Skin Care Tips: পুজোয় চাই ঝকঝকে-কোমল-উজ্জ্বল ত্বক! প্যারাবেন-মুক্ত উপকরণের হদিশ রইল এখানে…

Beauty Care Tips: কৃত্রিম পণ্য ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখের ত্বকের অবস্থা কী আরও বিগড়ে গিয়েছে? রাসায়নিক মুক্ত বা প্যারাবেন-মুক্ত বিউটি সিক্রেট কোথায় পাবেন?

| Edited By: | Updated on: Sep 27, 2022 | 9:29 AM
মুখের উজ্জ্বলতা বাড়াতে গিয়ে নানা ঘরনের কসমেটিক পণ্য ব্যবহার করে বিরক্ত হয়ে গিয়েছেন? কৃত্রিম পণ্য ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখের ত্বকের অবস্থা কী আরও বিগড়ে গিয়েছে? রাসায়নিক মুক্ত বা প্যারাবেন-মুক্ত বিউটি সিক্রেট কোথায় পাবেন?

মুখের উজ্জ্বলতা বাড়াতে গিয়ে নানা ঘরনের কসমেটিক পণ্য ব্যবহার করে বিরক্ত হয়ে গিয়েছেন? কৃত্রিম পণ্য ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখের ত্বকের অবস্থা কী আরও বিগড়ে গিয়েছে? রাসায়নিক মুক্ত বা প্যারাবেন-মুক্ত বিউটি সিক্রেট কোথায় পাবেন?

1 / 9
এই সবের প্রশ্নের উত্তর মিলবে ঠাকুমা-দিদার ঝুলিতেই। মন্দ যেমন থাকে, তেমনে সেটি ভাল করে তোলার সমাধানও রয়েছে। সমস্যা হল, আমরা ব্যাপারগুলি আমরা তলিয়ে দেখি না।

এই সবের প্রশ্নের উত্তর মিলবে ঠাকুমা-দিদার ঝুলিতেই। মন্দ যেমন থাকে, তেমনে সেটি ভাল করে তোলার সমাধানও রয়েছে। সমস্যা হল, আমরা ব্যাপারগুলি আমরা তলিয়ে দেখি না।

2 / 9
প্রাচীন ভারতের এমন কিছু পণ্য বা উপকরণ রয়েছে, যা এই ২১ শতকেও মহিলারা দিব্য ব্যবহার করতে পারবেন। বলতে গেলে দিদা-ঠাকুমাদের  সময়কাল থেকে এখনও পর্যন্ত সেই উপকরণের কদর এতটুকু কমেনি।

প্রাচীন ভারতের এমন কিছু পণ্য বা উপকরণ রয়েছে, যা এই ২১ শতকেও মহিলারা দিব্য ব্যবহার করতে পারবেন। বলতে গেলে দিদা-ঠাকুমাদের সময়কাল থেকে এখনও পর্যন্ত সেই উপকরণের কদর এতটুকু কমেনি।

3 / 9
তুলসি- প্রতিটি ঘরেই রয়েছে তুলসি গাছ। স্বাস্থ্যের জন্য তুলসির অবদান অনস্বীকার্য। সেই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করতেও এটি উল্লেখযোগ্য অবদান রাখে। ব্রণ নিরাময় ও মুখের ত্বকের পুষ্টি জোগাতেও সাহায্য করে। তুলসি পাতা শুকিয়ে গুঁড়ো করে কমলার খোসা যোগ করে পেস্ট বানিয়ে দাঁতে লাগালে দাঁত হয়  মুক্তোর মত সাদা।

তুলসি- প্রতিটি ঘরেই রয়েছে তুলসি গাছ। স্বাস্থ্যের জন্য তুলসির অবদান অনস্বীকার্য। সেই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করতেও এটি উল্লেখযোগ্য অবদান রাখে। ব্রণ নিরাময় ও মুখের ত্বকের পুষ্টি জোগাতেও সাহায্য করে। তুলসি পাতা শুকিয়ে গুঁড়ো করে কমলার খোসা যোগ করে পেস্ট বানিয়ে দাঁতে লাগালে দাঁত হয় মুক্তোর মত সাদা।

4 / 9
কেশর- জাফরনের দাম অনেকটাই। তবে গায়ের রং ঝকঝকে করতে এই উপকরণটি সেরার সেরা। কয়েক ফোঁটা গোলাপ জলের সঙ্গে কেশরের মিশিয়ে মুখে তুলোর বল দিয়ে প্রয়োগ করুন। তাতে আগের থেকে আরও ভাল ত্বকে টোন আসবে।

কেশর- জাফরনের দাম অনেকটাই। তবে গায়ের রং ঝকঝকে করতে এই উপকরণটি সেরার সেরা। কয়েক ফোঁটা গোলাপ জলের সঙ্গে কেশরের মিশিয়ে মুখে তুলোর বল দিয়ে প্রয়োগ করুন। তাতে আগের থেকে আরও ভাল ত্বকে টোন আসবে।

5 / 9
কিছু পরিমাণ কেশর নিয়ে সারারাত দুধের মধ্যে ডুবিয়ে রাখুন। ট্যান করা জায়গায় এটি ব্য়বহার করলে তফতটা বুঝতে পারবেন কয়েক মিনিটের মধ্যে।

কিছু পরিমাণ কেশর নিয়ে সারারাত দুধের মধ্যে ডুবিয়ে রাখুন। ট্যান করা জায়গায় এটি ব্য়বহার করলে তফতটা বুঝতে পারবেন কয়েক মিনিটের মধ্যে।

6 / 9
মুলতানি মাটি- প্রাচীন কাল থেকেই এই উপকরণের গুরুত্ব রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন ও অন্যতম সেরা উপকরণ বলা চলে। প্রাকৃতিকভাবে স্ক্রাবার ও ক্লিনজার ব্য়বহার করতে চাইলে মুলতানি মাটি বেছে নিতে পারেন। সহজলোভ্য ও সস্তা। সক্রিয়ভাবে ব্রণের দাগ মেটাতে দারুণ কার্যকরী। মুলতানি মাটির সঙ্গে কয়েকফোঁটা টমেটোর রস মিশিয়ে, এক চিমটে হলুদ ও চন্দন গুঁড়ো মিশিয়ে মুখে ব্যবহার করুনয পরে কুসুম গরম জল গিয়ে ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি- প্রাচীন কাল থেকেই এই উপকরণের গুরুত্ব রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন ও অন্যতম সেরা উপকরণ বলা চলে। প্রাকৃতিকভাবে স্ক্রাবার ও ক্লিনজার ব্য়বহার করতে চাইলে মুলতানি মাটি বেছে নিতে পারেন। সহজলোভ্য ও সস্তা। সক্রিয়ভাবে ব্রণের দাগ মেটাতে দারুণ কার্যকরী। মুলতানি মাটির সঙ্গে কয়েকফোঁটা টমেটোর রস মিশিয়ে, এক চিমটে হলুদ ও চন্দন গুঁড়ো মিশিয়ে মুখে ব্যবহার করুনয পরে কুসুম গরম জল গিয়ে ধুয়ে ফেলুন।

7 / 9
দই- প্রাকৃতিকভাবে সৌন্দর্য বাড়ানোর জন্য দই ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে শুষ্ক চুল থেকে মুক্তি পেতে সাহায্য করে ও চুলকে করে তোলে সিল্কি। ২টি ফেটানো ডিম ও ২ টেবিলস্পুন নারকেল তেল বা আমন্ড তেল নিয়ে তাতে আধ কাপ দই দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার মাথার ত্বকের পাশাপাশি গোটা চুলেও পেস্টটি লাগিয়ে নিন।এরপর প্লাস্টিকের ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। এতে চুলের পুষ্টিও  হবে। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই চলবে।

দই- প্রাকৃতিকভাবে সৌন্দর্য বাড়ানোর জন্য দই ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে শুষ্ক চুল থেকে মুক্তি পেতে সাহায্য করে ও চুলকে করে তোলে সিল্কি। ২টি ফেটানো ডিম ও ২ টেবিলস্পুন নারকেল তেল বা আমন্ড তেল নিয়ে তাতে আধ কাপ দই দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার মাথার ত্বকের পাশাপাশি গোটা চুলেও পেস্টটি লাগিয়ে নিন।এরপর প্লাস্টিকের ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। এতে চুলের পুষ্টিও হবে। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই চলবে।

8 / 9
আমলা:  অসংখ্য স্বাস্থ্য উপকারিতা থাকা সত্ত্বেও এটি সৌন্দর্য বৃদ্ধির জন্যও দারুণ কাজে দেয়। আমলা পাউডার বা রস ২ চা চামচ করে নিন। তাতে ফ্রেস লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর মাথার ত্বকে লাগিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত গরম জল দিয়ে ধোবেন না। এতে চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে।

আমলা: অসংখ্য স্বাস্থ্য উপকারিতা থাকা সত্ত্বেও এটি সৌন্দর্য বৃদ্ধির জন্যও দারুণ কাজে দেয়। আমলা পাউডার বা রস ২ চা চামচ করে নিন। তাতে ফ্রেস লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর মাথার ত্বকে লাগিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত গরম জল দিয়ে ধোবেন না। এতে চুলের পুষ্টি যোগাতে সাহায্য করে।

9 / 9
Follow Us: