Durga Puja 2022: পুজোর প্রস্তুতি, ক্যামেরাবন্দি কুমারটুলির অন্দরমহল

পুজো আসছে। চূড়ান্ত প্রস্তুতি চলছে কুমারটুলিতে। নিম্নচাপের ভ্রুকুটি সামলে কতটা এগোল কাজ, ঢুঁ মেরে দেখে এল TV9 বাংলা। ফ্রেমবন্দি হল কুমারটুলি

| Edited By: | Updated on: Sep 20, 2022 | 10:23 AM
১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক সূচনা হয়েই গিয়েছে, এবার শুধু দিন গোনা আর অপেক্ষা।

১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক সূচনা হয়েই গিয়েছে, এবার শুধু দিন গোনা আর অপেক্ষা।

1 / 8
পুজো আসছে। চূড়ান্ত প্রস্তুতি চলছে কুমারটুলিতে। নিম্নচাপের ভ্রুকুটি সামলে কতটা এগোল কাজ, ঢুঁ মেরে দেখে এল TV9 বাংলা। ফ্রেমবন্দি হল কুমারটুলি।

পুজো আসছে। চূড়ান্ত প্রস্তুতি চলছে কুমারটুলিতে। নিম্নচাপের ভ্রুকুটি সামলে কতটা এগোল কাজ, ঢুঁ মেরে দেখে এল TV9 বাংলা। ফ্রেমবন্দি হল কুমারটুলি।

2 / 8
হাতে সময় আর নেই বললেই চলে। মহালয়ার আর বাকি দিন দশেক। তার উপর শরতের আকাশে কালো মেঘের ঘনঘটায় চিন্তায় পটুয়াপাড়া।

হাতে সময় আর নেই বললেই চলে। মহালয়ার আর বাকি দিন দশেক। তার উপর শরতের আকাশে কালো মেঘের ঘনঘটায় চিন্তায় পটুয়াপাড়া।

3 / 8
সোম, মঙ্গল সূর্যের দেখা নেই। ১০ মিনিট অন্তর অন্তর ব্রেক নিয়ে নিয়ে বৃষ্টি আসছে। কখনও ঝমঝমিয়ে কখনও আবার টিপটাপ টুপুর টাপুর।

সোম, মঙ্গল সূর্যের দেখা নেই। ১০ মিনিট অন্তর অন্তর ব্রেক নিয়ে নিয়ে বৃষ্টি আসছে। কখনও ঝমঝমিয়ে কখনও আবার টিপটাপ টুপুর টাপুর।

4 / 8
 বিরামহীন ব্যস্ততায় উত্তর কলকাতার গঙ্গাপাড়ের শতাব্দী প্রচীন পটুয়াপাড়া। নাওয়া খাওয়ার সময় নেই শিল্পীদের। কারও হাতে কাচা মাটি, কারও হাতে আবার তুলি। কেউ আবার দিচ্ছেন অঙ্গসজ্জা।

বিরামহীন ব্যস্ততায় উত্তর কলকাতার গঙ্গাপাড়ের শতাব্দী প্রচীন পটুয়াপাড়া। নাওয়া খাওয়ার সময় নেই শিল্পীদের। কারও হাতে কাচা মাটি, কারও হাতে আবার তুলি। কেউ আবার দিচ্ছেন অঙ্গসজ্জা।

5 / 8
কোথাও পড়ছে খড়ের উপর মাটির প্রলেপ। কোথাও আবার রঙের কাজ শেষ হয়ে গিয়ে চলছে তুলির ফাইনাল টাচ্।

কোথাও পড়ছে খড়ের উপর মাটির প্রলেপ। কোথাও আবার রঙের কাজ শেষ হয়ে গিয়ে চলছে তুলির ফাইনাল টাচ্।

6 / 8
বৃষ্টিস্নাত কুমারটুলির আঁকে বাঁকে এখন উঁকি দিলেই অপলক দেবী দুর্গা।

বৃষ্টিস্নাত কুমারটুলির আঁকে বাঁকে এখন উঁকি দিলেই অপলক দেবী দুর্গা।

7 / 8
 ছবি: মৌমিতা দাস

ছবি: মৌমিতা দাস

8 / 8
Follow Us: