Bangla News » Photo gallery » According to Survey New Year's Top Resolution for 2023 Is to Exercise More
New Year’s Resolution: ৫০%-এর বেশি মানুষের ওজন কমানোই লক্ষ্য! আপনার নিউ ইয়ার রেজোলিউশন কী?
TV9 Bangla Digital | Edited By: megha
Updated on: Jan 02, 2023 | 11:17 AM
Resolution: নিউ ইয়ার রেজোলিউশন নিয়ে একটি সমীক্ষা চালায় The Statista Global Consumer Survey. সেখানে উঠে এসেছে দারুণ তথ্য।
Jan 02, 2023 | 11:17 AM
নতুন বছর শুরু হয় কিছু প্রতিশ্রুতি নিয়ে। সারা বছর যাতে সেই প্রতিশ্রুতিগুলো মেনে চলতে পারি এমনই কিছু রেজোলিউশন নেওয়া হয়। নিউ ইয়ার রেজোলিউশন নেওয়ার আরেকটি উদ্দেশ্য হল যে, নতুন বছরে জীবন ও লাইফস্টাইলটা আরও সুন্দর করে তোলা।
1 / 7
আপনিও নিশ্চয়ই ২০২৩ শুরু করেছেন কিছু প্রতিশ্রুতির সঙ্গে। জানেন কি, মানুষ সবচেয়ে বেশি কী ধরনের প্রতিশ্রুতি নেন? নিউ ইয়ার রেজোলিউশন নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়। সেখানে যে তথ্য উঠেছে তা চমকে দিতে পারে আপনাকেও।
2 / 7
The Statista Global Consumer Survey-এর করা সমীক্ষায় দেখা গিয়েছে, মানুষ নতুন বছরের শুরুতে শরীরচর্চা করার প্রতিশ্রুতি বেশি নেন। ৫২% মানুষ বেশি করে শরীরচর্চা করার নিউ ইয়ার রেজোলিউশন নেন।
3 / 7
পাশাপাশি ৫০% মানুষ স্বাস্থ্যকর খাবার খাওয়ার নিউ ইয়ার রেজোলিউশন নেন। ৪০% মানুষ নিউ ইয়ার রেজোলিউশন নেন ওজন কমানোর। সুতরাং, বুঝতেই পারছেন মানুষ বছর শুরুতে সুস্থ থাকার জন্য, ওজন কমানোর জন্য প্রতিশ্রুতি গ্রহণ করেন।
4 / 7
শুধু যে ওজন কমানোর নিউ ইয়ার রেজোলিউশন নেন মানুষ, তা নয়। পাশাপাশি টাকা জমানোর, অতিরিক্ত ব্যয় না করার প্রতিশ্রুতিও গ্রহণ করেন অনেকে। ওই সমীক্ষায় দেখা গিয়েছে, বছর শুরুতে ৩৯% মানুষ টাকা জমানোর রেজোলিউশন নেন।
5 / 7
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় কম সময় কাটানো, বন্ধু-পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোরও প্রতিশ্রুতি নেন ২০% ও ৩৭% মানুষ। এছাড়া ১৯% মানুষ কাজের উপর মানসিক চাপ কমানোর নিউ ইয়ার রেজোলিউশন নেন।
6 / 7
The Statista Global Consumer Survey ৪১৩ জন আমেরিকার মানুষের মধ্যে এই সমীক্ষা করেছিল। ১৮ থেকে ৮৯ জন মানুষের মধ্যে এই সমীক্ষা করা হয়। সেখানেই এই তথ্য উঠে এসেছে।