ইউরোপা লিগের সেমি ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আর্সেনাল

ইউরোপা লিগের (Europa League) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ২-০ হারাল গ্রানাডাকে (Granada)। অপরদিকে আর্সেনালও (Arsenal) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্লাভিয়া প্রাহাকে (Slavia Prague) ৪-০ গোলে হারাল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আর্সেনাল দুই দলই পৌঁছে গেল ইউরোপা লিগের শেষ চারে। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে গ্রানাডাকে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অপরদিকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে স্লাভিয়া প্লাহাকে হারাল আর্সেনাল।

| Updated on: Apr 16, 2021 | 4:29 PM
ম্যাচের ৬ মিনিটে পল পগবার পাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এডিনসন কাভানির প্রথম গোল।

ম্যাচের ৬ মিনিটে পল পগবার পাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এডিনসন কাভানির প্রথম গোল।

1 / 6
৯০ মিনিটে গ্রানাডার জেসুস ভাল্লেজোর আত্মঘাতী গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয় নিশ্চিত হয়।

৯০ মিনিটে গ্রানাডার জেসুস ভাল্লেজোর আত্মঘাতী গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয় নিশ্চিত হয়।

2 / 6
দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে গ্রানাডাকে হারিয়ে সেমি ফাইনালের টিকিট পেল কাভানি-পগবারা।

দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে গ্রানাডাকে হারিয়ে সেমি ফাইনালের টিকিট পেল কাভানি-পগবারা।

3 / 6
 ম্যাচের ১৮ মিনিটে স্মিথ রোয়র পাস থেকে আর্সেনালের নিকোলাস পেপের প্রথম গোল।

ম্যাচের ১৮ মিনিটে স্মিথ রোয়র পাস থেকে আর্সেনালের নিকোলাস পেপের প্রথম গোল।

4 / 6
২৪ মিনিটে বুকায়ো সাকার গোল।

২৪ মিনিটে বুকায়ো সাকার গোল।

5 / 6
আলেকজান্দ্রে লাকাজেটের জোড়া গোল। ২১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল ও ৭৭ মিনিটে পেপের পাস থেকে দ্বিতীয় গোল। (সৌজন্যে-টুইটার)

আলেকজান্দ্রে লাকাজেটের জোড়া গোল। ২১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল ও ৭৭ মিনিটে পেপের পাস থেকে দ্বিতীয় গোল। (সৌজন্যে-টুইটার)

6 / 6
Follow Us: