Bhavani Devi: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ফের সোনা ভবানী দেবীর

ফেন্সিংয়ে ভারতের হয়ে ইতিহাস গড়েছিলেন ভবানী দেবী। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক ফেন্সিংয়ে যোগ্যতা অর্জন করেছিলেন। টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন। সিনিয়র স্তরে কেরিয়ারের দ্বিতীয় সোনার পদক জিতলেন।

| Edited By: | Updated on: Aug 11, 2022 | 8:45 AM
ক্যানবেরায় ২০১৮ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছিলেন ভারতীয় ফেন্সার। সিনিয়র স্তরে সেটাই প্রথম সোনার পদক ছিল তাঁর। (ছবি : টুইটার)

ক্যানবেরায় ২০১৮ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছিলেন ভারতীয় ফেন্সার। সিনিয়র স্তরে সেটাই প্রথম সোনার পদক ছিল তাঁর। (ছবি : টুইটার)

1 / 5
লন্ডনে এবারের কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ফের সোনা জিতলেন ভবানী দেবী। খেতাব ধরে রাখলেন। (ছবি : টুইটার)

লন্ডনে এবারের কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ফের সোনা জিতলেন ভবানী দেবী। খেতাব ধরে রাখলেন। (ছবি : টুইটার)

2 / 5
বিশ্ব ক্রমতালিকায় ৪২ তম স্থানে রয়েছেন ভবানী দেবী। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ার ভেরোনিকা বাসিলেভাকে ১৫-১০ ব্যবধানে হারান ভবানী দেবী। (ছবি : টুইটার)

বিশ্ব ক্রমতালিকায় ৪২ তম স্থানে রয়েছেন ভবানী দেবী। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ার ভেরোনিকা বাসিলেভাকে ১৫-১০ ব্যবধানে হারান ভবানী দেবী। (ছবি : টুইটার)

3 / 5
 প্রথম ভারতীয় ফেন্সার হিসেবে অলিম্পিকে যোগ্যতা অর্জনের ইতিহাসের পর ক্রমশ এগিয়ে চলেছেন ভবানী দেবী। (ছবি : টুইটার)

প্রথম ভারতীয় ফেন্সার হিসেবে অলিম্পিকে যোগ্যতা অর্জনের ইতিহাসের পর ক্রমশ এগিয়ে চলেছেন ভবানী দেবী। (ছবি : টুইটার)

4 / 5
চলতি বছরে এটি ভবানী দেবীর দশম আন্তর্জাতিক টুর্নামেন্ট। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রেরণা জোগাবে ভবানী দেবীকে। (ছবি : টুইটার)

চলতি বছরে এটি ভবানী দেবীর দশম আন্তর্জাতিক টুর্নামেন্ট। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রেরণা জোগাবে ভবানী দেবীকে। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: