Premier League: ব্লুজদের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির (Chelsea) বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ম্যান ইউয়ের অন্তর্বর্তীকালীন ম্যানেজার মাইকেল ক্যারিক চেলসির ঘরের মাঠে প্রথম একাদশে রাখেননি সিআর সেভেনকে। যখন পরিবর্ত হিসেবে তিনি মাঠে নামেন তখন তাঁর দল ১-০ এগিয়ে। কিন্তু তিনি আর গোল পাননি। বরং রোনাল্ডো নামার ৫ মিনিটের মধ্যে চেলসি সমতায় ফেরে। এই ম্যাচে চেলসির সঙ্গে পয়েন্ট ভাগ হওয়ায় কোনও সুবিধে হল না ব্রুনো ফের্নান্ডেজদের। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে থমাস তুচেলের চেলসি। অন্যদিকে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৮ নম্বরে রয়েছেন সিআর সেভেনরা।

| Edited By: | Updated on: Nov 29, 2021 | 10:54 AM
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-ম্যান ইউয়ের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। চেলসির ঘরের মাঠে প্রথম একাদশে ছিলেন না সিআর সেভেন।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-ম্যান ইউয়ের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। চেলসির ঘরের মাঠে প্রথম একাদশে ছিলেন না সিআর সেভেন।

1 / 5
ম্যাচের ৫০ মিনিটে জ্যাডন স্যাঞ্চো (Jadon Sancho) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন।

ম্যাচের ৫০ মিনিটে জ্যাডন স্যাঞ্চো (Jadon Sancho) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন।

2 / 5
 তবে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি চেলসি। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান জর্জিনহো (Jorginho)।

তবে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি চেলসি। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান জর্জিনহো (Jorginho)।

3 / 5
৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না ম্যান ইউ। গোল পাননি রোনাল্ডোও (Cristiano Ronaldo)। ম্যাচের শেষে টুইটারে তিনি লেখেন, "সামনে এখনও একট লম্বা পথ রয়েছে এবং তুমি যখন ম্যান ইউনাইটেডের হয়ে খেলবে তখন কোনও কিছুই অসম্ভব নয়। আমরা শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য তাড়া করে যাব!"

৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না ম্যান ইউ। গোল পাননি রোনাল্ডোও (Cristiano Ronaldo)। ম্যাচের শেষে টুইটারে তিনি লেখেন, "সামনে এখনও একট লম্বা পথ রয়েছে এবং তুমি যখন ম্যান ইউনাইটেডের হয়ে খেলবে তখন কোনও কিছুই অসম্ভব নয়। আমরা শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য তাড়া করে যাব!"

4 / 5
 ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে থমাস তুচেলের চেলসি। অন্যদিকে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৮ নম্বরে রয়েছেন সিআর সেভেনরা।

১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে থমাস তুচেলের চেলসি। অন্যদিকে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৮ নম্বরে রয়েছেন সিআর সেভেনরা।

5 / 5
Follow Us: