Curry Leaves Benefits: চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে কারি পাতার জুড়ি মেলা ভার, সবিস্তারে জেনে নিন…

চুলের যে কোনও সমস্যায় কারি পাতা ম্যাজিকের মতো কাজ করে। চুলের গোড়ায় ভাল করে কারিপাতার পেস্ট দিয়ে মালিশ করুন আর সমস্যা থেকে মুক্তি পান...

| Edited By: | Updated on: Jan 24, 2022 | 3:53 PM
ভারতীয় রান্নার অন্যতম অঙ্গ কারিপাতা। তবে এর স্থান শুধু রান্নাঘর নয়। রূপটানের ক্ষেত্রে কারিপাতা খুবই উপকারী। চুলের একাধিক সমস্যায় কারিপাতা কাজ করে ম্যাজিকের মতো।

ভারতীয় রান্নার অন্যতম অঙ্গ কারিপাতা। তবে এর স্থান শুধু রান্নাঘর নয়। রূপটানের ক্ষেত্রে কারিপাতা খুবই উপকারী। চুলের একাধিক সমস্যায় কারিপাতা কাজ করে ম্যাজিকের মতো।

1 / 5
নারকেল তেলে গরম করে নিন কয়েকটা মেথিদানা। লাল হয়ে এলে তাতে মেশান কারিপাতা। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে এই মিশ্রণ মাথায় মালিশ করুন। সকালে শ্যাম্পু করে নিন।

নারকেল তেলে গরম করে নিন কয়েকটা মেথিদানা। লাল হয়ে এলে তাতে মেশান কারিপাতা। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে এই মিশ্রণ মাথায় মালিশ করুন। সকালে শ্যাম্পু করে নিন।

2 / 5
চুলে কারিপাতার পেস্ট লাগালে খুশকির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। কারিপাতা পিষে টকদইয়ে সঙ্গে মিশিয়ে নিন।

চুলে কারিপাতার পেস্ট লাগালে খুশকির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। কারিপাতা পিষে টকদইয়ে সঙ্গে মিশিয়ে নিন।

3 / 5
হেনার সঙ্গে মিশিয়ে নিন কারিপাতা। এই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে পাকা চুল কালো হবে, ভালও হবে।

হেনার সঙ্গে মিশিয়ে নিন কারিপাতা। এই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে পাকা চুল কালো হবে, ভালও হবে।

4 / 5
চুল পড়ার সমস্যাও কমায় কারিপাতা। নারকেল তেলে কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। কারিপাতা কালো হয়ে এলে বুঝবেন তেল তৈরি।  Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

চুল পড়ার সমস্যাও কমায় কারিপাতা। নারকেল তেলে কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। কারিপাতা কালো হয়ে এলে বুঝবেন তেল তৈরি। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

5 / 5
Follow Us: