Besharam Rang: ‘ভবিষ্যতে এমন ডান্স ভিডিয়ো দীপিকার সঙ্গে আর শুট করব না’, কেন বললেন ‘বেশরম রঙ’ কোরিওগ্রাফার?

Pathaan: গেহরাইয়া ছবিতে সাহসী লুকে ফ্রেমবন্দি হয়েছিলেন অভিনেত্রী। তবে হটনেসের সেই মাত্রাকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যই স্থির করেছিলেন বৈভবী।

| Edited By: | Updated on: Dec 15, 2022 | 8:00 AM
সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান অভিনীত ছবি পাঠান-এর গান বেশরম গান। ঝড়ের গতিতে তা ভাইরাল নেটপাড়ায়। দীপিকার লুকও বেজায় চর্চিত।

সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান অভিনীত ছবি পাঠান-এর গান বেশরম গান। ঝড়ের গতিতে তা ভাইরাল নেটপাড়ায়। দীপিকার লুকও বেজায় চর্চিত।

1 / 6
এবার সেই মর্মেই মুখ খুললেন বেশরম রঙ-এর কোরিওগ্রাফার। বৈভবী মার্চেন্ড এই গানের কোরিওগ্রাফি করেছেন। যেখানে পরতে-পরতে বোল্ড দীপিকা নজর কেড়েছেন প্রতিটা ফ্রেমে।

এবার সেই মর্মেই মুখ খুললেন বেশরম রঙ-এর কোরিওগ্রাফার। বৈভবী মার্চেন্ড এই গানের কোরিওগ্রাফি করেছেন। যেখানে পরতে-পরতে বোল্ড দীপিকা নজর কেড়েছেন প্রতিটা ফ্রেমে।

2 / 6
এর আগে গেহরাইয়া ছবিতে সাহসী লুকে ফ্রেমবন্দি হয়েছিলেন অভিনেত্রী। তবে হটনেসের সেই মাত্রাকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যই স্থির করেছিলেন বৈভবী। তিনি বলিউডে বাঘাবাঘা ডান্স আইটেম কোরিওগ্রাফি করেছেন।

এর আগে গেহরাইয়া ছবিতে সাহসী লুকে ফ্রেমবন্দি হয়েছিলেন অভিনেত্রী। তবে হটনেসের সেই মাত্রাকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যই স্থির করেছিলেন বৈভবী। তিনি বলিউডে বাঘাবাঘা ডান্স আইটেম কোরিওগ্রাফি করেছেন।

3 / 6
তবে স্থির করেছিলেন দীপিকার সঙ্গে তিনি এমন একটা কাজ করবেন যা দীপিকার গ্রাফে সেরার সেরা হয়ে থাকবে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এমন গান আর দ্বিতীয়বার শুট করতে চান না বৈভবী।

তবে স্থির করেছিলেন দীপিকার সঙ্গে তিনি এমন একটা কাজ করবেন যা দীপিকার গ্রাফে সেরার সেরা হয়ে থাকবে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এমন গান আর দ্বিতীয়বার শুট করতে চান না বৈভবী।

4 / 6
তিনি চেয়েছেন, এটাই যেন দীপিকার সঙ্গে তাঁর সেরা কাজ হয়ে থাকে। তাই সম্প্রতি জানালেন, তিনি দীপিকার সঙ্গে এর থেকে ভাল কোরিওগ্রাফিতে আর যাবেন না। সেই কারণেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

তিনি চেয়েছেন, এটাই যেন দীপিকার সঙ্গে তাঁর সেরা কাজ হয়ে থাকে। তাই সম্প্রতি জানালেন, তিনি দীপিকার সঙ্গে এর থেকে ভাল কোরিওগ্রাফিতে আর যাবেন না। সেই কারণেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

5 / 6
দীপিকা পাড়ুকোন বর্তমানে একপ্রকার চুটিয়ে সংসার করছেন রণবীর সিং-এর সঙ্গে। তবে একটা সময় ছিল যখন, রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা ছিল তুঙ্গে।

দীপিকা পাড়ুকোন বর্তমানে একপ্রকার চুটিয়ে সংসার করছেন রণবীর সিং-এর সঙ্গে। তবে একটা সময় ছিল যখন, রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা ছিল তুঙ্গে।

6 / 6
Follow Us: