Test Cricket: ভাগ্যদেবী অল্পের জন্য তুষ্ট হয়নি! ৯৯, ১৯৯, ২৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন যাঁরা

Cricket: ক্রিকেট ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়তে চান না, এমন ক্রিকেটার ক'জন আছেন? হন্যে হয়েও খুঁজলে হয়তো পাওয়া যাবে না। যখন কোনও ক্রিকেটার ৯৯, ১৯৯ কিংবা ২৯৯ রানের মাথায় থাকেন, তখন একটা আলাদাই অনুভূতি হয় তাঁদের। আর সেই তাঁরাই যদি এই সকল রানে থাকাকালীন ম্যাচ শেষ হয়ে যায়? তা হলে তাঁদের মনের অবস্থা কেমন হতে পারে এক বার ভাবুন। তেমনই কয়েকজন ক্রিকেটারের হদিশ রইল এই প্রতিবেদনে...

| Edited By: | Updated on: Feb 07, 2023 | 11:46 AM
ক্রিকেট ম্যাচে ক্রিকেটারদের নট আউট থেকে মাঠ ছাড়তে পারার আনন্দটাই আলাদা হয়। তবে কোনও কোনও সময় অপরাজিত থেকেও দুঃখ পেয়ে থাকেন ক্রিকেটাররা। কিন্তু কেন? (ছবি-টুইটার)

ক্রিকেট ম্যাচে ক্রিকেটারদের নট আউট থেকে মাঠ ছাড়তে পারার আনন্দটাই আলাদা হয়। তবে কোনও কোনও সময় অপরাজিত থেকেও দুঃখ পেয়ে থাকেন ক্রিকেটাররা। কিন্তু কেন? (ছবি-টুইটার)

1 / 8
আসলে কোনও ক্রিকেটারকে যদি ৯৯, ১৯৯, ২৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়, তা হলে তাঁর যে কষ্টটা হবে, সেটা তিনি নিজে ছাড়া কেউ বলে বোঝাতে পারবে না। এই প্রতিবেদনে তেমনই বেশ কয়েকজন ক্রিকেটারের কথা তুলে ধরা হল।

আসলে কোনও ক্রিকেটারকে যদি ৯৯, ১৯৯, ২৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়, তা হলে তাঁর যে কষ্টটা হবে, সেটা তিনি নিজে ছাড়া কেউ বলে বোঝাতে পারবে না। এই প্রতিবেদনে তেমনই বেশ কয়েকজন ক্রিকেটারের কথা তুলে ধরা হল।

2 / 8
জিওফ্রে বয়কট এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন - ইংল্যান্ডের ওপেনার জিওফ্রে বয়কট ১৯৭৯ সালের ডিসেম্বরে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। কিন্তু এক রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করেন। এক প্রান্তে তিনি ক্রিজ কামড়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু অন্য প্রান্তে পর পর উইকেট পড়তে থাকে। শেষ উইকেট যখন পড়েছিল বব উইলসের, তখন ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। সেঞ্চুরিও হাতছাড়া হয় বয়কটের, আর সেই ম্যাচে অস্ট্রেলিয়া ১৩৮ রানে জেতে। (ছবি-টুইটার)

জিওফ্রে বয়কট এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন - ইংল্যান্ডের ওপেনার জিওফ্রে বয়কট ১৯৭৯ সালের ডিসেম্বরে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। কিন্তু এক রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করেন। এক প্রান্তে তিনি ক্রিজ কামড়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু অন্য প্রান্তে পর পর উইকেট পড়তে থাকে। শেষ উইকেট যখন পড়েছিল বব উইলসের, তখন ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। সেঞ্চুরিও হাতছাড়া হয় বয়কটের, আর সেই ম্যাচে অস্ট্রেলিয়া ১৩৮ রানে জেতে। (ছবি-টুইটার)

3 / 8
ডন ব্র্যাডম্যান এক রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন - ১৯৩২ সালের ফেব্রুয়ারিতে খেলা অ্যাডিলেড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে অজি কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যান তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি তাঁর ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করা থেকে মাত্র এক রান দূরে ছিলেন, যখন অপর প্রান্তে থাকা পুড থার্লো রান আউট হন। অস্ট্রেলিয়া ১৩৮ ওভারে ৫১৩ রান করেছিল। আর ব্র্যাডম্যান ২৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। (ছবি-টুইটার)

ডন ব্র্যাডম্যান এক রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন - ১৯৩২ সালের ফেব্রুয়ারিতে খেলা অ্যাডিলেড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে অজি কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যান তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি তাঁর ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করা থেকে মাত্র এক রান দূরে ছিলেন, যখন অপর প্রান্তে থাকা পুড থার্লো রান আউট হন। অস্ট্রেলিয়া ১৩৮ ওভারে ৫১৩ রান করেছিল। আর ব্র্যাডম্যান ২৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। (ছবি-টুইটার)

4 / 8
পরপর উইকেটের পতন হওয়ার কারণে স্টিভ ওয়ার সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল - ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পার্থ টেস্টে মিচেল স্লেটার সেঞ্চুরি করেছিলেন। এরপর স্টিভ ওয়াও সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ওই সময় অপর প্রান্ত থেকে পরপর উইকেট পড়তে থাকে। গ্লেন ম্যাকগ্রা শূন্যে ফেরেন, ক্রেইগ ম্যাকডারমট ৬ রানে আউট হন যার ফলে স্টিভ ওয়ার এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়ে যায়। এই ম্যাচে অস্ট্রেলিয়া ৩২৯ রানে জেতে। (ছবি-টুইটার)

পরপর উইকেটের পতন হওয়ার কারণে স্টিভ ওয়ার সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল - ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পার্থ টেস্টে মিচেল স্লেটার সেঞ্চুরি করেছিলেন। এরপর স্টিভ ওয়াও সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ওই সময় অপর প্রান্ত থেকে পরপর উইকেট পড়তে থাকে। গ্লেন ম্যাকগ্রা শূন্যে ফেরেন, ক্রেইগ ম্যাকডারমট ৬ রানে আউট হন যার ফলে স্টিভ ওয়ার এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়ে যায়। এই ম্যাচে অস্ট্রেলিয়া ৩২৯ রানে জেতে। (ছবি-টুইটার)

5 / 8
এক রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার - ২০০১ সালের সেপ্টেম্বরে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। প্রথম ইনিংসে ১৪২ রান করেন ফ্লাওয়ার। দ্বিতীয় ইনিংসেও জিম্বাবোয়েকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। অ্যান্ডি ছন্দে থাকলেও অপর প্রান্তে থাকা ক্রিকেটাররা পর পর আউট হয়ে যাচ্ছিলেন। ডাবল সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকাকালীন অপর দিকে থাকা ডগলাস হোন্ডো আউট হয়ে যান। যার ফলে অ্যান্ডি ফ্লাওয়ার ১৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। (ছবি-টুইটার)

এক রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার - ২০০১ সালের সেপ্টেম্বরে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। প্রথম ইনিংসে ১৪২ রান করেন ফ্লাওয়ার। দ্বিতীয় ইনিংসেও জিম্বাবোয়েকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। অ্যান্ডি ছন্দে থাকলেও অপর প্রান্তে থাকা ক্রিকেটাররা পর পর আউট হয়ে যাচ্ছিলেন। ডাবল সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকাকালীন অপর দিকে থাকা ডগলাস হোন্ডো আউট হয়ে যান। যার ফলে অ্যান্ডি ফ্লাওয়ার ১৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। (ছবি-টুইটার)

6 / 8
শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গাকারাও ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন - ২০১২ সালে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে গল স্টেডিয়ামে টেস্ট ম্যাচ চলাকালীন ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারার। তিন নম্বরে ব্যাট করতে নেমে শেষ অবধি ছিলেন কুমার সঙ্গাকারা। তিনি ছাড়া ওই ম্যাচে সেই সময়কার লঙ্কান অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ও প্রসন্ন জয়বর্ধনে ভালো ব্যাটিং করেছিলেন। মাহেলা করেন ৬২ রান এবং প্রসন্ন করেন ৪৮ রান। শেষের তিন ক্রিকেটার কোনও রান না করেই উইকেট দিয়ে বসেন, যে কারণে শেষ অবধি ১৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সঙ্গাকারা। (ছবি-টুইটার)

শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গাকারাও ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন - ২০১২ সালে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে গল স্টেডিয়ামে টেস্ট ম্যাচ চলাকালীন ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারার। তিন নম্বরে ব্যাট করতে নেমে শেষ অবধি ছিলেন কুমার সঙ্গাকারা। তিনি ছাড়া ওই ম্যাচে সেই সময়কার লঙ্কান অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ও প্রসন্ন জয়বর্ধনে ভালো ব্যাটিং করেছিলেন। মাহেলা করেন ৬২ রান এবং প্রসন্ন করেন ৪৮ রান। শেষের তিন ক্রিকেটার কোনও রান না করেই উইকেট দিয়ে বসেন, যে কারণে শেষ অবধি ১৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সঙ্গাকারা। (ছবি-টুইটার)

7 / 8
পাকিস্তানের প্রাক্তনঅধিনায়ক মিসবা উল হকও রয়েছেন এই তালিকায় - ২০১৭ সালের এপ্রিলে, তৎকালীন পাক অধিনায়ক মিসবা উল হক কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার প্রথম ইনিংসে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৫ নম্বরে ব্যাট করতে নামা মিসবা খানিক ধীর গতিতে ব্যাটিং করছিলেন। কিন্তু অপর প্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। পাকিস্তানের ইনিংস ৪০৭ এ শেষ হয়। কিন্তু মিসবা ৯৯ নট আউট হয়ে মাঠ ছাড়েন। (ছবি-টুইটার)

পাকিস্তানের প্রাক্তনঅধিনায়ক মিসবা উল হকও রয়েছেন এই তালিকায় - ২০১৭ সালের এপ্রিলে, তৎকালীন পাক অধিনায়ক মিসবা উল হক কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার প্রথম ইনিংসে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৫ নম্বরে ব্যাট করতে নামা মিসবা খানিক ধীর গতিতে ব্যাটিং করছিলেন। কিন্তু অপর প্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। পাকিস্তানের ইনিংস ৪০৭ এ শেষ হয়। কিন্তু মিসবা ৯৯ নট আউট হয়ে মাঠ ছাড়েন। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us: