Chess Olympiad 2022: তিলোত্তমায় পৌঁছল দাবা অলিম্পিয়াডের মশাল, উপস্থিত সস্ত্রীক ধনখড়

কলকাতায় এল দাবা অলিম্পিয়াডের মশাল। বাংলার দুই গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষি রায়চৌধুরি এবং মিত্রাভ গুহ মশাল নিয়ে আসেন সল্টলেকের সাই-তে। উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়।

| Edited By: | Updated on: Jul 07, 2022 | 8:01 PM
পটনা থেকে কলকাতায় এল দাবা অলিম্পিয়াডের মশাল। দমদম বিমানবন্দর থেকে হুডখোলা জিপে বাংলার গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষি রায়চৌধুরি , গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহর হাত ধরে চেস অলিম্পিয়াডের মশাল এসে পৌঁছায় সল্টলেক সাই-তে। সস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। (ছবি:নিজস্ব)

পটনা থেকে কলকাতায় এল দাবা অলিম্পিয়াডের মশাল। দমদম বিমানবন্দর থেকে হুডখোলা জিপে বাংলার গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষি রায়চৌধুরি , গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহর হাত ধরে চেস অলিম্পিয়াডের মশাল এসে পৌঁছায় সল্টলেক সাই-তে। সস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। (ছবি:নিজস্ব)

1 / 4
গত ১৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৪৪তম দাবা অলিম্পিয়াডের ঐতিহাসিক মশাল রিলের সূচনা করেন। (ছবি:নিজস্ব)

গত ১৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৪৪তম দাবা অলিম্পিয়াডের ঐতিহাসিক মশাল রিলের সূচনা করেন। (ছবি:নিজস্ব)

2 / 4
এ বছর প্রথমবারের জন্য আন্তর্জাতিক দাবা ফেডারেশন, FIDE, অলিম্পিকের ঐতিহ্যের অংশ হিসেবে দাবা অলিম্পিয়াড মশাল রিলে শুরু করেছে। ভারতে প্রথমবার তা অনুষ্ঠিত হচ্ছে। (ছবি:নিজস্ব)

এ বছর প্রথমবারের জন্য আন্তর্জাতিক দাবা ফেডারেশন, FIDE, অলিম্পিকের ঐতিহ্যের অংশ হিসেবে দাবা অলিম্পিয়াড মশাল রিলে শুরু করেছে। ভারতে প্রথমবার তা অনুষ্ঠিত হচ্ছে। (ছবি:নিজস্ব)

3 / 4
দাবা অলিম্পিয়াড মশালটি দেশের ৭৫টি শহরে ঘুরবে। ২৮ জুলাই থেকে চেন্নাইতে শুরু হচ্ছে ৪৪তম দাবা অলিম্পিয়াড। এবারের দাবা অলিম্পিয়াডে ১৮৭টি দেশের দু' হাজারের বেশি খেলোয়াড় অংশ নেবেন।(ছবি:নিজস্ব)

দাবা অলিম্পিয়াড মশালটি দেশের ৭৫টি শহরে ঘুরবে। ২৮ জুলাই থেকে চেন্নাইতে শুরু হচ্ছে ৪৪তম দাবা অলিম্পিয়াড। এবারের দাবা অলিম্পিয়াডে ১৮৭টি দেশের দু' হাজারের বেশি খেলোয়াড় অংশ নেবেন।(ছবি:নিজস্ব)

4 / 4
Follow Us: