Kajal Tips: তাড়াহুড়োয় স্মাজ হয়ে যায় কাজল? পরার সময় খেয়াল রাখুন এই ৬টি বিষয়

Eye Makeup Tips: তাড়াহুড়ো করে বেরোনোর সময় সাজগোজের সময় থাকে না। তখন সামান্য কাজল আর লিপস্টিক পরেই বেরিয়ে পড়েন। কাজল পরার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, তাহলে তাড়াহুড়োতে আর স্মাজ করবে না কাজল।

| Edited By: | Updated on: Jun 14, 2022 | 11:47 PM
এক স্টোকে কখনও কাজল পরবেন না। চোখের ভিতরের কোন থেকে কাজল পরা শুরু করুন। তারপর ধীরে ধীরে বাইরের দিকে আসুন। ছোট ছোট স্ট্রোকে কাজল পরুন। এতে স্মাজ হয়ে যাবে না সহজে।

এক স্টোকে কখনও কাজল পরবেন না। চোখের ভিতরের কোন থেকে কাজল পরা শুরু করুন। তারপর ধীরে ধীরে বাইরের দিকে আসুন। ছোট ছোট স্ট্রোকে কাজল পরুন। এতে স্মাজ হয়ে যাবে না সহজে।

1 / 6
আপনার চোখ কি ছোট? চোখের পাতা কি ভারী? তাহলে কখনওই মোটা করে কাজল পরবেন না। এমনকী বড় চোখ হলেও প্রথমেই মোটা করে কাজল পরবেন না। এতে স্মাজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আপনার চোখ কি ছোট? চোখের পাতা কি ভারী? তাহলে কখনওই মোটা করে কাজল পরবেন না। এমনকী বড় চোখ হলেও প্রথমেই মোটা করে কাজল পরবেন না। এতে স্মাজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

2 / 6
কাজল দিয়ে অনেকেই স্মোকি লুক তৈরি করতে চান। এই ক্ষেত্রে চোখে কাজল সামান্য স্মাজ করতে গিয়েই হিতে বিপরীত হয়ে যায়। এই ক্ষেত্রে কোনও গাঢ় রঙের আইশ্যাডো ব্যবহার করে স্মোকি লুক তৈরি করুন।

কাজল দিয়ে অনেকেই স্মোকি লুক তৈরি করতে চান। এই ক্ষেত্রে চোখে কাজল সামান্য স্মাজ করতে গিয়েই হিতে বিপরীত হয়ে যায়। এই ক্ষেত্রে কোনও গাঢ় রঙের আইশ্যাডো ব্যবহার করে স্মোকি লুক তৈরি করুন।

3 / 6
কাজল পরতে ভালবাসেন আর কাজল পেনসিলের যত্ন নেন না? এমন ভুল করবেন না। ভোঁতা হয়ে যাওয়া কাজল পেনসিল ব্যবহার করবেন না। এতে স্মাজ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

কাজল পরতে ভালবাসেন আর কাজল পেনসিলের যত্ন নেন না? এমন ভুল করবেন না। ভোঁতা হয়ে যাওয়া কাজল পেনসিল ব্যবহার করবেন না। এতে স্মাজ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

4 / 6
চেষ্টা করুন চোখের উপর-নীচে, দু’জায়গাতেই কাজল লাগানোর। শুধুমাত্র চোখের নীচের পাতায় অর্থাৎ লোয়ার ওয়াটার লাইনে কাজল লাগালে দেখতে ভাল লাগে না। তাই সামঞ্জস্য রেখে চোখের উপরের পাতায়ও কাজল লাগান।

চেষ্টা করুন চোখের উপর-নীচে, দু’জায়গাতেই কাজল লাগানোর। শুধুমাত্র চোখের নীচের পাতায় অর্থাৎ লোয়ার ওয়াটার লাইনে কাজল লাগালে দেখতে ভাল লাগে না। তাই সামঞ্জস্য রেখে চোখের উপরের পাতায়ও কাজল লাগান।

5 / 6
আপনার যদি তৈলাক্ত ত্বক হয় বা আপনার যদি অতিরিক্ত ঘাম হয়, তাহলে চোখের নীচের পাতায় কখনই কাজল লাগিয়ে তা স্মাজ করে স্মোকি আই এফেক্ট দিতে যাবেন না। এটা লুক নষ্ট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনি কাজলের উপর সামান্য পাউডার লাগিয়ে নিন।

আপনার যদি তৈলাক্ত ত্বক হয় বা আপনার যদি অতিরিক্ত ঘাম হয়, তাহলে চোখের নীচের পাতায় কখনই কাজল লাগিয়ে তা স্মাজ করে স্মোকি আই এফেক্ট দিতে যাবেন না। এটা লুক নষ্ট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনি কাজলের উপর সামান্য পাউডার লাগিয়ে নিন।

6 / 6
Follow Us: