Emami East Bengal : পৌঁছে অনুশীলনও শুরু ইস্টবেঙ্গলের নতুন বিদেশির

ডুরান্ত কাপ (Durand Cup) শুরুর আগেই পাঁচ বিদেশি সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। শনিবার কলকাতায় পৌঁছলেন তাদেরই একজন। সাইপ্রাসের চারালাম্বোস কিরিয়াকু। বিকেলে সতীর্থদের সঙ্গে প্রস্তুতিতেও নেমে পড়লেন।

| Edited By: | Updated on: Aug 13, 2022 | 6:42 PM
শনিবারই কলকাতায় পৌঁছান ইস্টবেঙ্গলের নতুন বিদেশি চারালাম্বোস কিরিয়াকু (Charalambos Kyriako)। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন ক্লাব কর্তারা। (ছবি : নিজস্ব)

শনিবারই কলকাতায় পৌঁছান ইস্টবেঙ্গলের নতুন বিদেশি চারালাম্বোস কিরিয়াকু (Charalambos Kyriako)। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন ক্লাব কর্তারা। (ছবি : নিজস্ব)

1 / 5
বিকেলে ইস্টবেঙ্গল (Emami East Bengal) মাঠে অনুশীলন করে সিনিয়র দল। সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেন চারালাম্বোস কিরিয়াকুও। (ছবি : নিজস্ব)

বিকেলে ইস্টবেঙ্গল (Emami East Bengal) মাঠে অনুশীলন করে সিনিয়র দল। সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেন চারালাম্বোস কিরিয়াকুও। (ছবি : নিজস্ব)

2 / 5
সাইপ্রাসের এই ফুটবলার ডিফেন্সে খেলেন। জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। (ছবি : নিজস্ব)

সাইপ্রাসের এই ফুটবলার ডিফেন্সে খেলেন। জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। (ছবি : নিজস্ব)

3 / 5
মূলত রাইট ব্যাকে খেললেও, লেফ্ট ব্যাক এবং সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন। (ছবি : নিজস্ব)

মূলত রাইট ব্যাকে খেললেও, লেফ্ট ব্যাক এবং সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন। (ছবি : নিজস্ব)

4 / 5
ইউরোপা লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে সাইপ্রাসের এই ডিফেন্ডার তথা ইস্টবেঙ্গলের নতুন বিদেশির। (ছবি : নিজস্ব)

ইউরোপা লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে সাইপ্রাসের এই ডিফেন্ডার তথা ইস্টবেঙ্গলের নতুন বিদেশির। (ছবি : নিজস্ব)

5 / 5
Follow Us: