Jhulan Goswami: মাল্টিপ্লেক্সে ঝুলনের শেষ ম্যাচে চোখ বাংলার উঠতি ক্রিকেটারদের

লর্ডসে আজ, ঝুলন গোস্বামীর শেষ আন্তর্জাতিক ম্যাচ। যার ফলে অভিনব আয়োজন সিএবির। শহরের এক মাল্টিপ্লেক্সে ঝুলনের শেষ ম্যাচের স্ক্রিনিংয়ের ব্যবস্থা। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক মহিলা ক্রিকেটারদের একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা করল সিএবি। ঝুলুদির জন্য প্ল্যাকার্ড, ভুভুজেলা নিয়ে বড় পর্দায় খেলা দেখলেন ক্রিকেটাররা। সিএবির কর্তারা ছাড়াও হাজির প্রাক্তন ক্রিকেটাররা। শহরে ফিরলে তাঁকে সংবর্ধনা দেবে সিএবি।

| Edited By: | Updated on: Sep 24, 2022 | 5:16 PM
লর্ডসে আজ, ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) শেষ আন্তর্জাতিক ম্যাচ। যার ফলে অভিনব আয়োজন সিএবির। শহরের এক মাল্টিপ্লেক্সে ঝুলনের শেষ ম্যাচের স্ক্রিনিংয়ের ব্যবস্থা। (নিজস্ব চিত্র)

লর্ডসে আজ, ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) শেষ আন্তর্জাতিক ম্যাচ। যার ফলে অভিনব আয়োজন সিএবির। শহরের এক মাল্টিপ্লেক্সে ঝুলনের শেষ ম্যাচের স্ক্রিনিংয়ের ব্যবস্থা। (নিজস্ব চিত্র)

1 / 5
বাংলার বিভিন্ন বয়সভিত্তিক মহিলা ক্রিকেটারদের একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা করল সিএবি (CAB)। ঝুলুদির জন্য প্ল্যাকার্ড, ভুভুজেলা নিয়ে বড় পর্দায় খেলা দেখলেন ক্রিকেটাররা। সিএবির কর্তারা ছাড়াও হাজির প্রাক্তন ক্রিকেটাররা। শহরে ফিরলে তাঁকে সংবর্ধনা দেবে সিএবি। (নিজস্ব চিত্র)

বাংলার বিভিন্ন বয়সভিত্তিক মহিলা ক্রিকেটারদের একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা করল সিএবি (CAB)। ঝুলুদির জন্য প্ল্যাকার্ড, ভুভুজেলা নিয়ে বড় পর্দায় খেলা দেখলেন ক্রিকেটাররা। সিএবির কর্তারা ছাড়াও হাজির প্রাক্তন ক্রিকেটাররা। শহরে ফিরলে তাঁকে সংবর্ধনা দেবে সিএবি। (নিজস্ব চিত্র)

2 / 5
সিএবির তরফ থেকে জানানো হয়েছে, ঝুলন গোস্বামীর নামে ইডেন গার্ডেন্সের এক স্ট্যান্ডের নামকরণের ভাবনা রয়েছে। কিংবদন্তি ক্রিকেটারকে শ্রদ্ধা জানানোর জন্যই এই পদক্ষেপ নিতে চলেছে বাংলা ক্রিকেট সংস্থা। (নিজস্ব চিত্র)

সিএবির তরফ থেকে জানানো হয়েছে, ঝুলন গোস্বামীর নামে ইডেন গার্ডেন্সের এক স্ট্যান্ডের নামকরণের ভাবনা রয়েছে। কিংবদন্তি ক্রিকেটারকে শ্রদ্ধা জানানোর জন্যই এই পদক্ষেপ নিতে চলেছে বাংলা ক্রিকেট সংস্থা। (নিজস্ব চিত্র)

3 / 5
ঝুলনের শেষ ম্যাচের সাক্ষী হতে বাংলার যে ক্রিকেটাররা মাল্টিপ্লেক্সে হাজির হয়েছিল, তাদের হাতে ঝুলনের জন্য যে প্ল্যাকার্ড ছিল তাতে লেখা ছিল --- থ্রি চিয়ার্স টু চাকদা এক্সপ্রেস, ঝুলন কুইন অব স্পিড, ঝুলন আইকন গোস্বামী, তুমি আমাদের প্রতিদিন গর্বিত কর ইত্যাদি। (নিজস্ব চিত্র)

ঝুলনের শেষ ম্যাচের সাক্ষী হতে বাংলার যে ক্রিকেটাররা মাল্টিপ্লেক্সে হাজির হয়েছিল, তাদের হাতে ঝুলনের জন্য যে প্ল্যাকার্ড ছিল তাতে লেখা ছিল --- থ্রি চিয়ার্স টু চাকদা এক্সপ্রেস, ঝুলন কুইন অব স্পিড, ঝুলন আইকন গোস্বামী, তুমি আমাদের প্রতিদিন গর্বিত কর ইত্যাদি। (নিজস্ব চিত্র)

4 / 5
এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা ঝুলন গোস্বামী। বহু মহিলা ক্রিকেটার ক্রিকেটটা বেছে নিয়েছিলেন ঝুলনকে দেখে। আজ এক কিংবদবন্তির পথ চলা শেষ হতে চলেছে। (নিজস্ব চিত্র)

এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা ঝুলন গোস্বামী। বহু মহিলা ক্রিকেটার ক্রিকেটটা বেছে নিয়েছিলেন ঝুলনকে দেখে। আজ এক কিংবদবন্তির পথ চলা শেষ হতে চলেছে। (নিজস্ব চিত্র)

5 / 5
Follow Us: