EPL: লিভারপুলের ঘরের মাঠে লিয়ান্দ্রোর দাপট, জিতল চেলসি-আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার শনিবারে অনবদ্য ব্রাইটন। লিভারপুলের ঘরের মাঠে লিয়ান্দ্রোর দাপট। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ব্রাইটন। অন্যদিকে, টটেনহ্যামকে হারাল আর্সেনাল, জিতল চেলসিও।

| Edited By: | Updated on: Oct 02, 2022 | 10:00 AM
ইপিএলে (EPL) মুখোমুখি হয়েছিল লিভারপুল-ব্রাইটন। লিভারপুলের ঘরের মাঠে খেলা। অনবদ্য একটা ম্যাচ। হ্যাটট্রিক করেন ব্রাইটনের ফুটবলার লিয়ান্দ্রো (Leandro Trossard)। রবার্তো ফির্মিনহোর জোড়া গোলেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না লিভারপুল (Liverpool)। (ছবি : টুইটার)

ইপিএলে (EPL) মুখোমুখি হয়েছিল লিভারপুল-ব্রাইটন। লিভারপুলের ঘরের মাঠে খেলা। অনবদ্য একটা ম্যাচ। হ্যাটট্রিক করেন ব্রাইটনের ফুটবলার লিয়ান্দ্রো (Leandro Trossard)। রবার্তো ফির্মিনহোর জোড়া গোলেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না লিভারপুল (Liverpool)। (ছবি : টুইটার)

1 / 6
ম্যাচের ৪ ও ১৭ মিনিটে লিয়ান্দ্রোর জোড়া গোল। ২-০ এগিয়ে যায় ব্রাইটন। ৩৩ ও ৫৪ মিনিটে ফির্মিনহোর গোলে সমতা ফেরায় লিভারপুল। অ্যাডাম ওয়েবস্টারের আত্মঘাতী গোলে ৩-২ করে লিভারপুল। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তবুও। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে হ্যাটট্রিক করে ব্রাইটনের হার বাঁচান লিয়ান্দ্রো। (ছবি : টুইটার)

ম্যাচের ৪ ও ১৭ মিনিটে লিয়ান্দ্রোর জোড়া গোল। ২-০ এগিয়ে যায় ব্রাইটন। ৩৩ ও ৫৪ মিনিটে ফির্মিনহোর গোলে সমতা ফেরায় লিভারপুল। অ্যাডাম ওয়েবস্টারের আত্মঘাতী গোলে ৩-২ করে লিভারপুল। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তবুও। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে হ্যাটট্রিক করে ব্রাইটনের হার বাঁচান লিয়ান্দ্রো। (ছবি : টুইটার)

2 / 6
হ্যারি কেনের টটেনহ্যামকে ৩-১ হারাল আর্সেনাল (Arsenal)। ২০ মিনিটে থমাস পার্টের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পেনাল্টি থেকে সমতা ফেরান হ্যারি কেন। (ছবি : টুইটার)

হ্যারি কেনের টটেনহ্যামকে ৩-১ হারাল আর্সেনাল (Arsenal)। ২০ মিনিটে থমাস পার্টের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পেনাল্টি থেকে সমতা ফেরান হ্যারি কেন। (ছবি : টুইটার)

3 / 6
দ্বিতীয়ার্ধে ধাক্কা সামলাতে পারেনি টটেনহ্যাম। গ্যাব্রিয়েল জেসুস আর্সেনালের হয়ে ২-০ করেন। ৬২ মিনিটে টটেনহ্যামের এমারসন রেড কার্ড দেখায় তারা ১০ জনে পরিণত হয়। ৬৭ মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল গ্রানিত জাকার। (ছবি : টুইটার)

দ্বিতীয়ার্ধে ধাক্কা সামলাতে পারেনি টটেনহ্যাম। গ্যাব্রিয়েল জেসুস আর্সেনালের হয়ে ২-০ করেন। ৬২ মিনিটে টটেনহ্যামের এমারসন রেড কার্ড দেখায় তারা ১০ জনে পরিণত হয়। ৬৭ মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল গ্রানিত জাকার। (ছবি : টুইটার)

4 / 6
ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জিতল চেলসি। ঘরের মাঠে ওডসোনে এডুয়ার্ডের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। (ছবি : টুইটার)

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জিতল চেলসি। ঘরের মাঠে ওডসোনে এডুয়ার্ডের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। (ছবি : টুইটার)

5 / 6
ম্যাচের ৩৮ মিনিটে অবামেয়াঙের গোলে সমতা ফেরায় চেলসি (Chelsea)। মনে হচ্ছিল, অ্যাওয়ে ম্যাচে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হবে তাদের। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে চেলসির হয়ে জয়সূচক গোল কনর গালাঘারের। (ছবি : টুইটার)

ম্যাচের ৩৮ মিনিটে অবামেয়াঙের গোলে সমতা ফেরায় চেলসি (Chelsea)। মনে হচ্ছিল, অ্যাওয়ে ম্যাচে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হবে তাদের। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে চেলসির হয়ে জয়সূচক গোল কনর গালাঘারের। (ছবি : টুইটার)

6 / 6
Follow Us: