Uric Acid: শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়েছে বুঝবেন কোন লক্ষণে?

শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে তার লক্ষণ শুধু যে পায়ে দেখা যায় তা নয়। তবে একথা অস্বীকার করারও কোনও জায়গা নেই যে, ইউরিক অ্যাসিডের কারণে গাউটের সমস্যা দেখা যায়। কিন্তু এছাড়াও কোন-কোন লক্ষণ দেখা যায়, চলুন জেনে নেওয়া যাক।

| Edited By: | Updated on: Jul 20, 2022 | 7:18 AM
ডায়াবেটিস, কোলেস্টেরল, রক্তচাপের মতোই এখন ইউরিক অ্যাসিডের রোগী প্রতিটা বাড়িতে খুঁজে পাওয়া যায়। এই রোগও প্রথমে ধরা পড়ে না। পায়ের গাঁটে ব্যথা বাড়তে শুরু করার পর রক্ত পরীক্ষা করলে জানা যায় যে আপনি ইউরিক অ্যাসিডে আক্রান্ত।

ডায়াবেটিস, কোলেস্টেরল, রক্তচাপের মতোই এখন ইউরিক অ্যাসিডের রোগী প্রতিটা বাড়িতে খুঁজে পাওয়া যায়। এই রোগও প্রথমে ধরা পড়ে না। পায়ের গাঁটে ব্যথা বাড়তে শুরু করার পর রক্ত পরীক্ষা করলে জানা যায় যে আপনি ইউরিক অ্যাসিডে আক্রান্ত।

1 / 6
শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে তার লক্ষণ শুধু যে পায়ে দেখা যায় তা নয়। তবে একথা অস্বীকার করারও কোনও জায়গা নেই যে, ইউরিক অ্যাসিডের কারণে গাউটের সমস্যা দেখা যায়। কিন্তু এছাড়াও কোন-কোন লক্ষণ দেখা যায়, চলুন জেনে নেওয়া যাক।

শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে তার লক্ষণ শুধু যে পায়ে দেখা যায় তা নয়। তবে একথা অস্বীকার করারও কোনও জায়গা নেই যে, ইউরিক অ্যাসিডের কারণে গাউটের সমস্যা দেখা যায়। কিন্তু এছাড়াও কোন-কোন লক্ষণ দেখা যায়, চলুন জেনে নেওয়া যাক।

2 / 6
আসলে যখন শরীরে স্বাভাবিকের তুলনায় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন তা পায়ে জমতে শুরু করে। তখনই পায়ের গাঁটে ব্যথা হতে শুরু করে। এই সমস্যা মূলত পায়ের পুড়ো আঙুলে দেখা দেয়। হয়তো অন্য কোনও কারণে আপনার পায়ে চোট লেগেছে কিন্তু সেই ব্যথা ইউরিক অ্যাসিডের কারণে কমতে চায় না।

আসলে যখন শরীরে স্বাভাবিকের তুলনায় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন তা পায়ে জমতে শুরু করে। তখনই পায়ের গাঁটে ব্যথা হতে শুরু করে। এই সমস্যা মূলত পায়ের পুড়ো আঙুলে দেখা দেয়। হয়তো অন্য কোনও কারণে আপনার পায়ে চোট লেগেছে কিন্তু সেই ব্যথা ইউরিক অ্যাসিডের কারণে কমতে চায় না।

3 / 6
ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে তার প্রভাব পড়ে কিডনিতেও। মূলত অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু পরিমাণ বেড়ে গেলে তা আর নির্গত হতে পারে না। তখন সেটা কিডনিতে জমতে শুরু করে এবং এখান থেকে কিডনিতে পাথরের সমস্যা দেখা দেয়।

ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে তার প্রভাব পড়ে কিডনিতেও। মূলত অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু পরিমাণ বেড়ে গেলে তা আর নির্গত হতে পারে না। তখন সেটা কিডনিতে জমতে শুরু করে এবং এখান থেকে কিডনিতে পাথরের সমস্যা দেখা দেয়।

4 / 6
কিডনিতে পাথর হলে কিংবা যখন ইউরিক অ্যাসিড কিডনিতে জমতে শুরু করে, তখন তারও লক্ষণ দেখা দেয়। তখন পিঠ, কোমরে যন্ত্রণা হতে শুরু করে। অনেক ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্তপাতও হয়।

কিডনিতে পাথর হলে কিংবা যখন ইউরিক অ্যাসিড কিডনিতে জমতে শুরু করে, তখন তারও লক্ষণ দেখা দেয়। তখন পিঠ, কোমরে যন্ত্রণা হতে শুরু করে। অনেক ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্তপাতও হয়।

5 / 6
ইউরিক অ্যাসিডের লক্ষণ কানেও দেখা যেতে পারে। অনেক ক্ষেত্রে কানের পিছনের অংশে সাবুদানার আকৃতির মতো ছোট গোল দানা দেখা যায়। এই লক্ষণকে অবহেলা করবেন না। এটাও কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণ।

ইউরিক অ্যাসিডের লক্ষণ কানেও দেখা যেতে পারে। অনেক ক্ষেত্রে কানের পিছনের অংশে সাবুদানার আকৃতির মতো ছোট গোল দানা দেখা যায়। এই লক্ষণকে অবহেলা করবেন না। এটাও কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণ।

6 / 6
Follow Us: