Bizarre Toss Moments: ‘ড্রেসিংরুমে গিয়ে কথা বলে জানাচ্ছি’, রোহিতকেও ছাপিয়ে গিয়েছিল মিয়াঁদাদের টস কীর্তি

টস করতে গিয়ে রোহিত শর্মার বিভ্রান্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর আলোচনা। টস নিয়ে দলের সিদ্ধান্ত ভুলে গিয়ে ভারত অধিনায়কের ভ্যাবাচাকা মূর্তি দেখে ক্রিকেটপ্রেমীদের মধ্যে হাসির রোল। নেটিজেনরা এটাকে রোহিত শর্মার 'জাভেদ মিয়াঁদাদ মুহূর্ত' বলছেন।

| Edited By: | Updated on: Jan 22, 2023 | 7:10 PM
রায়পুরের মাঠে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ৮ উইকেটে জয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেসব ছাপিয়ে ‘ভুলো মনের’ জন্য শিরোনামে রইলেন মেন ইন ব্লু অধিনায়ক রোহিত শর্মা। (ছবি:টুইটার)

রায়পুরের মাঠে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ৮ উইকেটে জয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেসব ছাপিয়ে ‘ভুলো মনের’ জন্য শিরোনামে রইলেন মেন ইন ব্লু অধিনায়ক রোহিত শর্মা। (ছবি:টুইটার)

1 / 8
টস জিতে প্রথমে ফিল্ডিং বা ব্যাটিং, কী নেবেন, বেমালুম ভুলে গিয়েছিলেন রোহিত। টস নিয়ে দলের সম্মিলিত সিদ্ধান্ত কী ছিল যেন…। আমতা আমতা করতে থাকেন। রোহিতের এই 'গজনি' অবতার আরও অনেক টস বিভ্রান্তির কথা মনে করিয়ে দিয়েছে। বিশেষ করে ক্রিকেটপ্রেমীদের মনে পড়ছে জাভেদ মিয়াঁদাদের কথা। (ছবি:টুইটার)

টস জিতে প্রথমে ফিল্ডিং বা ব্যাটিং, কী নেবেন, বেমালুম ভুলে গিয়েছিলেন রোহিত। টস নিয়ে দলের সম্মিলিত সিদ্ধান্ত কী ছিল যেন…। আমতা আমতা করতে থাকেন। রোহিতের এই 'গজনি' অবতার আরও অনেক টস বিভ্রান্তির কথা মনে করিয়ে দিয়েছে। বিশেষ করে ক্রিকেটপ্রেমীদের মনে পড়ছে জাভেদ মিয়াঁদাদের কথা। (ছবি:টুইটার)

2 / 8
২০১১ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল। কানায় কানায় পূর্ণ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কান পাতা দায়। টসের সময় প্রথমবার লঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারার কল শুনতেই পাননি ম্যাচ রেফারি জেফ ক্রোয়ি। যে কারণে দ্বিতীয়বার টস করতে হয়। (ছবি:টুইটার)

২০১১ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল। কানায় কানায় পূর্ণ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কান পাতা দায়। টসের সময় প্রথমবার লঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারার কল শুনতেই পাননি ম্যাচ রেফারি জেফ ক্রোয়ি। যে কারণে দ্বিতীয়বার টস করতে হয়। (ছবি:টুইটার)

3 / 8
 টস নিয়ে সে বার ব্যপক বিতর্ক হয়। দ্বিতীয়বার টস জেতে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২৭৪ রান তুলেছিল কুমার সাঙ্গাকারার দল। পরের ঘটনা সবার জানা। (ছবি:টুইটার)

টস নিয়ে সে বার ব্যপক বিতর্ক হয়। দ্বিতীয়বার টস জেতে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২৭৪ রান তুলেছিল কুমার সাঙ্গাকারার দল। পরের ঘটনা সবার জানা। (ছবি:টুইটার)

4 / 8
২০২২ সালের এশিয়া কাপের কথা। ভারত-পাকিস্তান সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে টসের সময় কয়েন আকাশের দিকে ছুঁড়লেন রোহিত। পাক অধিনায়ক বাবর আজমকে স্পষ্টই টেল বলতে শোনা যায়। সঞ্চালক রবি শাস্ত্রী শুনলেন উল্টোটা! (ছবি:টুইটার)

২০২২ সালের এশিয়া কাপের কথা। ভারত-পাকিস্তান সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে টসের সময় কয়েন আকাশের দিকে ছুঁড়লেন রোহিত। পাক অধিনায়ক বাবর আজমকে স্পষ্টই টেল বলতে শোনা যায়। সঞ্চালক রবি শাস্ত্রী শুনলেন উল্টোটা! (ছবি:টুইটার)

5 / 8
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এসে ভুল শুধরে দেন। বিভ্রান্তি দূর হওয়ার পর বাবর ও শাস্ত্রীকে কথা বলতে বলতে হেঁটে যেতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রী ব্যপক ট্রোল হন। (ছবি:টুইটার)

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এসে ভুল শুধরে দেন। বিভ্রান্তি দূর হওয়ার পর বাবর ও শাস্ত্রীকে কথা বলতে বলতে হেঁটে যেতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রী ব্যপক ট্রোল হন। (ছবি:টুইটার)

6 / 8
এই মজাদার ঘটনা ২০২১ সালের আইপিএলের। ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। কয়েন টস করেন আরসিবি অধিনায়ক বিরাট। রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন টেল ডাকেন। টানা টস হারতে থাকা বিরাট পিছিয়ে যান। সঞ্চালক ইয়ান বিশপের দিকে এগিয়ে যান সঞ্জু! বিশপ বিভ্রান্তি দূর করলে অবাক কোহলিও। মাইক হাতে এগিয়ে এসে হাসতে হাসতে বলেন, "আমি টস জেতায় অভ্যস্ত নই।"(ছবি:টুইটার)

এই মজাদার ঘটনা ২০২১ সালের আইপিএলের। ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। কয়েন টস করেন আরসিবি অধিনায়ক বিরাট। রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন টেল ডাকেন। টানা টস হারতে থাকা বিরাট পিছিয়ে যান। সঞ্চালক ইয়ান বিশপের দিকে এগিয়ে যান সঞ্জু! বিশপ বিভ্রান্তি দূর করলে অবাক কোহলিও। মাইক হাতে এগিয়ে এসে হাসতে হাসতে বলেন, "আমি টস জেতায় অভ্যস্ত নই।"(ছবি:টুইটার)

7 / 8
এ বার আসা যাক জাভেদ মিয়াঁদাদের ঘটনায়। অস্ট্রেলিয়া বিরুদ্ধে ওয়াকা স্টেডিয়ামে ম্যাচ পাকিস্তানের। অবাক করার মতো বিষয় হল, টস করতে আসার আগে দলের সঙ্গে এই বিষয়ে আলোচনাই করেননি মিয়াঁদাদ। সঞ্চালক সিদ্ধান্তের বিষয়ে জিজ্ঞাসা করলে পাক অধিনায়ক বলেন, "আমি বলতে পারব না। ড্রেসিংরুমে গিয়ে জিজ্ঞাসা করে এসে জানাচ্ছি।"(ছবি:টুইটার)

এ বার আসা যাক জাভেদ মিয়াঁদাদের ঘটনায়। অস্ট্রেলিয়া বিরুদ্ধে ওয়াকা স্টেডিয়ামে ম্যাচ পাকিস্তানের। অবাক করার মতো বিষয় হল, টস করতে আসার আগে দলের সঙ্গে এই বিষয়ে আলোচনাই করেননি মিয়াঁদাদ। সঞ্চালক সিদ্ধান্তের বিষয়ে জিজ্ঞাসা করলে পাক অধিনায়ক বলেন, "আমি বলতে পারব না। ড্রেসিংরুমে গিয়ে জিজ্ঞাসা করে এসে জানাচ্ছি।"(ছবি:টুইটার)

8 / 8
Follow Us: