Bangla News » Photo gallery » Astrologer predicts all about couples careers post marriage of KL Rahul Athiya Shetty
Rahul-Athiya Astrology: রাহুলের খেলা, আথিয়ার অভিনয়, বিয়ের পর কার ভাগ্য কোন পথে? কী বলছে জ্যোতিষশাস্ত্র
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Jan 24, 2023 | 6:48 PM
Rahul-Athiya Shetty: ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন ইনিংসের কিছু মুহূর্ত। লোকেশ রাহুলকে ট্যাগ করে আথিয়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
Jan 24, 2023 | 6:48 PM
২৩ জানুয়ারী সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী আথিয়া শেট্টি ও ক্রিকেটার কেএল রাহুল। জীবনে নতুন ইনিংস শুরু হল জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলের। বলিউড তারকা আথিয়া শেট্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ছবি : ইনস্টাগ্রাম
1 / 6
ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন ইনিংসের কিছু মুহূর্ত। লোকেশ রাহুলকে ট্যাগ করে আথিয়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, 'তোমার আলোয় আমি শিখেছি, কী ভাবে ভালো বাসতে হয়।'
2 / 6
নতুন জীবনের পথ চলার শুরুর ছবি দিয়ে এমনটাই লিখলেন আথিয়া শেট্টি। দীর্ঘদিন ধরেই প্রেম পর্ব চলছিল তাঁদের। কবে বিবাহ-বন্ধনে আবদ্ধ হবেন, সেই নিয়েও ছিল নানা গুঞ্জন। অবশেষে চার হাত এক হল।
3 / 6
লোকেশ রাহুলের ক্রিকেট কেরিয়ারে এখন অবশ্য দোলাচল। দীর্ঘদিন ব্যাটে ধারাবাহিক রান নেই। সম্প্রতি টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হারিয়েছেন। পেশাদার জীবনের খারাপ সময় ভুলে আপাতত ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলোকে সুন্দর করার অঙ্গীকার রাহুলের।
4 / 6
তবে বিয়ের পর তাঁদের জীবন কেমন যাবে? জ্যোতিষবিদ জগন্নাথ গুরুজির কথায়- এই মিলন তাঁদের ভবিষ্যতের জন্য বেশ শুভ। তাঁদের সম্পর্ক দিন দিন আরও মজবুত হবে।
5 / 6
তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই থাকবে। এটা তাঁদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে সাহায্য করতে এগিয়ে যেতে। আথিয়ার ভাগ্যে আরও এগিয়ে যাবেন রাহুল। আথিয়াও ভবিষ্যতে নিজের জায়গা পাকা করতে পারবেন রাহুলের জন্যই।