Bangla News » Photo gallery » Arsenal have completed the signing of Manchester City forward Gabriel Jesus
Gabriel Jesus: ম্যান সিটি ছেড়ে আর্সেনালে যোগ দিলেন গ্যাব্রিয়েল জেসুস
পেপ গুয়ার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে আর্সেনালে (Arsenal) পাড়ি দিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus)। ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিলেন জেসুস। ম্যান সিটির সঙ্গে ৫ বছরের সম্পর্ক শেষ করে এ বার নতুন জার্সিতে মাঠ কাঁপাতে তৈরি জেসুস।
সোশ্যাল মিডিয়ায় নতুন ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার ছবি শেয়ার করলেন গ্যাব্রিয়েল জেজুস। ক্যাপশনে লিখলেন, "একটা নতুন চ্যালেঞ্জ।" (ছবি-গ্যাব্রিয়েল জেসুস টুইটার)