ম্যাচের বয়স যখন মাত্র ৬০ সেকেন্ড, তখন লিভারপুলের জাল কাঁপান গ্যাব্রিয়েল মার্টিনেলি (Gabriel Martinelli)।
2 / 6
৩৪ মিনিটের মাথায় লুইস দিয়াজের ক্রস থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান ডারউইন নুনেজ (Darwin Núñez)।
3 / 6
প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৫ মিনিটে) গ্যাব্রিয়েল মার্টিনেলির পাস থেকে গোল করে ফের আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা (Bukayo Saka)।
4 / 6
৫৩ মিনিটের মাথায় লিভারপুলকে এ বার সমতায় ফেরান লুইস দিয়াজের পরিবর্ত হিসেবে নামা রবার্তো ফিরমিনো (Roberto Firmino)। তাঁকে ওই গোল করতে অ্যাসিস্ট করেছিলেন দিয়েগো জোটা।
5 / 6
ম্যাচের ৭৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ফের আর্সেনালকে এগিয়ে দেন সাকা। শেষ অবধি ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে আর্তেতার ছেলেরা।