UEFA Nations League: ডেনমার্ককে হারিয়ে নেশনস লিগে গ্রুপ শীর্ষে মদ্রিচরা

Croatia beat Denmark:

| Edited By: | Updated on: Sep 23, 2022 | 9:15 AM
পরিবর্ত লোভরো মাজারের গোলে বৃহস্পতিবার রাতে ডেনমার্ককে ২-১ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগ এ গ্রুপ ১-এর শীর্ষে ক্রোয়েশিয়া। ডেনমার্কের অধিনায়ক ক্রিশ্চিয়ান এরিকসেনের দুর্দান্ত গোল সমতায় ফেরানোর মিনিট দুয়ের পরই মাজারের গোলে ম্যাচ জিতে নেয় ক্রোটরা। (ছবি:টুইটার)

পরিবর্ত লোভরো মাজারের গোলে বৃহস্পতিবার রাতে ডেনমার্ককে ২-১ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগ এ গ্রুপ ১-এর শীর্ষে ক্রোয়েশিয়া। ডেনমার্কের অধিনায়ক ক্রিশ্চিয়ান এরিকসেনের দুর্দান্ত গোল সমতায় ফেরানোর মিনিট দুয়ের পরই মাজারের গোলে ম্যাচ জিতে নেয় ক্রোটরা। (ছবি:টুইটার)

1 / 5
দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার ডিফেন্ডার বোর্না সোসা গোলের খাতা খোলেন। (ছবি:টুইটার)

দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার ডিফেন্ডার বোর্না সোসা গোলের খাতা খোলেন। (ছবি:টুইটার)

2 / 5
বৃহস্পতিবারের রাতে ডেনমার্কের আক্রমণ বেশিরভাগ সময় মিসফায়ার করলেও এরিকসেনের জাদুতে মনে হচ্ছিল ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে দুটি দলকে। ৭৭ মিনিটে ছোঁ মারার কায়দায় হোম টিমের জালে বল জড়ান।(ছবি:টুইটার)

বৃহস্পতিবারের রাতে ডেনমার্কের আক্রমণ বেশিরভাগ সময় মিসফায়ার করলেও এরিকসেনের জাদুতে মনে হচ্ছিল ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে দুটি দলকে। ৭৭ মিনিটে ছোঁ মারার কায়দায় হোম টিমের জালে বল জড়ান।(ছবি:টুইটার)

3 / 5
যদিও সেই স্বস্তি ছিল স্বল্পস্থায়ী। এরিকসেনের গোলের পর মাতেও কোভাসিচের পরিবর্তে নামা মাজার বক্সের কিনারায় বল তুলে গোলকিপার ক্যাসপার স্মিচেলকে পরাস্ত করেন।(ছবি:টুইটার)

যদিও সেই স্বস্তি ছিল স্বল্পস্থায়ী। এরিকসেনের গোলের পর মাতেও কোভাসিচের পরিবর্তে নামা মাজার বক্সের কিনারায় বল তুলে গোলকিপার ক্যাসপার স্মিচেলকে পরাস্ত করেন।(ছবি:টুইটার)

4 / 5
গত জুন মাসে কোপেনহেগেনে ড্যানিশদের হারানোর পর ক্রোয়েশিয়ানরা পাঁচটি ম্যাচ থেকে ১০ পয়েন্টে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করে। নেশনস লিগের সেমিফাইনালে ওঠার জন্য ডেনমার্কের থেকে তাঁরা এগিয়ে ছিল। (ছবি:টুইটার)

গত জুন মাসে কোপেনহেগেনে ড্যানিশদের হারানোর পর ক্রোয়েশিয়ানরা পাঁচটি ম্যাচ থেকে ১০ পয়েন্টে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করে। নেশনস লিগের সেমিফাইনালে ওঠার জন্য ডেনমার্কের থেকে তাঁরা এগিয়ে ছিল। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: