নতুন নীতির পরও কী কী বদলালো না হোয়াটসঅ্যাপে?

হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে চাপা উত্তেজনা এখনও অব্যাহত। ‘বিতর্কিত’ এই প্রাইভেসি পলিসি জেরে ব্যবাহারকারীর অনেকে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে যোগও দিয়েছে। ব্যবহারকারীদের প্রাইভেসি পলিসি সম্পর্কে সচেতন করতে লাগাতার চেষ্টা চালাচ্ছে হোয়াটঅ্যাপ। Tv9 বাংলাও খুঁজে দেখল নতুন প্রাইভেসি পলিসি প্রকাশের পর হোয়াটস অ্যাপে কী কী পরিবর্তন সত্যিই হয়নি।

| Updated on: Feb 19, 2021 | 7:42 PM
ব্যবহারকারীদের চ্যাট সংক্রান্ত যাবতীয় কিছু এন্ড টু এন্ড এনক্রিপটেড থাকছে। তার মানে প্রেরক-এবং প্রাপক ছাড়া আর কেউ তা পড়তে পারবেনা না।

ব্যবহারকারীদের চ্যাট সংক্রান্ত যাবতীয় কিছু এন্ড টু এন্ড এনক্রিপটেড থাকছে। তার মানে প্রেরক-এবং প্রাপক ছাড়া আর কেউ তা পড়তে পারবেনা না।

1 / 8
হোয়াটস অ্যাপ বিজনেসের ক্ষেত্রে, বিষয়টি একেবারে অপশনাল। এটা একেবারে আপনার ইচ্ছে আপনি যদি নিজের নম্বরটি কোনও ব্র্যান্ড / সংস্থার সঙ্গে ভাগ করে নিতে চান। পুরোটাই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত।

হোয়াটস অ্যাপ বিজনেসের ক্ষেত্রে, বিষয়টি একেবারে অপশনাল। এটা একেবারে আপনার ইচ্ছে আপনি যদি নিজের নম্বরটি কোনও ব্র্যান্ড / সংস্থার সঙ্গে ভাগ করে নিতে চান। পুরোটাই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত।

2 / 8
হোয়াটসঅ্যাপে যে কোনও ব্র্যান্ড অথবা কোম্পানিকে আপনার ইচ্ছে অনুসারে আপনি ব্লক করতে পারেন।

হোয়াটসঅ্যাপে যে কোনও ব্র্যান্ড অথবা কোম্পানিকে আপনার ইচ্ছে অনুসারে আপনি ব্লক করতে পারেন।

3 / 8
হোয়াটসঅ্যাপের নতুন পরিষেবার শর্তাদি না গ্রহণ করলে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির মেয়াদ শেষ হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপের নতুন পরিষেবার শর্তাদি না গ্রহণ করলে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির মেয়াদ শেষ হয়ে যাবে।

4 / 8
আপাতত কোনওরকম থার্ড পার্টি বিজ্ঞাপন আপনার হোয়াটসঅ্যাপের ইন্টারফেসে থাকছে না। যদি আগামীদিনে তার সম্ভাবনা দেখা দিলে তা প্রাইভেসি পলিসিতে সংযোজন করা হবে।

আপাতত কোনওরকম থার্ড পার্টি বিজ্ঞাপন আপনার হোয়াটসঅ্যাপের ইন্টারফেসে থাকছে না। যদি আগামীদিনে তার সম্ভাবনা দেখা দিলে তা প্রাইভেসি পলিসিতে সংযোজন করা হবে।

5 / 8
হোয়াটসঅ্যাপের নতুন পরিষেবার শর্তগুলোতে আপনার স্বীকৃতি দেওয়া মানে এ নয় যে প্যারেন্ট সংস্থা ফেসবুকের সঙ্গে আপনার ডেটা শেয়ার করার অনুমতি হোয়াটসঅ্যাপ পাবে।

হোয়াটসঅ্যাপের নতুন পরিষেবার শর্তগুলোতে আপনার স্বীকৃতি দেওয়া মানে এ নয় যে প্যারেন্ট সংস্থা ফেসবুকের সঙ্গে আপনার ডেটা শেয়ার করার অনুমতি হোয়াটসঅ্যাপ পাবে।

6 / 8
কলিং অথবা ইমেল মারফত আপনি হোয়াটসঅ্যাপে বিজনেস বিষয় কথা বলতে পারেন। তবে এটি সম্পূর্ণ অপশনাল। অর্থাৎ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে সংস্থাগুলি এবং ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে, হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে কোনও সংস্থা / ব্র্যান্ডের কাছে ব্যবহারকারীর  ফোন নম্বর অথবা ডেটা শেয়ার করা হবে না।

কলিং অথবা ইমেল মারফত আপনি হোয়াটসঅ্যাপে বিজনেস বিষয় কথা বলতে পারেন। তবে এটি সম্পূর্ণ অপশনাল। অর্থাৎ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে সংস্থাগুলি এবং ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে, হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে কোনও সংস্থা / ব্র্যান্ডের কাছে ব্যবহারকারীর ফোন নম্বর অথবা ডেটা শেয়ার করা হবে না।

7 / 8
প্রায়শই ফেসবুক-ইনস্টাগ্রামে বিজ্ঞাপনগুলোয় একটি বাটন থাকে যেখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের সঙ্গে তা কানেক্ট করে। এর মাধ্যমে ফেসবুক আপনার পছন্দের বিষয়গুলো জানতে পারে। যার ফলে পুণরায় আপনার সামনে সেই বিজ্ঞাপনটি ভেসে ওঠে। কিন্তু কোনওভাবে এন্ক্রিপটেড মেসেজ হোয়াটসঅ্যাপ দেখতে পায় না।

প্রায়শই ফেসবুক-ইনস্টাগ্রামে বিজ্ঞাপনগুলোয় একটি বাটন থাকে যেখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের সঙ্গে তা কানেক্ট করে। এর মাধ্যমে ফেসবুক আপনার পছন্দের বিষয়গুলো জানতে পারে। যার ফলে পুণরায় আপনার সামনে সেই বিজ্ঞাপনটি ভেসে ওঠে। কিন্তু কোনওভাবে এন্ক্রিপটেড মেসেজ হোয়াটসঅ্যাপ দেখতে পায় না।

8 / 8
Follow Us: