Bangla News » Photo gallery » After taking 3 wickets Sneh Rana becomes player of the match against Thailand W match in Asia Cup 2022
Sneh Rana: থাইল্যান্ডকে নিয়ে ছিনিমিনি খেলল ভারত, বড় ভূমিকা স্নেহ রানার
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Oct 11, 2022 | 8:45 AM
Asia Cup 2022: চলতি মহিলাদের এশিয়া কাপে থাইল্যান্ডের মতো প্রতিপক্ষ ভারতের সামনে টিকতে পারবে না, তা এক প্রকার নিশ্চিত ছিল। আর হলও তাই। ভারতের কাছে মাত্র ৩৭ রানের মাথায় থাইল্যান্ড গুটিয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট নেন স্নেহ রানা। শেষ অবধি ম্যাচের সেরার পুরস্কার পানও তিনি।
Oct 11, 2022 | 8:45 AM
চলতি মহিলাদের এশিয়া কাপে থাইল্যান্ডের মতো প্রতিপক্ষ ভারতের সামনে টিকতে পারবে না, তা এক প্রকার নিশ্চিত ছিল। আর হলও তাই। ভারতের কাছে মাত্র ৩৭ রানের মাথায় থাইল্যান্ড গুটিয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট নেন স্নেহ রানা (Sneh Rana)।
1 / 5
১৫.১ ওভার খেলে মাত্র ৩৭ রান তোলে থাইল্যান্ড। নথকন চন্তমদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৯ রান খরচ করেন স্নেহ। আর তুলে নেন ৩টি উইকেট। শেষ অবধি ম্যাচের সেরার পুরস্কার পানও স্নেহ।
2 / 5
ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর স্নেহ রানা বলেন, "বোলিংয়ে উল্টোদিক থেকে আমি সাহায্য পাচ্ছিলাম। কোচ, অধিনায়ক, সতীর্থ সকলেই আমার উপর ভরসা রেখেছে। যতটুকু সুযোগ পেয়েছি, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আগামী দিনে আমার সেই পরিকল্পনাই থাকবে।"
3 / 5
চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কা ও আমিরশাহির বিরুদ্ধে কোনও উইকেট পাননি স্নেহ। পরের দুটি ম্যাচে অর্থাৎ বাংলাদেশ এবং থাইল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে তিনি যথাক্রমে ১টি ও ৩টি উইকেট পান।
4 / 5
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে থাইল্যান্ডের বিরুদ্ধে ৯ রানের বিনিময়ে নেওয়া ৩ উইকেটই আপাতত তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারের সেরা বোলিং।