Beaches in India: দেশের এই ৫ সৈকতে আইন ভেঙে বিকিনি পরলে গ্রেফতার হবেন না আপনি!

Bikini Day 2022: সৈকত মানেই সমুদ্রের উত্তাল ঢেউ, পায়ের লুটিয়ে পড়া শুভ্র ফেনা, সাদা বালি,আরামদায়ক রোদের নেশা আর বিকিনি। পশ্চিমী দেশগুলিতে সব সৈকতেই বিকিনি পরে সানবাথ নেওয়া বা সমুদ্রের স্নান করার প্রচলন রয়েছে। কিন্তু ভারতে কি এখনও সেই স্বাধীনমনস্ক পর্যায়ে পৌঁচেছে?

| Edited By: | Updated on: Jul 06, 2022 | 12:18 PM
সমুদ্র সৈকতে বিকিনি সেট অনেক বেশি আরামদায়ক ও জনপ্রিয়। কিন্তু ভারতের বেলায় একটু ব্যতিক্রম। নিরাপত্তা,সাংস্কৃতিক বেড়াজাল ও অন্যান্য় আরও কারণে মহিলারা সাধারণত বিকিনি পরার সাহস পান না। তাই দেশের যে কোনও সৈকতেই মহিলারা বিকিনি পরেন না।

সমুদ্র সৈকতে বিকিনি সেট অনেক বেশি আরামদায়ক ও জনপ্রিয়। কিন্তু ভারতের বেলায় একটু ব্যতিক্রম। নিরাপত্তা,সাংস্কৃতিক বেড়াজাল ও অন্যান্য় আরও কারণে মহিলারা সাধারণত বিকিনি পরার সাহস পান না। তাই দেশের যে কোনও সৈকতেই মহিলারা বিকিনি পরেন না।

1 / 6
তবে অনেকেই হয়তো জানেন না, দেশের কিছু সৈকত রয়েছে যেখানে মহিলারা কোনও সমস্যা ছাড়াই বিকিনি পরতে পারেন। প্রতি বছর ৫ জুলাই বিকিনি দিবস পালিত হয়। সেই উপলক্ষ্যেই ভারতের ৫টি সমুদ্র সৈকতের সন্ধান দেওয়া হল, যেখানে আইনের তোয়াক্কা না করেই বিকিনি পরতে পারবেন।

তবে অনেকেই হয়তো জানেন না, দেশের কিছু সৈকত রয়েছে যেখানে মহিলারা কোনও সমস্যা ছাড়াই বিকিনি পরতে পারেন। প্রতি বছর ৫ জুলাই বিকিনি দিবস পালিত হয়। সেই উপলক্ষ্যেই ভারতের ৫টি সমুদ্র সৈকতের সন্ধান দেওয়া হল, যেখানে আইনের তোয়াক্কা না করেই বিকিনি পরতে পারবেন।

2 / 6
ভার্কালা বিচ, কেরালা:  তিরুবনন্তপুরম জেলার সমুদ্র ঘেষা শান্ত গ্রাম। মনোরম সৈকতের জন্য জনপ্রিয়। পাপানাসাম সমুদ্র সৈকতের আরেক নাম ভার্কালা বিচ। আরব সাগরের তীরে শিলাখণ্ডের উপর মনোরম দৃশ্য অকল্পনীয়।

ভার্কালা বিচ, কেরালা: তিরুবনন্তপুরম জেলার সমুদ্র ঘেষা শান্ত গ্রাম। মনোরম সৈকতের জন্য জনপ্রিয়। পাপানাসাম সমুদ্র সৈকতের আরেক নাম ভার্কালা বিচ। আরব সাগরের তীরে শিলাখণ্ডের উপর মনোরম দৃশ্য অকল্পনীয়।

3 / 6
মামাল্লাপুরম বিচ, তামিলনাড়ু: যারা সৈকতে গিয়ে বিকিনি সেটে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে চান, তাদের জন্য এই বিচ উপযুক্ত। সানবাথ নেওয়ার জন্য মোক্ষম স্থান।

মামাল্লাপুরম বিচ, তামিলনাড়ু: যারা সৈকতে গিয়ে বিকিনি সেটে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে চান, তাদের জন্য এই বিচ উপযুক্ত। সানবাথ নেওয়ার জন্য মোক্ষম স্থান।

4 / 6
ওম বিচ, কর্ণাটক: জলকেলি, উদ্দাম আনন্দের জন্য কেরালার এই বিচ দারুণ স্বস্তির জায়গা। বিকিনি ফিগার দেখাতে চাইলে এই সৈকতে ভিড় করতে পারেন। সাহস মনোভাব থাকলে এখানে ভিড়ের মধ্যে আপনি সানবাথও নিতে পারেন।

ওম বিচ, কর্ণাটক: জলকেলি, উদ্দাম আনন্দের জন্য কেরালার এই বিচ দারুণ স্বস্তির জায়গা। বিকিনি ফিগার দেখাতে চাইলে এই সৈকতে ভিড় করতে পারেন। সাহস মনোভাব থাকলে এখানে ভিড়ের মধ্যে আপনি সানবাথও নিতে পারেন।

5 / 6
কদমত বিচ, লাক্ষাদ্বীপ: কদমত হল সমুদ্রের তলদেশের পাহাড়ের চূড়া। যেখানে প্রকৃতি নির্মল, স্বচ্ছ ও নির্জনতার সাক্ষী থাকে। দিনের বেলায় বা রাতের সময়, রোম্যান্টিক মুহুর্তগুলিকে তাড়া দিতে লাক্ষা দ্বীপের এই বিচে বিকিনি না পরলে অমঙ্গল হতে পারে।

কদমত বিচ, লাক্ষাদ্বীপ: কদমত হল সমুদ্রের তলদেশের পাহাড়ের চূড়া। যেখানে প্রকৃতি নির্মল, স্বচ্ছ ও নির্জনতার সাক্ষী থাকে। দিনের বেলায় বা রাতের সময়, রোম্যান্টিক মুহুর্তগুলিকে তাড়া দিতে লাক্ষা দ্বীপের এই বিচে বিকিনি না পরলে অমঙ্গল হতে পারে।

6 / 6
Follow Us: