Janmashtami 2022: সম্প্রীতির বেনজির নিদর্শন! জন্মাষ্টমী উপলক্ষ্যে এই দরগায় ৩ দিনের মেলায় মেতে ওঠেন শাকিবরা

Dargah of Narhar: জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজস্থানের এক দরগায় আজও মুসলিম সম্প্রদায়ের মানুষজন পবিত্র স্থান ভেবে ধুমধাম করে পুজো করেন।

| Edited By: | Updated on: Aug 19, 2022 | 8:19 PM
এ এক অন্য ভারত। অনেকেই জানেন না, জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজস্থানের এক দরগায় আজও মুসলিম সম্প্রদায়ের মানুষজন পবিত্র স্থান ভেবে ধুমধাম করে পুজো করেন।

এ এক অন্য ভারত। অনেকেই জানেন না, জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজস্থানের এক দরগায় আজও মুসলিম সম্প্রদায়ের মানুষজন পবিত্র স্থান ভেবে ধুমধাম করে পুজো করেন।

1 / 8
জয়পুর থেকে প্রায় ২০০ কিমি দূরে ঝুনঝুনু জেলার চিরাওয়ার জায়গার কাছে একটি জনপ্রিয় দরগা রয়েছে। স্থানীয়দের কাছে নারহারের দরগা নামেই বেশি পরিচিত। তবে দরগার আসল নাম শরীফ হযরত হাজির শকরবারের দরগা। এখানেই তিন দিন ধরে উত্‍সবের আয়োজন করা হয়।

জয়পুর থেকে প্রায় ২০০ কিমি দূরে ঝুনঝুনু জেলার চিরাওয়ার জায়গার কাছে একটি জনপ্রিয় দরগা রয়েছে। স্থানীয়দের কাছে নারহারের দরগা নামেই বেশি পরিচিত। তবে দরগার আসল নাম শরীফ হযরত হাজির শকরবারের দরগা। এখানেই তিন দিন ধরে উত্‍সবের আয়োজন করা হয়।

2 / 8
দরগার সেক্রেটারি উসমান আলি পাঠানের কথায়, এই পবিত্র উত্‍সব গত ৩০০ থেকে ৪০০ বছর ধরে আয়োজন করা হচ্ছে। সব সম্প্রদায়ের মানুষই এখানে আসেন। এই উত্‍সবের আয়োজনের মূল উদ্দেশ্য হল হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের প্রচার করা।

দরগার সেক্রেটারি উসমান আলি পাঠানের কথায়, এই পবিত্র উত্‍সব গত ৩০০ থেকে ৪০০ বছর ধরে আয়োজন করা হচ্ছে। সব সম্প্রদায়ের মানুষই এখানে আসেন। এই উত্‍সবের আয়োজনের মূল উদ্দেশ্য হল হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের প্রচার করা।

3 / 8
মহারাষ্ট্র, বিহার, দিল্লি, বাংলা, হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের মানুষ জন্মাষ্টমী উপলক্ষ্যে এই দরগায় ভিড় করেন।

মহারাষ্ট্র, বিহার, দিল্লি, বাংলা, হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের মানুষ জন্মাষ্টমী উপলক্ষ্যে এই দরগায় ভিড় করেন।

4 / 8
হাজার হাজার হিন্দু এখানে আসেন। মাজারে ফুল, চাদর, নারকেল ও মিষ্টি নিবেদন করেন। উত্‍সবের সময় দরগা-সংলগ্ন এলাকায় প্রায় ৪০০-এরও বেশি দোকান বসে।

হাজার হাজার হিন্দু এখানে আসেন। মাজারে ফুল, চাদর, নারকেল ও মিষ্টি নিবেদন করেন। উত্‍সবের সময় দরগা-সংলগ্ন এলাকায় প্রায় ৪০০-এরও বেশি দোকান বসে।

5 / 8
জন্মাষ্টমীর রাতে কাওয়ালি, স্কিট ও নৃত্যনাট্যের আয়োজন করা হয়। মন্দিরের যেমন অনুষ্ঠান করা হয়, ঠিক তেমনি সেইভাবেই এই দরগায় আয়োজন করা হয়।

জন্মাষ্টমীর রাতে কাওয়ালি, স্কিট ও নৃত্যনাট্যের আয়োজন করা হয়। মন্দিরের যেমন অনুষ্ঠান করা হয়, ঠিক তেমনি সেইভাবেই এই দরগায় আয়োজন করা হয়।

6 / 8
এই উত্‍সব কখন কীভাবে শুরু হয়েছিল, তা কেউই সঠিকভাবে বলতে পারেন না। তবে জাতীয় ঐক্যের কথা ভেবেই এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই দরগার পবিত্র উত্‍সবে একসঙ্গে হিন্দু, মুসলিম, শিখ-সকলেই একসঙ্গে থাকেন।

এই উত্‍সব কখন কীভাবে শুরু হয়েছিল, তা কেউই সঠিকভাবে বলতে পারেন না। তবে জাতীয় ঐক্যের কথা ভেবেই এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই দরগার পবিত্র উত্‍সবে একসঙ্গে হিন্দু, মুসলিম, শিখ-সকলেই একসঙ্গে থাকেন।

7 / 8
রাজস্থানের এই দরগার আশেপাশে বহু গ্রামের মানুষ গত কয়েকবছর ধরে নিজেদের ছেলেমেয়েদের কৃষ্ণ, গোপালঠাকুর সাজিয়ে আনেন। এতে অনেকের ধারণা এই পুণ্যকর্ম করে মানসিক প্রশান্তি মেলে। মেলাও হয় জমজমাট।

রাজস্থানের এই দরগার আশেপাশে বহু গ্রামের মানুষ গত কয়েকবছর ধরে নিজেদের ছেলেমেয়েদের কৃষ্ণ, গোপালঠাকুর সাজিয়ে আনেন। এতে অনেকের ধারণা এই পুণ্যকর্ম করে মানসিক প্রশান্তি মেলে। মেলাও হয় জমজমাট।

8 / 8
Follow Us: