Anurag Basu: মৃত্যু হওয়ার কথা ছিল ২ মাসের মধ্যে, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন পরিচালক অনুরাগ বসুকে

The Fighter Director: চিকিৎসকরা তাঁকে বলেছিলেন, বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ।

| Edited By: | Updated on: May 11, 2022 | 6:36 PM
২০০৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন পরিচালক অনুরাগ বসু।

২০০৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন পরিচালক অনুরাগ বসু।

1 / 7
চিকিৎসকরা তাঁকে বলেছিলেন, বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ।

চিকিৎসকরা তাঁকে বলেছিলেন, বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ।

2 / 7
কিন্তু জীবনযুদ্ধে জয়ী হয়েছেন পরিচালক।

কিন্তু জীবনযুদ্ধে জয়ী হয়েছেন পরিচালক।

3 / 7
টেলিভিশনে কেরিয়ার শুরু করেছিলেন অনুরাগ। ২০০২ সালে ছবি তৈরি করবেন বলে ঠিক করেন।

টেলিভিশনে কেরিয়ার শুরু করেছিলেন অনুরাগ। ২০০২ সালে ছবি তৈরি করবেন বলে ঠিক করেন।

4 / 7
সবে মাত্র কাজ শুরু করেছিলেন। ২০০৪ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন অনুরাগ। তাঁর হাতে নাকি ২ মাস সময় ছিল বেঁচে থাকার জন্য। সেই জায়গা থেকে ফিরে এসেছেন পরিচালক।

সবে মাত্র কাজ শুরু করেছিলেন। ২০০৪ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন অনুরাগ। তাঁর হাতে নাকি ২ মাস সময় ছিল বেঁচে থাকার জন্য। সেই জায়গা থেকে ফিরে এসেছেন পরিচালক।

5 / 7
চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে এসেছেন। বীরের মতো লড়াই করেছেন মারণ রোগ ক্যান্সারের সঙ্গে।

চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে এসেছেন। বীরের মতো লড়াই করেছেন মারণ রোগ ক্যান্সারের সঙ্গে।

6 / 7
ফিরে এসে তৈরি করেছেন 'লাইফ ইন আ মেট্রো', 'গ্যাংস্টার', 'মার্ডার', 'বরফি' ও 'লুডো'র মতো ছবি।

ফিরে এসে তৈরি করেছেন 'লাইফ ইন আ মেট্রো', 'গ্যাংস্টার', 'মার্ডার', 'বরফি' ও 'লুডো'র মতো ছবি।

7 / 7
Follow Us: