Methi for Hair: চুলের হাজার সমস্যার একটাই সমাধান খুঁজছেন? রান্নাঘরে মেথি থাকতে চিন্তা কীসের!
Home Remedies for Hair Care: মেথি দানার মধ্যে ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালশিয়াম, ফসফেট, ফলিক অ্যাসিড ইত্যাদি প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। মেথি দানার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা স্ক্যাল্প ও চুলের সমস্যা রুখে দিতে সক্ষম।
খাবার পাতে মেথি পড়লে একটু ভাল লাগে না। মেথি ভেজানো জল যতই উপকারী হোক, খেলে কারওই ভাল লাগে না। কিন্তু চুল পড়ার সমস্যা পিছু সহজে পিছু ছাড়তে না চায়, তখন মেথির সাহায্য নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষ সাহায্য করে মেথির দানা। মেথির তেল হোক হেয়ার মাস্ক, ঠিক উপায়ে এই দানা ব্যবহার করলে হাজারো চুলের সমস্যা রুখে দেওয়া যায়।
মেথি দানার মধ্যে ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালশিয়াম, ফসফেট, ফলিক অ্যাসিড ইত্যাদি প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। মেথি দানার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা স্ক্যাল্প ও চুলের সমস্যা রুখে দিতে সক্ষম। স্ক্যাল্পে খুশকি ও চুলকানির সমস্যা প্রতিরোধে সাহায্য করে মেথি। এই দানা চুলের ফলিকলকে মজবুত করে তোলে। এতে চট করে চুল পড়ে না। পাশাপাশি মেথির তেল ব্যবহার করলে চুলকে বিভিন্ন ধরনের ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত রাখা যায়। এমনকি পাকা চুলের সমস্যা প্রতিরোধেও দুর্দান্ত কাজ করে মেথি।
মেথির দানাকে দু’টি উপায়ে ব্যবহার করা যায়। মেথির তেল বানিয়ে রোজ ব্যবহার করতে পারেন। কিংবা সপ্তাহে একদিন মেথির হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। কীভাবে মেথির তেল ও হেয়ার মাস্ক বানাবেন, দেখে নিন।
১) মেথির তেল
২) মেথির হেয়ার মাস্ক
১ কাপ জলে ২ চামচ মেথি দানা সারা রাত ধরে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ওই মেথি দানা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এই মেথির পেস্টের সঙ্গে ২ চামচ টক দই মিশিয়ে বানিয়ে ফেলুন হেয়ার মাস্ক। এবার এই হেয়ার মাস্ক পরিষ্কার চুলে লাগিয়ে নিন। নোংরা চুলে হেয়ার মাস্ক লাগালে স্ক্যাল্প ও চুল কোনও পুষ্টি পাবে না। এবার এই হেয়ার মাস্ক চুলে লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একদিন এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।