Koffee With Karan 7: পাঁচ জন জুটি এবার আগুন লাগাতে আসছেন করণের সেটে, বি-টাউনের পাশাপাশি দক্ষিণও আছে তালিকায়
Koffee With Karan 7: কফি খাইয়ে পেটের কথা বের করতে ওস্তাদ করণ জোহর। এবার তাঁর শো-তে আসছেন যে সেলিব্রিটি জুটিরা, তাঁদের জীবনের কোন গোপন বের করেন, তার অপেক্ষা।
সেলিব্রিটি মানেই কোথাও গিয়ে যেন চেনা সমীকরণেই ফিরে আসে বিতর্ক বারে বারে। কখনো ছবি কখনও আবার উঠে এসেছে ব্যক্তিগত নানা অধ্যায়।
1 / 6
অর্জুন কাপুরের জীবনে বিতর্কের অভাব নেই। কেরিয়ারের শুরুতে যে মানুষটি শক্ত করে হাত ধরেছিলেন, সেই সলমন খানই একটা সময় মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
2 / 6
৩. ভিকি-ক্যাটরিনা করণ জোহর তাঁর এই শো থেকেই এক প্রকার ভিকি কৌশল এবং ক্যাটরিনার মধ্যে যোগসূত্র তৈরি করেছিলেন। এবার বিয়ের পর তাঁরা যুগলে আসতে চলেছেন শোতে। এবার কোন খবর পাওয়া যাবে তাঁদের থেকে দেখা যাক।
3 / 6
৪. রণবীর-আলিয়া করণের মানস কন্যা আলিয়া ভাট। সেই হিসেবে জামাই রণবীর কাপুর। জামাই-মেয়েকে নিয়ে করণ তাঁর শো-তে বিশেষ কী করেন তার অপেক্ষা দর্শককুলের।
4 / 6
২০১৪ সালে বলিউডে প্রথম হাতেখড়ি হয়েছিল কিয়ারা আডবাণীর। এখনও পর্যন্ত ৮৮০ কোটি টাকা আয় করেছে তাঁর ছবি। ফলে ১০০০ কোটি হতে খুব বেশি দেরি নেই। এখনও পর্যন্ত কবীর সিং ছবি সর্বাধিক আয় করেছে বক্স অফিসে।
5 / 6
৬. রশ্মিকা-বিজয় দক্ষিণের তারকা রশ্মিকা মনদান এবং বিজয় দেবারাকোন্ডা। হিন্দি ছবিতে করণের হাত ধরেই বিজয় ডেবিউ করতে চলেছেন। রশ্মিকাও হিন্দি ডেবিউ করছেন সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে। রশ্মিকা-বিজয় সম্পর্কে আছেন, এমন খবর রয়েছে দক্ষিণের বাতাসে। যে হওয়া বয়ে এসেছে বলিউডে। করণের শো-তে এসে কোন খবর পাওয়া যাবে দেখা যাক।