Indian Athlete: মনে পড়ে সিন্ধু-চানুদের নেল আর্ট-কানের দুলে অলিম্পিকের ছোঁয়া?

ফ্যাশন নিয়ে ভারতের অনেক অ্যাথলিটই (Indian Athlete) বেশ সচেতন। পিভি সিন্ধু, মনিকা বাত্রাদের ফ্যাশন স্টেটমেন্ট আলাদা করে চর্চার যোগ্য। অলিম্পিক আসলেই ভারতীয় অ্যাথলিটদের ফ্যাশনেও তার ঝলক লক্ষ্য করা যায়। মনে পড়ে টোকিও অলিম্পিকে পিভি সিন্ধুর নজরকাড়া নেল আর্টের কথা? এ ছাড়া মীরাবাঈ চানুর অলিম্পিকের রিংয়ের আদলে করা কানের দুল কি মনে আছে আপনাদের?

| Edited By: | Updated on: Jul 19, 2022 | 8:30 AM
 ফ্যাশন নিয়ে ভারতের অনেক অ্যাথলিটই বেশ সচেতন। পিভি সিন্ধু, মনিকা বাত্রাদের ফ্যাশন স্টেটমেন্ট আলাদা করে চর্চার যোগ্য। অলিম্পিক আসলেই ভারতীয় অ্যাথলিটদের ফ্যাশনেও তার ঝলক লক্ষ্য করা যায়। মনে পড়ে টোকিও অলিম্পিকে পিভি সিন্ধুর নজরকাড়া নেল আর্টের কথা? টোকিওতে ব্রোঞ্চজয়ী সিন্ধু মেগা ইভেন্ট শুরু হওয়ার আগে অলিম্পিকের ৫ রিংয়ের নেল আর্ট করিয়েছিলেন। (ছবি-পিভি সিন্ধু ইন্সটাগ্রাম)

ফ্যাশন নিয়ে ভারতের অনেক অ্যাথলিটই বেশ সচেতন। পিভি সিন্ধু, মনিকা বাত্রাদের ফ্যাশন স্টেটমেন্ট আলাদা করে চর্চার যোগ্য। অলিম্পিক আসলেই ভারতীয় অ্যাথলিটদের ফ্যাশনেও তার ঝলক লক্ষ্য করা যায়। মনে পড়ে টোকিও অলিম্পিকে পিভি সিন্ধুর নজরকাড়া নেল আর্টের কথা? টোকিওতে ব্রোঞ্চজয়ী সিন্ধু মেগা ইভেন্ট শুরু হওয়ার আগে অলিম্পিকের ৫ রিংয়ের নেল আর্ট করিয়েছিলেন। (ছবি-পিভি সিন্ধু ইন্সটাগ্রাম)

1 / 5
শুধু পিভি সিন্ধুই নন। টোকিও অলিম্পিকের সময় ভারতীয় টেবল টেনিস তারকা মনিকা বাত্রাও অলিম্পিকের ৫টি রিংয়ের আদলে নেল আর্ট করিয়েছিলেন। পাশাপাশি মনিকার নখ জুড়ে ছিল ভারতের পতাকা ও ইংলিশে ইন্ডিয়া লেখা। (ছবি-মনিকা বাত্রা টুইটার)

শুধু পিভি সিন্ধুই নন। টোকিও অলিম্পিকের সময় ভারতীয় টেবল টেনিস তারকা মনিকা বাত্রাও অলিম্পিকের ৫টি রিংয়ের আদলে নেল আর্ট করিয়েছিলেন। পাশাপাশি মনিকার নখ জুড়ে ছিল ভারতের পতাকা ও ইংলিশে ইন্ডিয়া লেখা। (ছবি-মনিকা বাত্রা টুইটার)

2 / 5
সিন্ধু-মনিকার নেল আর্ট ছাড়া মীরাবাঈ চানুর অলিম্পিকের রিংয়ের আদলে করা কানের দুল কি মনে আছে আপনাদের? টোকিও অলিম্পিক থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাই চানু। ভারোত্তলনে রুপো পেয়েছিলেন চানু। বেশ নজর কেড়েছিল অলিম্পিকের ৫ রিংয়ের আদলে সোনালি রংয়ের তাঁর কানের দুলও। (ছবি-টুইটার)

সিন্ধু-মনিকার নেল আর্ট ছাড়া মীরাবাঈ চানুর অলিম্পিকের রিংয়ের আদলে করা কানের দুল কি মনে আছে আপনাদের? টোকিও অলিম্পিক থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাই চানু। ভারোত্তলনে রুপো পেয়েছিলেন চানু। বেশ নজর কেড়েছিল অলিম্পিকের ৫ রিংয়ের আদলে সোনালি রংয়ের তাঁর কানের দুলও। (ছবি-টুইটার)

3 / 5
আপনাদের রিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক সুশীলা চানুকে মনে আছে? রিও অলিম্পিকের আগে তিনি তাঁর ডান হাতের বাইসেপে টোকিওর ৫ রিংয়ের একখানা রঙিন ট্যাটু করিয়েছিলেন। (ছবি-টুইটার)

আপনাদের রিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক সুশীলা চানুকে মনে আছে? রিও অলিম্পিকের আগে তিনি তাঁর ডান হাতের বাইসেপে টোকিওর ৫ রিংয়ের একখানা রঙিন ট্যাটু করিয়েছিলেন। (ছবি-টুইটার)

4 / 5
মীরাবাঈ চানুর মতো ভারতীয় তারকা আর্চার অতনু দাস নিজের সঙ্গে অলিম্পিকের বিশেষ যোগ রাখার জন্য বেছে নেন অলঙ্কারের সাহায্য। অতনুর হাতে টোকিও অলিম্পিকের সময় দেখা গিয়েছিল এক সুন্দর সোনালি রংয়ের অলিম্পিকের ৫ রিংয়ের আংটি। (ছবি-টুইটার)

মীরাবাঈ চানুর মতো ভারতীয় তারকা আর্চার অতনু দাস নিজের সঙ্গে অলিম্পিকের বিশেষ যোগ রাখার জন্য বেছে নেন অলঙ্কারের সাহায্য। অতনুর হাতে টোকিও অলিম্পিকের সময় দেখা গিয়েছিল এক সুন্দর সোনালি রংয়ের অলিম্পিকের ৫ রিংয়ের আংটি। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: