বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিকেন রেশমি বাটার মশালা

বোনলেস চিকেন, ডিম, অর্ধেক পেঁয়াজবাটা, রসুনবাটা ১ চামচ, আদাবাটা ১ চামচ, ছাতু ৪ চামচ, লঙ্কাগুঁড়ো ১ চামচ, স্বাদমতো নুন দিয়ে ম্যারিনেট করে ২ ঘণ্টা রেখে দিন। ম্যারিনেট করা চিকেন পিসগুলি শিকে গেঁথে গ্যাস জ্বেলে সেঁকে নিয়ে গ্রেভির মধ্যে দিতে হবে। এরপর গ্রেভির জন্য কড়াইতে তেল ও বাটার দিয়ে বাকি পেঁয়াজ, আদা ও রসুনবাটা দিয়ে কষে নিতে হবে।

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিকেন রেশমি বাটার মশালা

|

Nov 06, 2025 | 7:32 PM

বাড়িতে আত্মীয় এল বুঝতেই পারেন না, তাঁদের ঠিক কী খাইয়ে মন জয় করবেন। সেই একই পুরনো পদ। তবে চিন্তা নেই, সহজ রেসিপি দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন চিকেন রেশমি বাটার মশালা। এই রেসিপি ঠিকঠাক মেনে চললে, রেস্তরাঁকেও হার মানাবে আপনার হাতে তৈরি এই পদ।

যা যা লাগবে—

বোনলেস চিকেন ৫০০ গ্রাম, ডিম ২টি, পেঁয়াজবাটা ২ কাপ, রসুনবাটা ২ চামচ, আদাবাটা ২ চামচ, ছাতু ৪ চামচ, নুন স্বাদমতো, লঙ্কাগুঁড়ো ১ চামচ, চারমগজ বাটা ২ চামচ, টম্যাটো পিউরি ৪ চামচ, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ১ চামচ, গোলমরিচের গুঁড়ো ২ চামচ।

এভাবে তৈরি করুন—

বোনলেস চিকেন, ডিম, অর্ধেক পেঁয়াজবাটা, রসুনবাটা ১ চামচ, আদাবাটা ১ চামচ, ছাতু ৪ চামচ, লঙ্কাগুঁড়ো ১ চামচ, স্বাদমতো নুন দিয়ে ম্যারিনেট করে ২ ঘণ্টা রেখে দিন। ম্যারিনেট করা চিকেন পিসগুলি শিকে গেঁথে গ্যাস জ্বেলে সেঁকে নিয়ে গ্রেভির মধ্যে দিতে হবে। এরপর গ্রেভির জন্য কড়াইতে তেল ও বাটার দিয়ে বাকি পেঁয়াজ, আদা ও রসুনবাটা দিয়ে কষে নিতে হবে। এবারে টম্যাটো পিউরি, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে চারমগজ বাটা দিয়ে নাড়াচাড়া করে অল্প জল ও সেঁকে নেওয়া চিকেনের টুকরোগুলি দিয়ে ঢাকা দিন। আঁচ কমিয়ে রাখুন। একটু পরে ঢাকা খুলে গোলমরিচ গুঁড়ো, গরমমশলা গুঁড়ো ও অল্প কেওড়াজল দিয়ে নাড়াচাড়া করুন। মাখামাখা হয়ে এলে নামানোর সময় ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চিকেন রেশমি বাটার মশলা।