Heartwarming News: ভয়াবহ সুনামির সময় উদ্ধার করেছিলেন, সেই মেয়ের বিয়ে দিলেন IAS অফিসার

Lifestyle Viral News: বিশেষ করে যাঁরা এর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছেন। সমুদ্রতীরবর্তী এলাকার বাসিন্দারা এই ভয়াবহতাকে কোনও ভাবেই ভুলতে পারবেন না। তামিলনাডুর শুধুমাত্র একটি এলাকাতেই প্রায় ৬ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল সুনামি।

Heartwarming News: ভয়াবহ সুনামির সময় উদ্ধার করেছিলেন, সেই মেয়ের বিয়ে দিলেন IAS অফিসার
Image Credit source: INSTAGRAM
Follow Us:
| Updated on: Feb 05, 2025 | 6:12 PM

মন ভালো করা উদ্যোগ বলাই যায়। এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হবে নাই বা কেন! প্রচুর মানুষ মুগ্ধ হয়েছেন এই আন্তরিক মানসিকতায়। ঠিক কী হয়েছে, সেটা একটু বলে নেওয়া যাক। এর জন্য ফিরে যেতে হবে ২০ বছর আগে। ২০০৪ সালের ভয়াবহ সুনামির কথা কেউই ভুলতে পারবে না। বিশেষ করে যাঁরা এর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছেন। সমুদ্রতীরবর্তী এলাকার বাসিন্দারা এই ভয়াবহতাকে কোনও ভাবেই ভুলতে পারবেন না। তামিলনাডুর শুধুমাত্র একটি এলাকাতেই প্রায় ৬ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল সুনামি।

ডাঃ জে রাধাকৃষ্ণন। এই আইএএস অফিসার ২০০৪ সালে সুনামির সময় ডিস্ট্রিক্ট কালেক্টটর পদে ছিলেন। তামিলনাডুর কিছানকুপ্পামে এক ছোট্ট মেয়েকে খুঁজে পেয়েছিলেন। সুনামির কারণে সব হারিয়েছিল মিনা। কাঁদছিলেন। তাঁকে উদ্ধার করেছিলেন ডাঃ জে রাধাকৃষ্ণন। স্ত্রী কৃতিকার সঙ্গে আলোচনা করে মিনাকে সরকারি হোমে রাখার ব্য়বস্থা করেন। নিয়মিত যোগাযোগ রাখতেন, মিনাকে সাহায্য করতেন তাঁরা।

একজন আইএএস মানে তাঁর চাকরিক্ষেত্রে ট্রান্সফার নতুন নয়। তবে ট্রান্সফার হলেও নিয়মিত মিনার সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছেন। মিনা পড়াশোনা করেছেন, পরবর্তীতে নার্সিং ট্রেনিং নেন। মিনা বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় রাধাকৃষ্ণনই সমস্ত ব্যবস্থা করেন। বিয়ের এই অনুষ্ঠান আবেগের মুহূর্ত হয়ে দাঁড়ায়। মিনাকে ওরকম ভয়াবহ পরিস্থিতিতে উদ্ধার করা, জীবনে স্বাবলম্বী হতে সাহায্য় করা। এখন সব কষ্ট যেন অতীত। নতুন জীবনে পা রাখছেন মিনা। আর সবটাতেই সহযোগিতা করছেন ডাঃ রাধাকৃষ্ণন। তাঁদের এই বাঁধন যে অটুট…।