Durand Cup 2022: অনলাইনে ছাড়ল টিকিট, সমর্থকদের ফোকাসে ডার্বি

১৬ অগস্ট থেকে শুরু ডুরান্ড কাপ। প্রথম ম্যাচে মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। অনলাইনে ছাড়া হল ডুরান্ড কাপের টিকিট। book my show থেকে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে। সমর্থকদের ২৮ অগস্টের বড় ম্যাচ। সাড়ে ৩ বছর পর যুবভারতীতে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। টিকিটের ন্যুনতম দাম রাখা হয়েছে ৫০ টাকা। এ ছাড়া ১০০ আর ২০০ টাকার টিকিটও আছে। গ্রুপ এ আর গ্রুপ বি-র টিকিট ছাড়া হয়েছে। গ্রুপ এ-তে আছে মহমেডান। বি গ্রুপে আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান।

| Edited By: | Updated on: Aug 06, 2022 | 5:22 PM
অনলাইনে ছাড়া হল ডুরান্ড কাপের টিকিট। book my show থেকে পাওয়া যাচ্ছে টিকিট।

ছবি: টুইটার

অনলাইনে ছাড়া হল ডুরান্ড কাপের টিকিট। book my show থেকে পাওয়া যাচ্ছে টিকিট। ছবি: টুইটার

1 / 5
২৮ অগস্ট ইস্টবেঙ্গল-মোহনবাগান বড় ম্যাচ। টিকিটের ন্যুনতম দান ৫০ টাকা।

ছবি: টুইটার

২৮ অগস্ট ইস্টবেঙ্গল-মোহনবাগান বড় ম্যাচ। টিকিটের ন্যুনতম দান ৫০ টাকা। ছবি: টুইটার

2 / 5
ডার্বি ঘিরে এখন থেকেই চড়ছে উন্মাদনা। অনলাইনে টিকিট বুকিংয়ের হিড়িক।

ছবি: টুইটার

ডার্বি ঘিরে এখন থেকেই চড়ছে উন্মাদনা। অনলাইনে টিকিট বুকিংয়ের হিড়িক। ছবি: টুইটার

3 / 5
সাড়ে ৩ বছর পর বড় ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ডার্বি দেখতে মুখিয়ে সমর্থকরা।

ছবি: টুইটার

সাড়ে ৩ বছর পর বড় ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ডার্বি দেখতে মুখিয়ে সমর্থকরা। ছবি: টুইটার

4 / 5
ডুরান্ডের সব কটা ম্যাচের টিকিটই পাওয়া যাচ্ছে অনলাইনে। ১৬ অগস্ট মহমেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ এফসি গোয়া।

ছবি: টুইটার

ডুরান্ডের সব কটা ম্যাচের টিকিটই পাওয়া যাচ্ছে অনলাইনে। ১৬ অগস্ট মহমেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ এফসি গোয়া। ছবি: টুইটার

5 / 5
Follow Us: