BSNL-এর 599 টাকার প্ল্যানে রোজ 5GB ডেটা, 84 দিন মেয়াদের বিরাট অফার

Cheapest Data Plan: BSNL-এর ঝুলিতে এমনই কয়েকটি প্ল্যান রয়েছে, যেগুলির খরচ কম এবং অফার বিরাট। তার মধ্যেই একটি প্ল্যানে আবার আপনি প্রতিদিন 5GB করে ডেটা পেয়ে যাবেন।

| Edited By: | Updated on: Feb 08, 2023 | 7:18 AM
BSNL-এর ঝুলিতে এমন অনেক প্ল্যান রয়েছে, যা আমাদের সত্যিই অবাক করে দেয়। এখনও অনেকে আছেন, যাঁরা কোভিড অতিমারির পর বাড়ি থেকে কাজ করছেন। আর বাড়ি থেকে কাজ করতে দরকার প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা। আর সেই বিপুল পরিমাণ ডেটার চাহিদা পূরণ করতে পারে সরকারি টেলকো BSNL। সংস্থার ঝুলিতে এমনই একটি প্ল্যান রয়েছে, যাতে প্রতিদিন 5GB করে ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। সেই প্ল্যানের ভ্যালিডিটিও আবার 84 দিন।

BSNL-এর ঝুলিতে এমন অনেক প্ল্যান রয়েছে, যা আমাদের সত্যিই অবাক করে দেয়। এখনও অনেকে আছেন, যাঁরা কোভিড অতিমারির পর বাড়ি থেকে কাজ করছেন। আর বাড়ি থেকে কাজ করতে দরকার প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা। আর সেই বিপুল পরিমাণ ডেটার চাহিদা পূরণ করতে পারে সরকারি টেলকো BSNL। সংস্থার ঝুলিতে এমনই একটি প্ল্যান রয়েছে, যাতে প্রতিদিন 5GB করে ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। সেই প্ল্যানের ভ্যালিডিটিও আবার 84 দিন।

1 / 8
Reliance Jio, Airtel বা Vodafone Idea তাদের প্রিপেড প্ল্যানগুলি প্রায়শই বদলাতে থাকে। একের পর এক নতুন প্ল্যানও নিয়ে হাজির হয় তারা। এমন পরিস্থিতিতে গ্রাহককুলের জন্য সমস্যার হয়ে যায় সঠিক প্ল্যান বেছে নেওয়ার কাজটা। অপেক্ষাকৃত ভাবে BSNL-এর অনেক কম প্ল্যান রয়েছে। আর যেকটা প্ল্যানই রয়েছে, সেগুলির অফার বিরাট। তেমনই কয়েকটি সস্তার BSNL প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলিতে অনেকটা ডেটা এবং লম্বা সময়ের ভ্যালিডিটি অফার করা হয়।

Reliance Jio, Airtel বা Vodafone Idea তাদের প্রিপেড প্ল্যানগুলি প্রায়শই বদলাতে থাকে। একের পর এক নতুন প্ল্যানও নিয়ে হাজির হয় তারা। এমন পরিস্থিতিতে গ্রাহককুলের জন্য সমস্যার হয়ে যায় সঠিক প্ল্যান বেছে নেওয়ার কাজটা। অপেক্ষাকৃত ভাবে BSNL-এর অনেক কম প্ল্যান রয়েছে। আর যেকটা প্ল্যানই রয়েছে, সেগুলির অফার বিরাট। তেমনই কয়েকটি সস্তার BSNL প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলিতে অনেকটা ডেটা এবং লম্বা সময়ের ভ্যালিডিটি অফার করা হয়।

2 / 8
BSNL-এর 599 টাকার প্ল্যান: খুব একটা বেশি খরচ নয়। কিন্তু এই BSNL প্ল্যানে দুর্দান্ত কিছু অফার রয়েছে। প্ল্যানটি যাঁরা রিচার্জ করবেন, তাঁরা দৈনিক ভিত্তিতে 5GB করে ইন্টারনেট পেয়ে যাবেন। তার থেকেও বড় কথা হল প্ল্যানটির ভ্যালিডিটি। 84 দিনের জন্য বৈধ থাকবে প্ল্যানটি। আর আপনি সেই 84 দিনের প্রতিটা দিনই 5GB করে ডেটা ব্যবহার করতে পারবেন।

BSNL-এর 599 টাকার প্ল্যান: খুব একটা বেশি খরচ নয়। কিন্তু এই BSNL প্ল্যানে দুর্দান্ত কিছু অফার রয়েছে। প্ল্যানটি যাঁরা রিচার্জ করবেন, তাঁরা দৈনিক ভিত্তিতে 5GB করে ইন্টারনেট পেয়ে যাবেন। তার থেকেও বড় কথা হল প্ল্যানটির ভ্যালিডিটি। 84 দিনের জন্য বৈধ থাকবে প্ল্যানটি। আর আপনি সেই 84 দিনের প্রতিটা দিনই 5GB করে ডেটা ব্যবহার করতে পারবেন।

3 / 8
মাসিক খরচের দিক থেকে দেখতে গেলে এই প্ল্যানের জন্য আপনাকে প্রতি মাসে 200 টাকারও কিছুটা কম খরচ করতে হচ্ছে। এই খরচে Jio, Vi বা Airtel কারও কাছেই এমনতর প্ল্যান নেই। শুধু তাই নয়। 599 টাকার BSNL প্ল্যানে আপনি প্রতিদিন দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। সেই সঙ্গেই আবার প্রতিদিন বিনামূল্যে SMS-ও পাঠাতে পারবেন।

মাসিক খরচের দিক থেকে দেখতে গেলে এই প্ল্যানের জন্য আপনাকে প্রতি মাসে 200 টাকারও কিছুটা কম খরচ করতে হচ্ছে। এই খরচে Jio, Vi বা Airtel কারও কাছেই এমনতর প্ল্যান নেই। শুধু তাই নয়। 599 টাকার BSNL প্ল্যানে আপনি প্রতিদিন দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। সেই সঙ্গেই আবার প্রতিদিন বিনামূল্যে SMS-ও পাঠাতে পারবেন।

4 / 8
BSNL-এর 447 টাকার প্ল্যান: এই প্ল্যানে সরকারি টেলিকম সংস্থাটি 100GB হাই-স্পিড ডেটা অফার করে। তবে ডেইলি ডেটার লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 80Kbps-এ নেমে যায়। 447 টাকার BSNL প্ল্যানটি 60 দিনের জন্য বৈধ। প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন 1.5GB-র সামান্য কিছুটা করে ডেটা পাঠাতে পারেন।

BSNL-এর 447 টাকার প্ল্যান: এই প্ল্যানে সরকারি টেলিকম সংস্থাটি 100GB হাই-স্পিড ডেটা অফার করে। তবে ডেইলি ডেটার লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 80Kbps-এ নেমে যায়। 447 টাকার BSNL প্ল্যানটি 60 দিনের জন্য বৈধ। প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন 1.5GB-র সামান্য কিছুটা করে ডেটা পাঠাতে পারেন।

5 / 8
এছাড়াও এই প্ল্যানের আরও বেশ কয়েকটি সুবিধা রয়েছে। BSNL 447 টাকার প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। পাশাপাশি এই প্যাক রিচার্জ করলে প্রতিদিন 100টা করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানো যায়। তবে সবথেকে আকর্ষণীয় অফারটি হল এই প্ল্যানে Eros Now ওটিটি অ্যাপের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন গ্রাহকরা।

এছাড়াও এই প্ল্যানের আরও বেশ কয়েকটি সুবিধা রয়েছে। BSNL 447 টাকার প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। পাশাপাশি এই প্যাক রিচার্জ করলে প্রতিদিন 100টা করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠানো যায়। তবে সবথেকে আকর্ষণীয় অফারটি হল এই প্ল্যানে Eros Now ওটিটি অ্যাপের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন গ্রাহকরা।

6 / 8
BSNL-এর 429 টাকার প্ল্যান: এই প্ল্যানের খরচ যেহেতু কম, তাই তার অফারও অপেক্ষাকৃত কম। 429 টাকার প্ল্যানে গ্রাহকদের 81 দিনের ভ্যালিডিটি অফার করে BSNL। প্রতিদিন এই প্ল্যানে গ্রাহকদের 1GB করে ডেটা অফার করা হয়। অর্থাৎ সব মিলিয়ে এই 500 টাকার কম খরচের BSNL প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা পেয়ে যাবেন মোট 81GB ডেটা।

BSNL-এর 429 টাকার প্ল্যান: এই প্ল্যানের খরচ যেহেতু কম, তাই তার অফারও অপেক্ষাকৃত কম। 429 টাকার প্ল্যানে গ্রাহকদের 81 দিনের ভ্যালিডিটি অফার করে BSNL। প্রতিদিন এই প্ল্যানে গ্রাহকদের 1GB করে ডেটা অফার করা হয়। অর্থাৎ সব মিলিয়ে এই 500 টাকার কম খরচের BSNL প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা পেয়ে যাবেন মোট 81GB ডেটা।

7 / 8
অন্যান্য প্ল্যানের মতো BSNL 429 টাকার প্ল্যান রিচার্জ করলেও গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং প্রয়োজনাতিরিক্ত SMS-ও পাঠাতে পারবেন। রয়েছে একাধিক OTT অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে। তবে এই প্ল্যান রিচার্জ করার পর ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 40 Kbps হয়ে যায়।

অন্যান্য প্ল্যানের মতো BSNL 429 টাকার প্ল্যান রিচার্জ করলেও গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং প্রয়োজনাতিরিক্ত SMS-ও পাঠাতে পারবেন। রয়েছে একাধিক OTT অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে। তবে এই প্ল্যান রিচার্জ করার পর ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 40 Kbps হয়ে যায়।

8 / 8
Follow Us: