Hair Care Tips: বয়সের আগে চুলে পাক ধরেছে? আয়ুর্বেদিক উপায়ে সমস্যার সমাধান করুন

আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী, অকালে চুল পেকে যাওয়ার পিছনে রয়েছে পিত্ত ও বাত দোষের ভারসাম্যহীনতা। রঞ্জক পিত্ত, পিত্তদোষের একটি অংশ, যা চুলের রঙের জন্য দায়ী। রঞ্জন পিত্তের কোনও ভারসাম্যহীনতায় মেলানিনের উত্‍পাদন কমিয়ে দিতে পারে। তার ফলে চুলে পাক ধরে।

| Edited By: | Updated on: May 13, 2022 | 2:10 PM
আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী, অকালে চুল পেকে যাওয়ার পিছনে রয়েছে পিত্ত ও বাত দোষের ভারসাম্যহীনতা। রঞ্জক পিত্ত, পিত্তদোষের একটি অংশ, যা চুলের রঙের জন্য দায়ী। রঞ্জন পিত্তের কোনও ভারসাম্যহীনতায় মেলানিনের উত্‍পাদন কমিয়ে দিতে পারে। তার ফলে চুলে পাক ধরে। এছাড়া জেনেটিক্স, পরিবেশগত কারণ, মানসিক চাপ, সঠিক না খাওয়ার কারণে অকালে চুল পেকে যায়।

আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী, অকালে চুল পেকে যাওয়ার পিছনে রয়েছে পিত্ত ও বাত দোষের ভারসাম্যহীনতা। রঞ্জক পিত্ত, পিত্তদোষের একটি অংশ, যা চুলের রঙের জন্য দায়ী। রঞ্জন পিত্তের কোনও ভারসাম্যহীনতায় মেলানিনের উত্‍পাদন কমিয়ে দিতে পারে। তার ফলে চুলে পাক ধরে। এছাড়া জেনেটিক্স, পরিবেশগত কারণ, মানসিক চাপ, সঠিক না খাওয়ার কারণে অকালে চুল পেকে যায়।

1 / 6
তাজা আমলকী কয়েক টুকরো করে জলের মধ্যে ফোটাতে দিন। ঠান্ডা হয়ে গেলে, মেথি গুঁড়ো যোগ করুন । মিশ্রণটির রঙ কালো হলে স্ক্যাল্পে থেকে সমগ্র চুলে মাস্কটি প্রয়োগ করুন এবং এক ঘণ্টার জন্য রাখুন। শুকিয়ে গেলে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তাজা আমলকী কয়েক টুকরো করে জলের মধ্যে ফোটাতে দিন। ঠান্ডা হয়ে গেলে, মেথি গুঁড়ো যোগ করুন । মিশ্রণটির রঙ কালো হলে স্ক্যাল্পে থেকে সমগ্র চুলে মাস্কটি প্রয়োগ করুন এবং এক ঘণ্টার জন্য রাখুন। শুকিয়ে গেলে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

2 / 6
চুলকে ঘন ও উজ্জ্বল করতে পেঁয়াজের গুণ অনেক। প্রথমে একটি পেঁয়াজ কেটে তার পেস্ট বানিয়ে নিন। এবার সেই পেস্ট চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন। পেঁয়াজের পেস্ট দ্রুত চুল কালো করে দেয়।

চুলকে ঘন ও উজ্জ্বল করতে পেঁয়াজের গুণ অনেক। প্রথমে একটি পেঁয়াজ কেটে তার পেস্ট বানিয়ে নিন। এবার সেই পেস্ট চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন। পেঁয়াজের পেস্ট দ্রুত চুল কালো করে দেয়।

3 / 6
প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে চুল কালো করতে শিকাকাই ব্য়বহার করে উপকার পাবেন। জলের মধ্যে শিকাকাই ভিজিয়ে রাখুন। সারারাত ধরে একটি লোহার পাত্রের মধ্যে ভিজিয়ে রাখলে ভাল। এবার সেই জল সকালে ফুটিয়ে নিয়ে চুলের ওপর প্রয়োগ করুন। প্রতিদিন ব্যবহার করলে ভাল ফল পাবেন।

প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে চুল কালো করতে শিকাকাই ব্য়বহার করে উপকার পাবেন। জলের মধ্যে শিকাকাই ভিজিয়ে রাখুন। সারারাত ধরে একটি লোহার পাত্রের মধ্যে ভিজিয়ে রাখলে ভাল। এবার সেই জল সকালে ফুটিয়ে নিয়ে চুলের ওপর প্রয়োগ করুন। প্রতিদিন ব্যবহার করলে ভাল ফল পাবেন।

4 / 6
স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে নারকেল তেলের ব্যবহার গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, নারকেলের গুণে মাথার ত্বক ময়েশ্চারাইজড থাকে। এছাড়া চুল নরম করতে ও অকালে চুল পেকে যাওয়ার সমস্য়া থেকে মুক্তি দিতে পারে সহজেই। নারকেল তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুল ও চুলের গোড়ায় আলতো করে মাসাজ করে গোটা মাথায় ব্যবহার করতে পারেন।

স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে নারকেল তেলের ব্যবহার গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, নারকেলের গুণে মাথার ত্বক ময়েশ্চারাইজড থাকে। এছাড়া চুল নরম করতে ও অকালে চুল পেকে যাওয়ার সমস্য়া থেকে মুক্তি দিতে পারে সহজেই। নারকেল তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুল ও চুলের গোড়ায় আলতো করে মাসাজ করে গোটা মাথায় ব্যবহার করতে পারেন।

5 / 6
চুলের গোড়া মজবুত করতে ও অল্প বয়সে চুল পেকে যাওয়া থেকে রক্ষা করে। প্রথমে এক চামচ নারকেল তেলের মধ্য়ে কারি পাতা ফুটিয়ে নিন। এবার সেটা স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করে নিন। ৩০-৪৫ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই পদ্ধতি অবলম্বন করলে সুফল পাবেন দ্রুত।

চুলের গোড়া মজবুত করতে ও অল্প বয়সে চুল পেকে যাওয়া থেকে রক্ষা করে। প্রথমে এক চামচ নারকেল তেলের মধ্য়ে কারি পাতা ফুটিয়ে নিন। এবার সেটা স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করে নিন। ৩০-৪৫ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই পদ্ধতি অবলম্বন করলে সুফল পাবেন দ্রুত।

6 / 6
Follow Us: