May 11, 2021 | 1:37 PM

সকাল সকাল ব্রেকফাস্টে অমলেট পাতে না পড়লে মন ভরে না। অমলেট লাভারদের জন্য এ এক দারুণ রেসিপি। কফি মাগে অমলেট। হ্যাঁ ঠিকই শুনছেন। প্রোটিন সমৃদ্ধ এই খাবার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব সময়ের জন্যই উপাদেয়।কীভাবে তৈরি করবেন কাপের মধ্যে অমলেট! রইল রেসিপি।

উপকরণ:

গোটা ডিম ১টি

ডিমের সাদা অংশ ২টি

চেডার চিজ ২ চামচ

ক্যাপসিকাম ১ চামচ

নুন ও গোলমরিচ পরিমাণ মত

তেল সামান্য

 আরও পড়ুন :রান্না করার আগে, চাল কেন জলে ভিজিয়ে রাখা দরকার?

প্রণালী

প্রথমে একটি বড় কাপে বা কফি মাগে একটি গোটা ডিম ও দুটি ডিমের শুধু সাদা অংশ, ক্যাপসিকাম, চিজ, নুন, গোলমরিচ দিয়ে ভাল মেশান।এবং তার উপর অল্প পরিমাণ তেল ছড়িয়ে দিন।তারপর মাইক্রোওভেনকে ১মিনিট প্রি-হিট করে রাখুন। তারপর ডিমসুদ্ধ কাপটি মাইক্রোওভেনে দিয়ে ১ থেকে ১:৩০ মিনিট ঘোরান।তাহলেই তৈরি হয়ে যাবে এই স্পেশ্যাল অমলেট। শেষে উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলে আপনার ব্রেকফাস্ট জমে দই।