Kailash Mansarovar Yatra 2022: মেডিক্যাল টেস্টে পাশ করলে তবেই যেতে পারবেন কৈলাসে! রয়েছে বয়সসীমাও

Kailash Mansarovar: হিমালয় পর্বতমালায় অবস্থিত বিখ্যাত মিষ্টি জলের হ্রদের নাম মানস সরোবর। হিন্দু পৌরাণিক কাহিনি মতে ব্রহ্মার মন থেকে এই সরোবর উৎপন্ন হয়েছিল। কৈলাস পর্বত ও মানস সরোবর দেখার ইচ্ছে প্রায় সব পর্যটকেরই থাকে।

| Edited By: | Updated on: May 14, 2022 | 6:58 PM
হিমালয় পর্বতমালায় অবস্থিত বিখ্যাত মিষ্টি জলের হ্রদের নাম মানস সরোবর। হিন্দু পৌরাণিক কাহিনি মতে ব্রহ্মার মন থেকে এই সরোবর উৎপন্ন হয়েছিল। কৈলাস পর্বত ও মানস সরোবর দেখার ইচ্ছে প্রায় সব পর্যটকেরই থাকে। কিন্তু কীভাবে যাওয়া হবে, কেমন তার খরচ, কোথায় থাকা হবে, এই নিয়ে অনেকের প্রশ্ন থাকে।

হিমালয় পর্বতমালায় অবস্থিত বিখ্যাত মিষ্টি জলের হ্রদের নাম মানস সরোবর। হিন্দু পৌরাণিক কাহিনি মতে ব্রহ্মার মন থেকে এই সরোবর উৎপন্ন হয়েছিল। কৈলাস পর্বত ও মানস সরোবর দেখার ইচ্ছে প্রায় সব পর্যটকেরই থাকে। কিন্তু কীভাবে যাওয়া হবে, কেমন তার খরচ, কোথায় থাকা হবে, এই নিয়ে অনেকের প্রশ্ন থাকে।

1 / 11
সব ভারতীয় চাইলেই কৈলাস মানসরোবর দেখতে যেতে পারেন। তবে তিব্বতে কৈলাস পর্বত অবস্থিত হওয়ায়, সেক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন হয়।

সব ভারতীয় চাইলেই কৈলাস মানসরোবর দেখতে যেতে পারেন। তবে তিব্বতে কৈলাস পর্বত অবস্থিত হওয়ায়, সেক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন হয়।

2 / 11
যদি আপনি মানসরোবর যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে প্যাকেজ বুকিং করতে পারেন এবং সেখানে প্রায় ৩০ জনের একটি দল তৈরি হয়। এই দলের সঙ্গে গেলেই আমপান মানসরোবর যাত্রা সম্পূর্ণ হতে পারে। কৈলাস মানসরোবর দেখার জন্য কোনও ভিসার প্রয়োজন নেই।

যদি আপনি মানসরোবর যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে প্যাকেজ বুকিং করতে পারেন এবং সেখানে প্রায় ৩০ জনের একটি দল তৈরি হয়। এই দলের সঙ্গে গেলেই আমপান মানসরোবর যাত্রা সম্পূর্ণ হতে পারে। কৈলাস মানসরোবর দেখার জন্য কোনও ভিসার প্রয়োজন নেই।

3 / 11
উত্তরাখণ্ডের কুমায়ুন মন্ডল বিকাশ নিগম লিমিটেড ওয়েবসাইট থেকে কৈলাস মানসরোবর যাত্রা প্যাকেজ বুক করতে পারেন। প্রথমে KMVN ওয়েবসাইটে যান ও সেখানে পাঁচ হাজার টাকার একটি আগাম বুকিং করে রাখুন। তারপর পুরো বুকিং করার জন্য অ্যাপ্লাই করুন।

উত্তরাখণ্ডের কুমায়ুন মন্ডল বিকাশ নিগম লিমিটেড ওয়েবসাইট থেকে কৈলাস মানসরোবর যাত্রা প্যাকেজ বুক করতে পারেন। প্রথমে KMVN ওয়েবসাইটে যান ও সেখানে পাঁচ হাজার টাকার একটি আগাম বুকিং করে রাখুন। তারপর পুরো বুকিং করার জন্য অ্যাপ্লাই করুন।

4 / 11
৩০ জনের একটি গ্রুপে থাকলে, KMVN গ্রুপের প্রত্যেক সদস্যেকে কৈলাস মানসরোবর ভ্রমণের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেবে। কিন্তু তার আগে মেডিক্যাল টেস্টে পাস করতে হবে আপনাকে। যেমন ২৫ তারিখ যদি যাত্রা শুরু করার দিন হয়, তাহলে ২১-২১ তারিখে আপনার মেডিক্যাল পরীক্ষার জন্য দিল্লিতে ডাকা হবে।

৩০ জনের একটি গ্রুপে থাকলে, KMVN গ্রুপের প্রত্যেক সদস্যেকে কৈলাস মানসরোবর ভ্রমণের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেবে। কিন্তু তার আগে মেডিক্যাল টেস্টে পাস করতে হবে আপনাকে। যেমন ২৫ তারিখ যদি যাত্রা শুরু করার দিন হয়, তাহলে ২১-২১ তারিখে আপনার মেডিক্যাল পরীক্ষার জন্য দিল্লিতে ডাকা হবে।

5 / 11
দিল্লিতে পৌঁছানোর পর আপনার চিকিত্‍সা করানো হবে দিল্লি হার্ট অ্যান্ড লাং ইনস্টিটিউটে। সেখানে উপস্থিত থাকবে ইন্দো তিব্বতিয়ান বর্ডার ফোর্সও। শরীরের কোলেস্টেরল, হিমোগ্লোবিন, রক্তচাপ, রক্তে শর্করা, ইউরিয়া এবং বডি মাস ইনডেক্স পাশাপাশি অন্যান্য কিছু জিনিসের পরীক্ষায় পাশ করলেই যাত্রা শুরু করতে পারবেন।

দিল্লিতে পৌঁছানোর পর আপনার চিকিত্‍সা করানো হবে দিল্লি হার্ট অ্যান্ড লাং ইনস্টিটিউটে। সেখানে উপস্থিত থাকবে ইন্দো তিব্বতিয়ান বর্ডার ফোর্সও। শরীরের কোলেস্টেরল, হিমোগ্লোবিন, রক্তচাপ, রক্তে শর্করা, ইউরিয়া এবং বডি মাস ইনডেক্স পাশাপাশি অন্যান্য কিছু জিনিসের পরীক্ষায় পাশ করলেই যাত্রা শুরু করতে পারবেন।

6 / 11
মেডিক্যাল রিপোর্টে যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে কৈলাস মানসরোবর ভ্রমণ করা যাবে না। আপনাকে বাড়িতে ফিরে আসতে হতে পারে। এছাড়া আগাম বুকিংয়ের টাকাও ফেরত দেওয়া হবে না বলেই ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে।

মেডিক্যাল রিপোর্টে যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে কৈলাস মানসরোবর ভ্রমণ করা যাবে না। আপনাকে বাড়িতে ফিরে আসতে হতে পারে। এছাড়া আগাম বুকিংয়ের টাকাও ফেরত দেওয়া হবে না বলেই ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে।

7 / 11
১৮ বছরের কম ও ৭০ বছরে বেশি বয়সিদের কৈলাস পর্বত ও সরোবর দেখার অনুমতি দেওয়া হয় না। পাসপোর্টের প্রয়োজনীয়তার কারণে ১৮ বছরের কম বয়সী শিশুরা কৈলাস মানসরোবর ভ্রমণ করতে পারে না। আবার ৭০ বছরের বেশি বয়স্কদেও সেখানে ভ্রমণের অনুমতি দেওয়া হয় না।

১৮ বছরের কম ও ৭০ বছরে বেশি বয়সিদের কৈলাস পর্বত ও সরোবর দেখার অনুমতি দেওয়া হয় না। পাসপোর্টের প্রয়োজনীয়তার কারণে ১৮ বছরের কম বয়সী শিশুরা কৈলাস মানসরোবর ভ্রমণ করতে পারে না। আবার ৭০ বছরের বেশি বয়স্কদেও সেখানে ভ্রমণের অনুমতি দেওয়া হয় না।

8 / 11
যাত্রার জন্য একমুখী ভ্রমণ ৫৪-৫৫কিমি। রয়েছে ট্রেকিংও। মানসরোবরে যাওয়ার জন্য আপনাকে একটানা ১১০কিমি পথ অতিক্রম করতে হবে। সঙ্গে পিঠে আপনার সমস্ত জিনিসপত্র তো থাকবেই। তবে এক্ষেত্রে সুবিধা হল, যাত্রাপথে সমস্ত দরকারি জিনিস সরবারহ করে KMVN।

যাত্রার জন্য একমুখী ভ্রমণ ৫৪-৫৫কিমি। রয়েছে ট্রেকিংও। মানসরোবরে যাওয়ার জন্য আপনাকে একটানা ১১০কিমি পথ অতিক্রম করতে হবে। সঙ্গে পিঠে আপনার সমস্ত জিনিসপত্র তো থাকবেই। তবে এক্ষেত্রে সুবিধা হল, যাত্রাপথে সমস্ত দরকারি জিনিস সরবারহ করে KMVN।

9 / 11
  মনে রাখা দরকার ব্যাগের মোট ওজন ১৫ কেজির বেশি হওয়া উচিত নয়। কৈলাস মানসরোবরে ট্রেকিং করার সময়, গাইড সহ, আপনার ট্রেকিং সম্পূর্ণ করার সমস্ত সরঞ্জাম পূররণ করে KMVN। ট্রেকিং ছাড়াও, বাসে কিছু দূরত্ব অতিক্রম করতে হয়।

মনে রাখা দরকার ব্যাগের মোট ওজন ১৫ কেজির বেশি হওয়া উচিত নয়। কৈলাস মানসরোবরে ট্রেকিং করার সময়, গাইড সহ, আপনার ট্রেকিং সম্পূর্ণ করার সমস্ত সরঞ্জাম পূররণ করে KMVN। ট্রেকিং ছাড়াও, বাসে কিছু দূরত্ব অতিক্রম করতে হয়।

10 / 11
কতদিন সময় লাগে?  কৈলাস মানসরোবরে পৌঁছাতে সময় লাগে প্রায় ২৫-৩০ দিন। গ্রুপের সবাই যদি অল্প বয়সি হয়, তাহলে ট্রেকিং করতে সুবিধা হয়। তাই সেই যাত্রা ২৫দিনেই সম্পূর্ণ করে ফেলতে পারেন।

কতদিন সময় লাগে? কৈলাস মানসরোবরে পৌঁছাতে সময় লাগে প্রায় ২৫-৩০ দিন। গ্রুপের সবাই যদি অল্প বয়সি হয়, তাহলে ট্রেকিং করতে সুবিধা হয়। তাই সেই যাত্রা ২৫দিনেই সম্পূর্ণ করে ফেলতে পারেন।

11 / 11
Follow Us: