CWG 2022: কমনওয়েলথে রুপোর ইতিহাস ভারতের আর্মি অবিনাশ সাবলের

Commonwealth Games 2022: বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন ভারতের অবিনাশ সাবলে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেয়েছেন ভারতীয় অ্যাথলিট অবিনাশ। ভারতীয় সেনার ৫ মহল ব্যাটেলিয়নের সিপাহি হিসেবে এক সময় সিয়াচেন, গ্লেসিয়ার, সিকিম ও রাজস্থানে পোস্টিং ছিল তাঁর। সেখান থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসা। এবং এ বারের কমনওয়েলথে দেশকে অ্যাথলেটিক্স থেকে চতুর্থ পদক এনে দিয়েছেন তিনি।

| Edited By: | Updated on: Aug 07, 2022 | 1:53 AM
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন ভারতের অবিনাশ সাবলে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেয়েছেন ভারতীয় অ্যাথলিট অবিনাশ। (ছবি-টুইটার)

বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন ভারতের অবিনাশ সাবলে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেয়েছেন ভারতীয় অ্যাথলিট অবিনাশ। (ছবি-টুইটার)

1 / 5
ভারতীয় সেনার ৫ মহল ব্যাটেলিয়নের সিপাহি হিসেবে এক সময় সিয়াচেন, গ্লেসিয়ার, সিকিম ও রাজস্থানে পোস্টিং ছিল তাঁর। সেখান থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসা। বর্তমানে অবিনাশ ভারতীয় সেনায় নায়েব সুবেদার। (ছবি-টুইটার)

ভারতীয় সেনার ৫ মহল ব্যাটেলিয়নের সিপাহি হিসেবে এক সময় সিয়াচেন, গ্লেসিয়ার, সিকিম ও রাজস্থানে পোস্টিং ছিল তাঁর। সেখান থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসা। বর্তমানে অবিনাশ ভারতীয় সেনায় নায়েব সুবেদার। (ছবি-টুইটার)

2 / 5
বার্মিংহ্যামে পুরুষদের ৩,০০০ মিটার স্টিপলচেজে ঐতিহাসিক রুপো পেলেন মহারাষ্ট্রের বিডের ছেলে। ৮.১১.২০ মিনিটে শেষ করে তিনি জাতীয় রেকর্ডও গড়েছেন। (ছবি-টুইটার)

বার্মিংহ্যামে পুরুষদের ৩,০০০ মিটার স্টিপলচেজে ঐতিহাসিক রুপো পেলেন মহারাষ্ট্রের বিডের ছেলে। ৮.১১.২০ মিনিটে শেষ করে তিনি জাতীয় রেকর্ডও গড়েছেন। (ছবি-টুইটার)

3 / 5
১৯৯৮ সাল থেকে স্টিপলচেজে কেনিয়ার অ্যাথলিটদেরই দাপট। প্রতি বারই পোডিয়াম ফিনিশ করেছেন কেনিয়ার অ্যাথলিটরা। এই প্রথম বার সেই রেকর্ড ভেঙে দিলেন অবিনাশ। বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে জাতীয় রেকর্ড (৮.১১.২০) ভেঙেছেন অবিনাশ সাবলে। এই নিয়ে মোট ন'বার জাতীয় রেকর্ড ভাঙলেন অবিনাশ। (ছবি-টুইটার)

১৯৯৮ সাল থেকে স্টিপলচেজে কেনিয়ার অ্যাথলিটদেরই দাপট। প্রতি বারই পোডিয়াম ফিনিশ করেছেন কেনিয়ার অ্যাথলিটরা। এই প্রথম বার সেই রেকর্ড ভেঙে দিলেন অবিনাশ। বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে জাতীয় রেকর্ড (৮.১১.২০) ভেঙেছেন অবিনাশ সাবলে। এই নিয়ে মোট ন'বার জাতীয় রেকর্ড ভাঙলেন অবিনাশ। (ছবি-টুইটার)

4 / 5
এর আগে এ বারের কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স থেকে ভারতকে পদক এনে দিয়েছিলেন হাই জাম্পার তেজস্বিন শঙ্কর, লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। এবং আজ অবিনাশের আগে ট্র্য়াক অ্যান্ড ফিল্ড (১০ হাজার মিটার রেস ওয়াকে) থেকে ভারতকে রুপো এনে দিয়েছেন প্রিয়াঙ্কা গোস্বামী। (ছবি-টুইটার)

এর আগে এ বারের কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স থেকে ভারতকে পদক এনে দিয়েছিলেন হাই জাম্পার তেজস্বিন শঙ্কর, লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। এবং আজ অবিনাশের আগে ট্র্য়াক অ্যান্ড ফিল্ড (১০ হাজার মিটার রেস ওয়াকে) থেকে ভারতকে রুপো এনে দিয়েছেন প্রিয়াঙ্কা গোস্বামী। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: