FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের এই একাদশকে সেরা বলা যায়?

Qatar 2022: কাতার বিশ্বকাপের সেরা একাদশ কী হতে পারে! অনেক ফুটবলারের কথাই ভাবনায় আসবে নিঃসন্দেহে। তার মধ্যেই একাদশ বেছে নেওয়া হল। এই একাদশকেই কি সেরা একাদশ বলা যায়?

| Edited By: | Updated on: Dec 21, 2022 | 10:48 AM
ফ্রান্স সুপারস্টার কিলিয়ান এমবাপে সেরা লেফ্ট-উইং। কাতার বিশ্বকাপে তাঁর মোট গোল সংখ্যা ৮। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে জিতেছেন গোল্ডেন বুট। ছবি: টুইটার

ফ্রান্স সুপারস্টার কিলিয়ান এমবাপে সেরা লেফ্ট-উইং। কাতার বিশ্বকাপে তাঁর মোট গোল সংখ্যা ৮। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে জিতেছেন গোল্ডেন বুট। ছবি: টুইটার

1 / 11
মেসিকে ছাড়া সেরা একাদশ হতে পারে! রাইট-উইংয়ে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। ছবি: টুইটার

মেসিকে ছাড়া সেরা একাদশ হতে পারে! রাইট-উইংয়ে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। ছবি: টুইটার

2 / 11
রাইট-ব্যাকে রাখা যায় মরক্কোর আশরাফ হাকিমিকে। বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করেছে মরক্কো। দলের এই সাফল্যে হাকিমির ভূমিকা প্রশংসনীয়। পুরো আসরে ছয়টি সুযোগ তৈরি করেন, ও একটি অ্যাসিস্ট তাঁর। ছবি: টুইটার

রাইট-ব্যাকে রাখা যায় মরক্কোর আশরাফ হাকিমিকে। বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করেছে মরক্কো। দলের এই সাফল্যে হাকিমির ভূমিকা প্রশংসনীয়। পুরো আসরে ছয়টি সুযোগ তৈরি করেন, ও একটি অ্যাসিস্ট তাঁর। ছবি: টুইটার

3 / 11
অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাখা যেতে পারে ফ্রান্সের আঁতোয়া গ্রিজম্যানকে। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স তাঁর। ছবি: টুইটার

অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাখা যেতে পারে ফ্রান্সের আঁতোয়া গ্রিজম্যানকে। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স তাঁর। ছবি: টুইটার

4 / 11
মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান অমরাবত। মরক্কোর জার্সিতে বিশ্বকাপে সাত ম্যাচ খেলেন তিনি। তাঁর জন্যই মরক্কোর আক্রমণ ও রক্ষণভাগে দারুন বোঝাপড়া ছিল। ছবি : টুইটার

মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান অমরাবত। মরক্কোর জার্সিতে বিশ্বকাপে সাত ম্যাচ খেলেন তিনি। তাঁর জন্যই মরক্কোর আক্রমণ ও রক্ষণভাগে দারুন বোঝাপড়া ছিল। ছবি : টুইটার

5 / 11
ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাক জস্কো গুয়ার্দিওল কাতার বিশ্বকাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রক্ষণ সামলানোর পাশাপাশি মরক্কোর বিরুদ্ধে একটি গোলও করেন তিনি। সেই সঙ্গেই ২০ বছর বয়সে দেশের প্রথম ফুটবলার হিসেবে বিশ্নকাপের ময়দানে গোল করে রেকর্ড গড়েন। ছবি: টুইটার

ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাক জস্কো গুয়ার্দিওল কাতার বিশ্বকাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রক্ষণ সামলানোর পাশাপাশি মরক্কোর বিরুদ্ধে একটি গোলও করেন তিনি। সেই সঙ্গেই ২০ বছর বয়সে দেশের প্রথম ফুটবলার হিসেবে বিশ্নকাপের ময়দানে গোল করে রেকর্ড গড়েন। ছবি: টুইটার

6 / 11
ফরাসি লেফ্ট-ব্যাক থিও হার্নান্ডেজকে সেরা একাদশে রাখা যেতেই পারে। প্রথম ম্যাচেই দাদা লুকাস হার্নান্ডেজ চোট পান। এরপর ধারাবাহিক ভালো খেলেছেন থিও। একটি চোখ ধাঁধানো গোলও করেন। ছবি: টুইটার

ফরাসি লেফ্ট-ব্যাক থিও হার্নান্ডেজকে সেরা একাদশে রাখা যেতেই পারে। প্রথম ম্যাচেই দাদা লুকাস হার্নান্ডেজ চোট পান। এরপর ধারাবাহিক ভালো খেলেছেন থিও। একটি চোখ ধাঁধানো গোলও করেন। ছবি: টুইটার

7 / 11
স্ট্রাইকার হিসেবে জুলিয়ান আলভারেজকে রাখাই যায়। বিশ্বকাপে সাত ম্যাচে ৪ গোল। আর্জেন্টিনার চ্য়াম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ছবি: টুইটার

স্ট্রাইকার হিসেবে জুলিয়ান আলভারেজকে রাখাই যায়। বিশ্বকাপে সাত ম্যাচে ৪ গোল। আর্জেন্টিনার চ্য়াম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ছবি: টুইটার

8 / 11
মিডফিল্ডার অরেলিয়েঁ শৌমেনি ফ্রান্সের হয়ে দক্ষতার সঙ্গে সামলেছেন মাঝ মাঠ। কাতার বিশ্বকাপে সাত ম্যাচে একটি গোল করেছেন তিনি। ছবি: টুইটার

মিডফিল্ডার অরেলিয়েঁ শৌমেনি ফ্রান্সের হয়ে দক্ষতার সঙ্গে সামলেছেন মাঝ মাঠ। কাতার বিশ্বকাপে সাত ম্যাচে একটি গোল করেছেন তিনি। ছবি: টুইটার

9 / 11
বিশ্বকাপের সেরা একাদশে গোলরক্ষক হিসেবে অনেক বিকল্পই থাকতে পারে। তবে ফাইনাল অবধি পারফরম্যান্সের নিরিখে  এমিলিয়ানো মার্টিনেজই যোগ্য। বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসও জিতেছেন। ছবি: টুইটার

বিশ্বকাপের সেরা একাদশে গোলরক্ষক হিসেবে অনেক বিকল্পই থাকতে পারে। তবে ফাইনাল অবধি পারফরম্যান্সের নিরিখে এমিলিয়ানো মার্টিনেজই যোগ্য। বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসও জিতেছেন। ছবি: টুইটার

10 / 11
মরক্কোর আরেক ফুটবলার রোমেইন সেইস। সেন্টার ব্যাক সেইস দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন। পর্তুগালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অনবদ্য লড়াই দেন তিনি। ছবি: টুইটার

মরক্কোর আরেক ফুটবলার রোমেইন সেইস। সেন্টার ব্যাক সেইস দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন। পর্তুগালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অনবদ্য লড়াই দেন তিনি। ছবি: টুইটার

11 / 11
Follow Us: