Qatar World Cup 2022: রোনাল্ডো-মেসি… কাতারে যাঁরা শেষবার বিশ্বকাপ খেলতে পারেন

সামনেই ফুটবল বিশ্বকাপ। এ বার কাতারে বসতে চলেছে বিশ্বকাপের আসর। আর কাতারেই শেষ বার বিশ্বকাপ খেলতে পারেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই দুই তারকার পাশাপাশি দেশের হয়ে শেষ বার বিশ্বকাপ খেলতে পারেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি থেকে শুরু করে ফ্রান্সের করিম বেঞ্জেমাও।

| Edited By: | Updated on: Nov 08, 2022 | 11:41 AM
সামনেই ফুটবল বিশ্বকাপ। এ বার কাতারে বসতে চলেছে বিশ্বকাপের আসর। আর কাতারেই শেষ বার বিশ্বকাপ খেলতে পারেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই দুই তারকার পাশাপাশি দেশের হয়ে শেষ বার বিশ্বকাপ খেলতে পারেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি থেকে শুরু করে ফ্রান্সের করিম বেঞ্জেমাও। (ছবি-টুইটার)

সামনেই ফুটবল বিশ্বকাপ। এ বার কাতারে বসতে চলেছে বিশ্বকাপের আসর। আর কাতারেই শেষ বার বিশ্বকাপ খেলতে পারেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই দুই তারকার পাশাপাশি দেশের হয়ে শেষ বার বিশ্বকাপ খেলতে পারেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি থেকে শুরু করে ফ্রান্সের করিম বেঞ্জেমাও। (ছবি-টুইটার)

1 / 7
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - ৩৭ বছরের পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাতার বিশ্বকাপে খেলবেন। পরবর্তী বিশ্বকাপ ২০২৬ সালে। তিনি নিজে ২০২৪ সালের ইউরো কাপে খেলতে চান বলে জানিয়েছেন। ফলে এ বারই শেষ বিশ্বকাপে নামতে পারেন তিনি। (ছবি-টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - ৩৭ বছরের পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাতার বিশ্বকাপে খেলবেন। পরবর্তী বিশ্বকাপ ২০২৬ সালে। তিনি নিজে ২০২৪ সালের ইউরো কাপে খেলতে চান বলে জানিয়েছেন। ফলে এ বারই শেষ বিশ্বকাপে নামতে পারেন তিনি। (ছবি-টুইটার)

2 / 7
লিওনেল মেসি - সাত বারের ব্যালন ডি'ওর জয়ী আর্জেন্টাইন সুপারস্টার এখনও দাপটের সঙ্গে খেলছেন। তবে ২০২৬ সালের বিশ্বকাপে এখনকার আর্জেন্টিনার অধিনায়ককে খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। (ছবি-টুইটার)

লিওনেল মেসি - সাত বারের ব্যালন ডি'ওর জয়ী আর্জেন্টাইন সুপারস্টার এখনও দাপটের সঙ্গে খেলছেন। তবে ২০২৬ সালের বিশ্বকাপে এখনকার আর্জেন্টিনার অধিনায়ককে খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। (ছবি-টুইটার)

3 / 7
লুকা মদ্রিচ - ক্রোট তারকা লুকা মদ্রিচ এ বারই শেষ বিশ্বকাপ খেলতে পারেন। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল লুকার। দেশের হয়ে ১৫৪টি ম্যাচে খেলে ২৩টি গোল করেছেন তিনি।  (ছবি-টুইটার)

লুকা মদ্রিচ - ক্রোট তারকা লুকা মদ্রিচ এ বারই শেষ বিশ্বকাপ খেলতে পারেন। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল লুকার। দেশের হয়ে ১৫৪টি ম্যাচে খেলে ২৩টি গোল করেছেন তিনি। (ছবি-টুইটার)

4 / 7
রবার্ট লেওয়ানডস্কি - কাতার বিশ্বকাপটাই শেষ বিশ্বকাপ হতে পারে ৩৪ বছর বয়সী পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিরও। ২০০৮ সাল থেকে পোলান্ডের হয়ে খেলছেন লেওয়ানডস্কি। দেশের হয়ে ১৩৪টি ম্যাচে তিনি করেছেন ৭৬টি গোল। (ছবি-টুইটার)

রবার্ট লেওয়ানডস্কি - কাতার বিশ্বকাপটাই শেষ বিশ্বকাপ হতে পারে ৩৪ বছর বয়সী পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিরও। ২০০৮ সাল থেকে পোলান্ডের হয়ে খেলছেন লেওয়ানডস্কি। দেশের হয়ে ১৩৪টি ম্যাচে তিনি করেছেন ৭৬টি গোল। (ছবি-টুইটার)

5 / 7
করিম বেঞ্জেমা - ৩৪ বছরের করিম বেঞ্জেমাও এ বারই শেষ বিশ্বকাপে খেলতে পারেন। ২০২৬ সালের বিশ্বকাপের সময় রিয়াল মাদ্রিদের তারকা প্লেয়ারের বয়স হবে ৩৮। তাই গত বারের বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই। (ছবি-টুইটার)

করিম বেঞ্জেমা - ৩৪ বছরের করিম বেঞ্জেমাও এ বারই শেষ বিশ্বকাপে খেলতে পারেন। ২০২৬ সালের বিশ্বকাপের সময় রিয়াল মাদ্রিদের তারকা প্লেয়ারের বয়স হবে ৩৮। তাই গত বারের বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই। (ছবি-টুইটার)

6 / 7
নেইমার - ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ফিটনেস সমস্যায় ভুগছেন। ফলে ৩০ বছর বয়সী নেইমার আসন্ন বিশ্বকাপ অবধি খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা ঠিক নেই। কিন্তু তিনি যদি আগামী চার বছরের মধ্যে ফিটনেস সংক্রান্ত সমস্যার সঙ্গে সমঝোতা করতে পারেন তা হলে ফের তিনি বিশ্বকাপে খেলতে পারেন। (ছবি-টুইটার)

নেইমার - ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ফিটনেস সমস্যায় ভুগছেন। ফলে ৩০ বছর বয়সী নেইমার আসন্ন বিশ্বকাপ অবধি খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা ঠিক নেই। কিন্তু তিনি যদি আগামী চার বছরের মধ্যে ফিটনেস সংক্রান্ত সমস্যার সঙ্গে সমঝোতা করতে পারেন তা হলে ফের তিনি বিশ্বকাপে খেলতে পারেন। (ছবি-টুইটার)

7 / 7
Follow Us: