Glycerin on Face: ঠান্ডা পড়তেই মুখ শুকিয়ে যাচ্ছে? এই একটি উপাদানেই শীতে ত্বক নরম থাকবে

Skin Care Tips: শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে গ্লিসারিন। এই কারণে বিভিন্ন প্রসাধনী পণ্যে গ্লিসারিন ব্যবহার করা হয়।

| Edited By: | Updated on: Nov 24, 2022 | 2:18 PM
একটা সময় ছিল যখন শীত পড়তেই মা-ঠাকুমাদের ড্রেসিং টেবিল জুড়ে থাকত গ্লিসারিন। গ্লিসারিন হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা শীতে ত্বকের যত্ন নেয়। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার চিন্তা ছাড়াই গ্লিসারিনকে নানা ভাবে ব্যবহার করা যায়।

একটা সময় ছিল যখন শীত পড়তেই মা-ঠাকুমাদের ড্রেসিং টেবিল জুড়ে থাকত গ্লিসারিন। গ্লিসারিন হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা শীতে ত্বকের যত্ন নেয়। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার চিন্তা ছাড়াই গ্লিসারিনকে নানা ভাবে ব্যবহার করা যায়।

1 / 6
শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে গ্লিসারিন। এই কারণে বিভিন্ন প্রসাধনী পণ্যে গ্লিসারিন ব্যবহার করা হয়। আপনিও ময়েশ্চারাইজার হিসেবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন।

শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে গ্লিসারিন। এই কারণে বিভিন্ন প্রসাধনী পণ্যে গ্লিসারিন ব্যবহার করা হয়। আপনিও ময়েশ্চারাইজার হিসেবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন।

2 / 6
ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ত্বকের উপর গ্লিসারিন ব্যবহার করুন। গ্লিসারিন ও গোলাপ জল সমপরিমাণ নিয়ে বসিয়ে নিন। রাতে আপনি এই মিশ্রণটা মুখে লাগান। পরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন।

ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ত্বকের উপর গ্লিসারিন ব্যবহার করুন। গ্লিসারিন ও গোলাপ জল সমপরিমাণ নিয়ে বসিয়ে নিন। রাতে আপনি এই মিশ্রণটা মুখে লাগান। পরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন।

3 / 6
শীতে দূষণের পরিমাণ বেড়ে যায়। ত্বকের উপরও জমতে থাকে তেল, ধুলো-ময়লা। এক্ষেত্রে গ্লিসারিন দিয়ে মুখ পরিষ্কার করুন। গ্লিসারিনকে ক্লিনজার হিসেবে ব্যবহার করুন।

শীতে দূষণের পরিমাণ বেড়ে যায়। ত্বকের উপরও জমতে থাকে তেল, ধুলো-ময়লা। এক্ষেত্রে গ্লিসারিন দিয়ে মুখ পরিষ্কার করুন। গ্লিসারিনকে ক্লিনজার হিসেবে ব্যবহার করুন।

4 / 6
এক কাপ গোলাপ জল নিন। এতে  ১/৪ কাপ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ খাঁটি নারকেল তেল এবং ১ টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এই মিশ্রণটি ক্লিনজার হিসেবে ব্যবহার করুন।

এক কাপ গোলাপ জল নিন। এতে ১/৪ কাপ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ খাঁটি নারকেল তেল এবং ১ টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এই মিশ্রণটি ক্লিনজার হিসেবে ব্যবহার করুন।

5 / 6
বাড়ি ফিরে গ্লিসারিনের তৈরি মিশ্রণটা দিয়ে মুখ ধুয়ে নিন। এই ক্লিনজার আপনার ত্বকে উপরিতলে জমে থাকা মৃত কোষ দূর করে দেবে। পাশাপাশি শীতে শুষ্ক ত্বকের সমস্যা আপনার ধারের কাছে ঘেঁষবে না।

বাড়ি ফিরে গ্লিসারিনের তৈরি মিশ্রণটা দিয়ে মুখ ধুয়ে নিন। এই ক্লিনজার আপনার ত্বকে উপরিতলে জমে থাকা মৃত কোষ দূর করে দেবে। পাশাপাশি শীতে শুষ্ক ত্বকের সমস্যা আপনার ধারের কাছে ঘেঁষবে না।

6 / 6
Follow Us:
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে