Champions League 2022: চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের কাছেও হার বার্সার

| Edited By: | Updated on: Oct 05, 2022 | 2:01 PM
দলবদলের বাজারে বার্সেলোনা খরচ করেছে ২০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ। তাতেও লাভের লাভ হচ্ছে কই। বায়ার্ন মিউনিখের কাছে হারের পর মঙ্গলবার রাতে ইন্টার মিলানের কাছে হারল বার্সেলোনা।(ছবি:টুইটার)

দলবদলের বাজারে বার্সেলোনা খরচ করেছে ২০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ। তাতেও লাভের লাভ হচ্ছে কই। বায়ার্ন মিউনিখের কাছে হারের পর মঙ্গলবার রাতে ইন্টার মিলানের কাছে হারল বার্সেলোনা।(ছবি:টুইটার)

1 / 5
সারা ম্যাচে একটিই গোল হল। হাকান চালহানোলু গোল করেন প্রথমার্ধের একেবারে শেষদিকে। সেই গোলেই জিতল ইন্টার মিলান।(ছবি:টুইটার)

সারা ম্যাচে একটিই গোল হল। হাকান চালহানোলু গোল করেন প্রথমার্ধের একেবারে শেষদিকে। সেই গোলেই জিতল ইন্টার মিলান।(ছবি:টুইটার)

2 / 5
মঙ্গলবার সান সিরোতে বার্সা তারকা লেওয়ানডস্কি ছিলেন নিস্প্রভ। সারা ম্যাচে শট নিয়েছেন একটি। গোলের সুযোগও তৈরি করতে পারেননি।(ছবি:টুইটার)

মঙ্গলবার সান সিরোতে বার্সা তারকা লেওয়ানডস্কি ছিলেন নিস্প্রভ। সারা ম্যাচে শট নিয়েছেন একটি। গোলের সুযোগও তৈরি করতে পারেননি।(ছবি:টুইটার)

3 / 5
দু'বার ইন্টারের জালে বল জড়ানোর সুযোগ এসেছিল বার্সেলোনার সামনে। ডেম্বেলের শট ইন্টারের গোলকিপারের গ্লাভস ছুঁয়ে পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে গোল শোধ করেই ফেলেছিলেন পেড্রি। তবে আনসু ফাতির হ্যান্ডবল ধরা পড়ায় বাতিল হয় গোল।(ছবি:টুইটার)

দু'বার ইন্টারের জালে বল জড়ানোর সুযোগ এসেছিল বার্সেলোনার সামনে। ডেম্বেলের শট ইন্টারের গোলকিপারের গ্লাভস ছুঁয়ে পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে গোল শোধ করেই ফেলেছিলেন পেড্রি। তবে আনসু ফাতির হ্যান্ডবল ধরা পড়ায় বাতিল হয় গোল।(ছবি:টুইটার)

4 / 5
তিনটি ম্যাচ খেলে গ্রুপ এ-তে বার্সেলোনার পয়েন্ট এখন ৩। অপেক্ষাকৃত কঠিন গ্রুপে লেওয়ানডস্কিদের অবস্থান বেশ টলমলে। বায়ার্নের পয়েন্ট ৯। (ছবি:টুইটার)

তিনটি ম্যাচ খেলে গ্রুপ এ-তে বার্সেলোনার পয়েন্ট এখন ৩। অপেক্ষাকৃত কঠিন গ্রুপে লেওয়ানডস্কিদের অবস্থান বেশ টলমলে। বায়ার্নের পয়েন্ট ৯। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: