T20 World Cup 2022: জাডেজার পর বুমরার চোট, টি-২০ বিশ্বকাপের আগে চাপ বাড়ল ভারতের

১৬ অক্টোবর শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার পিঠের চোট ভারতীয় শিবিরের কাছে বড় চিন্তার হয়ে দাঁড়াল। এর আগে এশিয়া কাপের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। জাড্ডুর চোটের পর বুমরার চোটও রীতিমতো চিন্তায় ফেলে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

| Edited By: | Updated on: Sep 30, 2022 | 7:30 AM
১৬ অক্টোবর শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পিঠের চোট ভারতীয় শিবিরের কাছে বড় চিন্তার হয়ে দাঁড়াল। এর আগে এশিয়া কাপের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। জাড্ডুর চোটের পর বুমরার চোটও রীতিমতো চিন্তায় ফেলে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

১৬ অক্টোবর শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পিঠের চোট ভারতীয় শিবিরের কাছে বড় চিন্তার হয়ে দাঁড়াল। এর আগে এশিয়া কাপের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। জাড্ডুর চোটের পর বুমরার চোটও রীতিমতো চিন্তায় ফেলে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

1 / 5
 বিশ্বকাপের ২ সপ্তাহ আগে, জসপ্রীত বুমরার হঠাৎ করে পিঠের চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে বড় সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপের ২ সপ্তাহ আগে, জসপ্রীত বুমরার হঠাৎ করে পিঠের চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে বড় সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

2 / 5
এ বারের এশিয়া কাপে চোটের কারণেই খেলতে পারেননি বুমরা। রিহ্যাব কাটিয়ে ফর্মে ফিরেছিলেন এনসিএতে। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগেই বুমরা পিঠে চোট পান।

এ বারের এশিয়া কাপে চোটের কারণেই খেলতে পারেননি বুমরা। রিহ্যাব কাটিয়ে ফর্মে ফিরেছিলেন এনসিএতে। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগেই বুমরা পিঠে চোট পান।

3 / 5
২০২২ সালের এশিয়া কাপ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। তারপর তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়। তারপর এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল, এ বারের বিশ্বকাপে তাঁকে খেলতে দেখা যাবে না।

২০২২ সালের এশিয়া কাপ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। তারপর তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়। তারপর এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল, এ বারের বিশ্বকাপে তাঁকে খেলতে দেখা যাবে না।

4 / 5
ধীরে ধীরে চোট সারিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন জাডেজা। কিন্তু কুড়ি-বিশের বিশ্বকাপে তাঁকে এ বার দেখা যাবে না। ফলে জাড্ডুর অভাবটা ভালোই টের পাবে মেন ইন ব্লু।

ধীরে ধীরে চোট সারিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন জাডেজা। কিন্তু কুড়ি-বিশের বিশ্বকাপে তাঁকে এ বার দেখা যাবে না। ফলে জাড্ডুর অভাবটা ভালোই টের পাবে মেন ইন ব্লু।

5 / 5
Follow Us: